![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কোরবান বর্তমানে ব্যবসায়ী কিন্তু ব্লক পরা আমার নেসা। আমি জিবনে অনেক বড় হতে চাই এজন্য আমি হার্ড ওয়ারকিং করতে রাজি।
"আমাকে আমার সাফল্য দিয়ে বিচার করা ঠিক নয়। আমি কতবার ব্যর্থ হয়েছি, কতবার পরে গেছি, কতবার পেছনে হেঁটেছি — তা দিয়েই আমাকে বিচার করা উচিত।"
-নেলসন ম্যান্ডেলা।
জন্মের সাথে সাথেই কিন্তু আমরা দৌঁড়াতে পারিনা অনেক গুলো ধাপ আর সময় অতিক্রম করে তবেই আমরা দৌঁড়াতে পারি। প্রথমে বসতে শিখি তারপর হামাগুড়ি দিতে শিখি তারপর দাঁড়াতে শিখি তারপর এক পা দু পা করে হাঁটার জন্য চেষ্টা করি বার বার হোঁচট খাই আবার উঠে দাঁড়াই হাত পায়ে ব্যথা পাই তবুও আমরা থেমে থাকিনা একসময় আমরা ঠিকই হাঁটতে শিখি, দৌঁড়াতে শিখি।
সাফল্যেও ঠিক এই হাটা শেখার মতো, অনেকগুলো ধাপ আর সময়ের পরেই আমাদের জীবনে সফলতা এসে ধরা দেয়। প্রতিটি সফল মানুষের সফলতার পিছনে অনেক ঘটনা আছে, অনেকের অবদান আছে,দুঃখ-সুখের গল্প আছে। আমি হেরে গেছি বলে তারা কখনো থেমে যায়নি বন্ধ করে দেয়নি তাদের চলার পথ। তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে আর সেজন্যই তারা সফল ব্যক্তিত্ব।
আমি পারবোনা, আমার দ্বারা কিচ্ছু সম্ভব না, আমার সাথেই কেন এমনটা হয়? আমি ওর মতো না কেন? আমার মধ্যে কোন গুণ নেই কেন ?আমার কেউ নেই, আমার কিছু নেই .......নেই ......নেই.....নেই ওহ চারিদিকে শুধু হতাশা আর হতাশা, হতাশায় জর্জরিত আমরা। আগে এই চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তবেই সাফল্য আমাদের হাতছানি দিবে। মনে রাখতে হবে সাফল্য হতাশাবাদীদের জন্য নয়?
©somewhere in net ltd.