![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী’' কথাটা ছোটবেলায় প্রথম শুনেছিলাম আমার দাদীর মুখে। তার মুখে শোনা, দেশ ভাগের সময় যখন তিনি তার নাড়ীর বন্ধন ছিড়ে পরিবার-পরিজন নিয়ে এদেশে আসছিলেন তখন যশোরের বেনাপল সীমান্তে বনগাঁর দিকে তাকিয়ে চোখের জল ফেলে বলছিলেন ‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী’' । আজ বলবো সেই ইতিহাস, যে ইতিহাস আমি শুনেছিলাম আমার দাদু, দাদীর মুখে। যা সম্পূর্ণ সত্য।
সাল ১৯৪৭। ভারতের স্বাধীনতার ইতিহাসের সবথেকে উল্লেখযোগ্য বছর। The Indian Independence Act 1947 এর বেশ কয়টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্যতম ছিল “বেঙ্গল ও পাঞ্জাব প্রদেশ উভয় দেশের (হিন্দুস্তান ও পাকিস্তান) মধ্যে ভাগ করে দেওয়া হবে”। এই ভাগ করার সাথে ভাগ হয়ে যায় লক্ষ লক্ষ মানুষের ভাগ্য। অশ্রু শিক্ত নয়নে শত বছরের ভিটে বাড়ী ছেড়ে মানুষ আজানার উদ্দেশ্যে ভিন্ন দেশে, ভিন্ন পরিবেশে পাড়ি জমায়।
দেশ ভাগের সাথে সাথে ভাগ হয়ে যায় বৃহত্তর যশোহর জেলা। সে সময় যশোর মোট ০৫ টি মহাকুমা নিয়ে গঠিত জেলা যার মধ্যে ছিল বনগাঁ মহাকুমা, নড়াইল মহাকুমা, ঝিনাইদহ মহাকুমা, মাগুরা মহাকুমা ও যশোর মহাকুমা। যার মধ্যে বনগাঁ ছিল ৩য় বৃহত্তর মহাকুমা।
যশোর সদর- ৭৬৫.৫০ বঃ মাঃ। বনগাঁ- ৬০৭.৮৫ বঃ মাঃ । মাগুরা ৪৩৭.২৭ বঃ মাঃ। নড়াইল ৪৬৪.৪৪ বঃ মাঃ ।ঝিনাইদহ ৬৪৮.২১ বঃ মাঃ।
প্রশাসনিক সুবিধার জন্য ১৮৮২ সালে বনগাঁ মহকুমাকে যশোহর জেলার সঙ্গে যুক্ত করা হয়।
আজ থেকে ৬৯ বছর আগে ঠিক এই দিনে ঘোষনা হয় ১৪ই আগষ্ট জন্ম হবে পাকিস্তানের। এবং সিদ্ধান্ত হয় বৃহত্তর যশোর জেলা পাকিস্তানের সাথে থাকবে। সেসময় যশোর ছিল মুসলিম অধ্যুষিত এলাকা, সেহেতু স্বাভাবিক ভাবেই মুসলমানেরা ইতিবাচক ভাবে নেয়। সেদিন সন্ধ্যার রেডিওবার্তায় ঘোষণা করা হয় নদিয়া , যশোর, ২৪ পরগনা , মালদা ,মুর্শিদাবাদ চূড়ান্ত ঘোষণা সাপেক্ষে পাকিস্থানের অন্তর্ভুক্ত থাকবে এবং খুলনা অস্থায়ীভাবে ভারতের মধ্যে থাকবে। সে সময় নদীয়া জেলার তিনটি মহকুমা - কুষ্টিয়া ,মেহেরপুর ও চুয়াডাঙ্গা , পূর্ব পাকিস্থানের সঙ্গে যুক্ত হয় এবং বাকি দুটি মহকুমা কৃষ্ণনগর ও রাণাঘাট প্রথমে 'নবদ্বীপ জেলা' নামে ভারতের সাথে যুক্ত হয় । এই অন্তর্ভুক্তিতে তিনদিন সময় লাগায় ১৮ই আগস্ট সোমবার নদীয়া স্বাধীন ভারতের মানচিত্রে স্থান পায় ।ঠিক এরকম দূর্ভাগ্য ঘটে যশোরের ভাগ্যে। ১৭ই আগস্ট রেডিও বার্তায় বনগাঁর মানুষ জানতে পারেন এটা নাকি ম্যাপের ভুল!! সেই সাথে শুরু হয়ে যায় মানুষের হাহাকার।
১৮ই আগষ্ট বনগাঁ যশোর থেকে কাটা পড়ে হয়ে যায় ভারতের অংশ। ভুলটা ছিল র্যা ড ক্লিফের ম্যাপে , তিনিই তৈরি করেন খণ্ডিত ভারতের প্রথম মানচিত্র । প্রথমে তার ম্যাপে সবই ঠিক ছিল কিন্তু পরবর্তীতে তার কি এমন মতিভ্রম হয়, যার ফলে তিনি যশোরকে কেটে ফেললেন!!
দেশ ভাগ হয়, ভাগ হয় যশোর, সেই সাথে ভাগ হয় মানুষের ভাগ্য। ভিটেবাড়ী ছেড়ে উদবাস্তু হয় লক্ষ লক্ষ মানুষ। বনগাঁ বৃহত্তর যশোরের অংশ ছিল দীর্ঘ দিন ধরে। যশোর থেকে বনগাঁ বিচ্ছিন্ন আজো যশোরের মানুষকে পীড়া দেয়।
১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪২
কলম চোর বলেছেন:
২| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: দেশভাগ লক্ষ লক্ষ মানুষের উদ্বাস্তু হয়ে যাওয়া ।
১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৭
কলম চোর বলেছেন: ঠিক তাই। মানব সভ্যতার ইতিহাসে অন্যতম সর্ববৃহৎ দেশান্তরের ঘটনা ঘটেছিল ১৯৪৭ সালে
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৯
নোমান প্রধান বলেছেন: