নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ ........

১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:২৪

২০১২-১৩ থেকে কয়েক বছর পছন্দ এদেশে ছিল ডিএসএলআর যুগ। মানে একটি ভালো মানের ক্যামেরা থাকা মানে ছিল সোস্যাইটি বা বন্ধ মহলে ছিল সম্মান, মর্যাদা, আর অহংকারের প্রতিক। সোস্যাল মিডিয়ার উত্থানের সাথে সাথে সুন্দর সুন্দর ছবি পোষ্ট করা মানে ছিল ইয়ং জেনারেশনদের মধ্যে একটি ক্রেজ। ঢাকা শহরের যে কোন পার্কে গেলেই দেখা যেত ক্যামেরা হাতে ফটোশুট; ফটোশুট অবশ্য এখনো হয় তবে সেটা আর আগের মতো না।‌ মোবাইলের ক্যামেরা উন্নত ও আধুনিক হওয়ার সাথে সাথে ধীরে ধীরে ক্যামেরার জনপ্রিয়তা হ্রাস পায়। এখনকার আইফোন, স্যামসাং সহ যে কোন ফ্ল্যাগশিপ ফোনের ছবি তখনকার সময়ের যে কোন ক্যামেরার থেকে ভালো....

জেনারেশন ক্রেজ দেখে আমি ও সেই সময় নাইকনের একটি ক্যামেরা কিনে ফেলি; সাথে একটি কিট আর একটি ৫০ এম এম লেন্স। যদি ও অতোটা ছবি তুলতাম না তারপর ও বন্ধু-বান্ধবদের সাথে গ্রুপ করে বের হতাম ছবির তোলার জন্যে। ফ্রেমিং, অ্যাপাচার, আইএসও সহ অন্যান্য খুঁটি নাটি বিষয় গুলো শিখতে। যাক আর বেশি কথা বলে কাজ নেই; আজকের ব্লগটি ক্যামেরায় কিছু তোলা পুরানো ছবি দিয়ে সাজিয়েছি।













চেরি ব্লোসম ফেস্টিভ্যাল



আমার হুম্যান।

চেরি ফেষ্ট।



শখের ক্যামেরাটি এখন পুরাতন হয়ে গেছে; আগের মতো পারফর্ম করতে পারে না। তারপর ও যত্ন সহকারে রেখে দিয়েছি। হাজারো স্মৃতি আর সুখ-দু:খের প্রতিচ্ছবি তার চোখে ক্যাপচার করা......

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১:০৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি ডিজুস জেনারেশন ?

১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১:১০

কলিমুদ্দি দফাদার বলেছেন:
হা‌ হা হা। আমার জেনারেশনের একটা গান শুনেন....
গান

২| ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: একসময় আমি প্রচুর ছবি তুলেছি।
আমারও একটা ক্যামেরা ছিলো নাইকন। ক্যামেরাটা এখনও ঘরে আছে। গত পাঁচ বছর ক্যামেরা ছুঁয়েও দেখিনি। জানি না ভালো আছে কিনা।

ছবি ব্লগ আমার খুব পছন্দের। আমি নিজেও একসময় নিয়মিত সামুতে ছবি ব্লগ পোষ্ট দিতাম।

এখানে আমার তোলা কিছু ছবি আছে। দেখুন। প্লীজ।

১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:০২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ছবি তোলা একটা শিল্প আর্ট‌। জীবিকার তাগিদে ছাড়া এই প্রতিভা কখনোই মন্দ লোকের ছবি তুলে সৃষ্টিশীলতা নষ্ট করতে নেই।
যারা মন্দ লোকের ছবি তোলে তারা কখনো ভালো ফটোগ্রাফার হতে পারে না। আপনার দেওয়া প্রোটফলিও রাজনীতি করা দুষ্ট লোকের ছবিতে ভরপুর...... দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম স্যারের ও যদি একটা ছবি থাকতো.....

৩| ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর ছবি।

১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ধন্যবাদ।

৪| ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর সুন্দর যতসব ছবি!

১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৫| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ছবিগুলো সুন্দর!

১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫২

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আপনাকে ধন্যবাদ।

৬| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সুন্দর ছবি ব্লগ।

১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:২১

কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৭| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ক্যামেরার ছবি বাহিরে আনতে পারি না বলে আর ক্যামেরা ইউজই করি না। কতগুলা লেন্স কিনছিলাম।

মনটাই খারাপ লাগে।
এখন এস আলট্রা ২৪ দিয়ে ছবি তুলি

১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:২৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ক্যামেরা ছবি বাহিরে আনা মানে? মেমোরি কার্ড টি কার্ড রিডারে ভরে তো কম্পিউটার, লেপটপে ছবি নেওয়া যায়। আর এখনকার সব ক্যামেরায় তো ওয়াই ফাই থাকে। ছবি সাথে সাথে মোবাইলে নেওয়া যায়। এস আলট্রা ও দিয়ে ভালো ছবি তুলা যায়; ১ যুগ আগের DSLR থেকে ভালো.....

৮| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে। দেখি সময় পেলে আগের ছবি পোস্ট করবো। দেখিয়েন

১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৩০

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আপনার ব্লগে পোষ্ট করা কিছু ছবি আমি দেখেছি। আপনার ফ্রেমিং ছবির বিষয়বস্তু খুবই চমৎকার। আর আপনার ছবির সাইজ রেলিং ও কেন ব্লগে খুবই বড় আর সুন্দর দেখায়। আমি অনেক চেষ্টা করে ও এভাবে পোষ্ট করতে পারলাম না।

৯| ১৬ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- @কাজী ফাতেমা ছবি আপু আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। আপনার ক্যামেরাটা এই অসহায়কে দান করে দেন। ;)

১০| ১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: বাহ!! সুন্দর সব ছবি!!

কিন্তু তোমার জেনারেশনের গান দেখে আমি হাসতে হাসতে শেষ!!!

এইসব গান সিনেমা অবশ্য আমিও দেখেছি কিন্তু ভুলে গেছিলাম ......

১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৩:০২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
হা হা হা..... গানটা জোশ না?

ওই আমলে এমন দিল ধাক-ধাক ফাংকি

কি সুন্দর রোমান্টিক মিউজিক হতো......

১১| ১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৩

মেঠোপথ২৩ বলেছেন: অনেকদিন পরে শায়মাআপুকে দেখলাম। :)

বিড়ালটার একপ্রেশনতো দেখার মত হয়েছে।

১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৩:০৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:

শায়মা আপু ভ্রমনপ্রিয় শৈল্পিক মানুষ।

নান্দনিক সব কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকেন হয়তো।

বিড়ালটি কার দেখতে হবে না......

১২| ১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ছবি ভালোই তোলেন। প্রতিটা ছবিতে ছোট করে হলেও ক্যাপশন দিলে আরো ভালো লাগত। চাকার ওপাশে ছেলেটা কাজ করছে এটা পুরস্কার পাওয়ার মতো ছবি।

১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৩:০৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:
প্রথমে ভেবেছি ছবির মধ্যে আর কিছু লিখবো না; শুধু ছবিই থাকবে। এখন আপনার কথা শুনে মনে হচ্ছে কিছু বিস্তারিত লিখলে ভালোই হতো। চাকার ছবিটি সেই ঢাকার অদূরে সেই ২০১৪ সালে তোলা। পুরস্কার পাওয়ার যৌগ্য কিনা জানিনা তবে আপনার কথায় খুব সম্মানিত বোধ করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.