নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

উপদেষ্টাদের দায়মুক্তির ধরনধারণ

১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

উপদেষ্টাদের দায়মুক্তির ধরনধারণ

--------------------------------------------------

--, এবং এভাবে চলতে চলতে স্বেচ্ছাচারিতাগুলো যখন নেশায় পরিণত হবে, যা’ চরমে পৌঁছুবে দু’হাজার পনেরোতে,- যেমনটা সাধারণ গাণিতিক পর্যবেক্ষণে আঁচ করা যাচ্ছে, নেশার ঘোরে স্বেচ্ছাচারীদের প্রত্যেকটি পদক্ষেপ-ই হবে আত্মঘাতী।

‘স্বেচ্ছাচারীরা নিজেদের বীভৎস সর্বনাশের জন্যে নিজেরাই যথেষ্ট’- ঐ নৃশংস দৃশ্যের দিকে ভয়ার্ত চোখে নীরবে তাকিয়ে থাকা দায়িত্বশীল ব্যক্তিগণ তাদের আত্মপক্ষ সমর্থনে বলতে থাকবে- ‘আমরা তো যথাসাধ্য চেষ্টা চালিয়ে তাদের অভিভাবকদেরকে সতর্ক থাকার উপদেশ দিয়ে দিয়ে এসেছি। তাদেরকে উপদেশ মেনে মেনে চলতেও দেখেছি। এখানে স্বেচ্ছাচারীরা অন্যদের উপদেশ মেনে চলতে না-চাইলে, তাদের আত্মঘাতী কীর্তিকলাপের দায়ভার তো আমরা নিতে পারি না। ঐ সর্বনেশে আত্মঘাতী কোন্দলে আমরা নিজেদেরকে জড়াতেও যাইনি। নিয়মতান্ত্রিকভাবেই নির্দোষ আমরা বৈধবিধানে নিজেদেরকে দায়মুক্তদের তালিকায় দেখতে চাই।’ –চাইতেই পারে, যৌক্তিক দাবি, চেয়ে নেবার অধিকারে কারো কোনো বাধা নেই। চাওয়ার স্বাধীনতার জোরে যেকোনো ব্যক্তি তার ইচ্ছেমতো চাইতেই পারে।



তবে, এজগতে দায়মুক্তিটাই চরম সাফল্য নয়।



ভালোর উপদেশ দিতে গিয়ে যারা অপদস্থ হয়নি, কিম্বা ঝুঁকিহীন এমন জায়গা বেছে বেছে যারা উপদেশ দিয়ে দিয়ে এসেছে যেগুলো থেকে কোনো আঘাত আসার সম্ভাবনা নেই, -সাক্ষ্য-প্রমাণের জোরে দায়মুক্তি পেলেও, আতঙ্ক বহন করাটাই তাদের জন্যে বরাদ্দ।



দায়মুক্তি পেলেও অনেক উপদেষ্টাই নিশ্চিন্তে মুক্ত মনে বেড়াতে পারবে না। সমধিক বীভৎসতা নিয়ে স্বেচ্ছাচারীদের আত্মঘাতী নৃশংসতার স্মৃতিগুলোই তাদেরকে তাড়া করবে।



দায়িত্ব পালনে ফাঁকি দেয়নি, এমনকী ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতেও যারা নীরব থাকেনি, বরং সতর্ক থাকার পরেও আঘাত পেয়েছে এবং কোথাও অপদস্থ হওয়ার পরেও সেখানে সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে যারা, দু’হাজার পনেরোর পর তাদেরকেই অনুসরণীয় মর্যাদাবানদের প্রথম সারিতে দেখা যাবে। এখানে দায়মুক্তিতে এরাই পাবে তৃপ্তিময় বিশ্রাম।





গণকরণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ০৯/০৩/২০১৪খ্রি:



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.