নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is like a flute.It may’ve many holes& emptiness but if u work on it,It can play magical melodies

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

হীরক রাজার দেশে!

০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৮



গত বছর যখন ঢাকাবাসী জলাবদ্ধতায় নাজাহেল অবস্থা, ঠিক সেই সময় গনপূর্তমন্ত্রী মিডিয়া তে বলেছিল "আমি প্রমিস করছি নেক্সট ইয়ার থেকে আর এই সমস্যা হবে নাহ”। এই বছর সেই একই অবস্থা! একটু বিষ্টিতে ঢাকার কিছু এলাকা হাটু পানির নিচে তলিয়ে যায়। আচ্ছা বলেন তো, কোন সুশিক্ষিত বিবেকবান দেশের প্মন্ত্রী এমন হওয়ার পড়ে ক্ষমতায় বসে থাকতে পাড়তো?

প্রধানমন্ত্রী তো বিদেশে থেকে এসে সংবাদ সংমেলন করে বলে দিলেন, এত উন্নয়ন করেছি জনগন কেন ভোট দিবে নাহ??? আচ্ছা ৮ বছর ক্ষমতায় থেকে এক ঢাকা শহরকে ঘিরে আপনি কি উন্নয়ন করেছেন? ৮ বছর আগে ফ্রামগেট থেকে উওরা যেতে কত সময় লাগতো আর এখন কত সময় লাগে??? পাবলিক ট্রাসপোর্ট গুলোতে কি মা-বোন নিয়ে উঠার কোন ব্যবস্থা করেছেন????

ব্রিজ, খালভাট,রাস্তাঘাট করা কি উন্নয়ন???? ২০২০ সালে এসে কোন সভ্য জাতি ব্রিজ,রাস্তা নিয়ে চিন্তা ভাবনা করে??? এইগুলো তো হওয়ার কথা। জনগনকে কেন এত বছর পড় খাদ্য,উন্নত চিকিৎসারর জন্য লড়াই করতে হয়????

নতুন জেনারেশনদের চিন্তা ভাবনা এখন অনেক প্রসারিত হয়েছে। লন্ডনে যদি ১৮৬৪ সালে প্রথম মেট্রো টেন চালু হয়, আমাদের দেশে কেন এখনো বাসের জন্য মানুশ কে মারামারি করতে হয়??? ইসরাইলের মত দেশে, যার জনসংখ্যা ৭০ লাখের কিছু বেশি সেই দেশের জিডিপি কিভাবে বাংলাদেশের থেকে বেশি??? আমাদের ১৮ কোটি মাথা কি তাহলে ইসরাইলি ৭০ লাখের চেয়ে কম কার্যকারি?কিভাবে ফিলিপাইনের মত দেশের প্রবাসী, যারা বাংলাদেশের প্রবাসী তুলনায় অর্ধেক, আমাদের থেকে বেশি রেমিটেন্স পাঠায়?
যুদ্ধ বিদ্ধস্ত দেশের মানুশ গুলো বাঙালীদের থেকে অনেক ভাল আছে। বোমা খেয়ে মরে গেলে তো একেবারে শেষ, আর যারা রিফিউজি হয়ে ইউরোপ আমেরিকা যায় তারা হয়তো একটু উন্নত জীবন যাপন করতে পারে। আমাদের দেশের মত মিথ্যা উন্নয়নের প্রলেপ লাগিয়ে নিজ দেশে ধুকে ধুকে মরার চেয়ে বোমা খেয়ে মরা অনেক ভাল।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশে যা ঘটছে, এগুলোর লজিক্যাল ব্যাখ্যা আছে! ইসরায়েলের জন্ম থেকে শতকরা কতজন বাচ্চা স্কুলে গেছে? ১৯৭২ সালে আমাদের কত পরিমাণ স্কুলে যাওয়া শুরু করেছিলো?

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০১

কলিমুদ্দি দফাদার বলেছেন: বর্তমানে ১৮ কোটি জনসংখ্যা হিসাব অনুপাতে, দেশে প্রতি বছর যেই সংখ্যক শিখ্যার্থী ভার্সিটি থেকে গ্যাজুয়েট হয় তার পরিমান ইসরাইলের জনসংখ্যা থেকে বেশি??? এর পড়ে ও তো দেশের এই অবস্থা???

২| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

আল আমিন সেতু বলেছেন: দেশ নিয়ে ভাবতে গেলে খেই হারিয়ে ফেলি। কী হবার কথা ছিল কী হল ! আমি যেন অদ্ভুত এক ঘোরে আছি।

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

কলিমুদ্দি দফাদার বলেছেন: কিছু পরিবারের হাতে গোটা দেশের ১৬ কোটি মানুশের ভাগ্য জিম্মি। আর নেতারা তো আংগুল ভুলে কলা গাছ।

৩| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০

এক হতভাগা বলেছেন: ভাই আমাদের চামড়া মোটা হয়ে গেছে । দেশে এত এত অনিয়ম, দুর্নীতি কিন্তু আমাদের সব সহ্য করার ক্ষমতা হয়ে গেছে । দিন শেষে বীরের জাতি বলে তৃপ্তির ঢেঁকুর তুলি ।

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: সাধারন মানুশের চামড়া ঠিক ই আছে। কিছু নিল্লজ রাজনীতিবিদ তাদের চামড়া গণ্ডার এর মত। কোন কিছু এদের বিব্রত করে নাহ।

৪| ০৭ ই মে, ২০১৮ রাত ৮:৪৭

শামচুল হক বলেছেন: উন্নয়ন খারাপ হয় নাই, যান বেড়েছে দেখেই যানজট বেড়েছে, যানজটও একটা উন্নয়নের ফসল।

০৮ ই মে, ২০১৮ দুপুর ২:০২

কলিমুদ্দি দফাদার বলেছেন: সরকারের কাছে এর থেকে ভাল কোন উওর আছে বলে মনে হয় নাহ।

৫| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পদ্মা সেতু হচ্ছে তো, ভোট কেন দেবেন না?

০৮ ই মে, ২০১৮ দুপুর ২:০৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: আগে ব্রিজ হোক, তারপর ভেবে দেখা যাবে।

৬| ০৮ ই মে, ২০১৮ সকাল ১০:০৪

কেএসরথি বলেছেন: ভোট দিতে ভুলবেন না কিন্তু।

০৮ ই মে, ২০১৮ দুপুর ২:০৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: এত উন্নয়ন হইছে, ভোট নাহ দিলে কি হয়??

৭| ০৮ ই মে, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: সহমত।

০৮ ই মে, ২০১৮ দুপুর ২:০৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: ধন্যবাদ।

৮| ০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৫৫

মাকছুদুর রহমান বলেছেন: দূর রেজাকার! :)

০৮ ই মে, ২০১৮ দুপুর ২:০৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: আমি মুক্তিযোদ্ধের চেতনা বিরোধী, শুধু রাজাকার কম হয়ে যায়।

৯| ০৮ ই মে, ২০১৮ দুপুর ২:১০

বিপরীত বাক বলেছেন: ৭০ লাখ ইসরাইলি <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<১৮ কুটি বাঙাল।
কিছুই না।
১৮০ খুব বড়জোড় ১৮০০/২০০০ জন ইসরাইলির সমান হতে পারে এই ১৮ কুটি টা বালছাল বাঙাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.