নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

দেশ ও জাতির কল্যাণে ডাকসুর ভুমিকা কি....

০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০২



গত এক সপ্তাহে দেশের প্রায় প্রতিটি নিউজ ও প্রিন্ট মিডিয়ার প্রধান খবর ডাকসুর নির্বাচন। গতকাল রাতে পেট্রোল পাম্পে এক যুবককে ঘুমন্ত অবস্থায় হাতুরি দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে; ছেলেটির বউ ছয় মাসের অন্তঃসত্ত্বা। এই খবরটি ঢাকা পড়ে গেছে ডাকসু নির্বাচনের আড়ালে। এই ডাকসু নিয়ে এত মাতামাতি কেন? ডাকসু থেকে বেড়িয়ে কতজন ছাত্র দেশে নতুন স্টাটআপ শুরু করছে? এক রাজনীতিবিধ বাদে দেশের প্রধানসারীর কতজন শিক্ষক, অর্থনীতিবিদ, দার্শনিক, সাংবাদিক, নির্মাতা, অভিনেতা, ক্রিয়াবিদ ডিউ থেকে এসেছে ?

দেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে ডাকসুর ভুমিকা কি? ডাকসুর সর্বশেষ ভিপি নুরু একটি অনুষ্ঠানে শেখ হাসিনাকে তার স্বপ্নে পাওয়া 'মা' হিসেবে আখ্যায়িত করেছে। প্রথম কোটা আন্দোলন শেষে নুরুরা হাসিনাকে "মাদার অফ এডুকেশন" নামক তেলবাজি উপাধি দিয়েছে। পরবর্তীতে ছাত্রলীগের সাথে রেষারেষি জোরে জামাত-বিএনপি ও দূতাবাসের অর্থায়নে রাজনৈতিক দল খুলেছে। বছর ৩-৪ আগে ও যে নুরুরা মাইর খেয়ে ছিড়া লুঙ্গি পড়ে ঢাকা মেডিকেল এর বারান্দায় শুয়ে ছিল; তারা এখন গাড়ি, বাড়ি পাঁচ তারকা হোটেলে সভা-সমাবেশ করছে। নব্য বিপ্লবী সারজিস, আসিফ, নাসির, হান্নানগনের অবস্থা ও নুরুদের মত। কয়েকশো গাড়ি বহরের রাজনৈতিক শোডাউন, বন্দর বন্ধু, ওয়েস্টিনে হংস ভক্ষন তার ই কিছু উৎকৃষ্ট উদাহরণ।

সরকারী ভর্তুকির টাকায় ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া গ্রামীণ নিম্নবিত্ত পরিবার উঠে আসা কিছু ছাত্ররা নিজেদের ব্যাক্তিত, শিক্ষাথীদের স্বার্থ,‌ পড়াশোনা বিসর্জন দিয়ে মিছিল-মিটিং দলের নেতাদের সেবাদাস ও চাঁদাবাজে পরিনত হয়। সাবেক ছাত্রলীগ সভাপতি সিদ্দিকী নাজমুল এবং সোহাগ প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে ছাত্র রাজনীতিকে টাকা কামানোর মেশিনে পরিনত করেছে । বিএনপির ছাত্রদলের সভাপতি আদুভাই রাকিব আর স্বীকৃতি চাঁদাবাজ নয়নের বয়স ও তেলবাজি মুলক কথাবার্তা শুনলে আগামী দিনের ছাত্র রাজনীতির ভবিষ্যত পরিস্থিতি নিয়ে ধারনা করা যায়! শিবির মুনাফিকের বাচ্চাদের কথা আর নাই বা বল্লাম! পার্থক্য ৫ই আগষ্টের পুর্বে ঢাকা ইউনিভার্সিটির টোকাইগুলা শাসগোষ্ঠীর সুতায় টানা পুতুল হিসেবে ব্যবহৃত হতো আর ৫ ই আগষ্টের পর শাসনতন্ত্রের কেন্দ্রে অধিষ্ঠিত হয়েছে।



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২৬

জেনারেশন একাত্তর বলেছেন:




ইতিহাসে এই ১ম বার, রাজাকারদের "মাদার প্রতিষ্ঠান শিবির" ডাকসু ভোটে খোলাখুলিভাবে প্যানেল দিয়েছে; এরা সবাই জল্লাদ, পাকিস্তানী সন্ত্রাসীরা এদেরকে পার্বত্য চট্র্রামে ও করাচীতে সন্ত্রাসী ট্রেনিং দিয়েছে; এরা দেশের সব ইউনিভার্সিটি দখল করেছে; এরাই আগত গৃহযুদ্ধ শুরু করবে।

আগে ডাকাত ও মাফিয়ারা রাজনীতির সার্টিফিকেট পেতো; এখন জল্লাদেরা দেশ দখলের সার্টিফিকেট পাবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০০

কলিমুদ্দি দফাদার বলেছেন:

দিল্লির অর্থায়নে ছাত্রলীগকে সেভেন‌ সিস্টারে গেরিলা ট্রেনিং করান হোক।‌
কোন ভিপি-মিপি, জামাত-শিবির জংগি যাতে বাঁচাতে না পারে?
আপনার ছেলে, নাতি-পুতিরদের ভারত পাঠান,‌
বাংলাকে দ্বিতীয় পাকিস্তান থেকে রক্ষা করতে হবে
তাঁদের সঅস্ত্র লড়াই সংগ্রামের মাধ্যমে।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনি খুব রেগে আছেন মনে হইতেসে । :(

০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: শাহবাগ, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক লাইফলেইস,‌বখাটে, মাদকাসক্তরা
সবসময় রাজনীতির একাংশ দখল‌ করে আছে। এদের কাজ করে খাবার কথা?

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০৬

জেনারেশন একাত্তর বলেছেন:



থাইবস্তী-সুন্দরীদের ভালোবাসা কিনে আরামে আছেন; এরপরও দেশের খোঁজখবর নেয়ার জন্য ধন্যবাদ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:০৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি নুরা-মুরাদের শ্রেনী ভুক্ত মানুষ! দুই কলম পড়াশোনা করে পন্ডিত হয়েছেন।
আপনাদের নিয়ে কবি বলেছেন "জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল"

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:৩২

জেনারেশন একাত্তর বলেছেন:



আসলে আমি ২ কলম পড়ালেখা করিনি, ১ কলম লেখাপড়া করেছি।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:২৮

বিষন্ন পথিক বলেছেন: শিবিরকে জয়ী হতে দেখতে চাই, এই পচে যাওয়া দেশে জামাত শিবিরের মত মল জিতুক, দুর্গন্ধ নাকে লাগলেও সয়ে যাবে এক সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.