![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যা’ জানি, তোমরা তা’ জানো না ..
*****
তোমার প্রতি বিশ্বাসী এবং নিজের প্রতি সন্দিহান না-হওয়া পর্যন্ত আমি তোমার কোনো জানাকেই সঠিক জানা হিসেবে মেনে নিতে পারি না।
--‘নিশ্চয়ই আমি যা’ জানি, তোমরা তা’ জানো না।’--এই উক্তিটি প্রত্যেক ‘আমি’-র শাশ্বত স্বাভাবিক উক্তি।
তবে, জ্ঞানীদের প্রকাশভঙ্গি, আমরা দেখেছি, সম্পূর্ণ অন্যরকম। জ্ঞানীরা জ্ঞানীদের মতো এজন্যেই যে, জ্ঞানীরা প্রত্যেকেই জ্ঞান অর্জনের সাধনার লক্ষ্যে সহজেই ভদ্রজনোচিতভাবে বলতে পারেন,‘অবশ্যই আপনারা অনেক কিছুই জানেন এবং আমার জানাটুকুর মধ্যেও যত ভুল আছে সেগুলো আপনারাই পারেন বিভিন্ন দিক থেকে ধরিয়ে দিতে।’
অন্যদেরকে সম-মর্যাদা দিতে পারার যোগ্যতা যারা অর্জন করতে পেরেছে, নিরপেক্ষতার পুরস্কার স্বরূপ সভ্যদের সমাজে মর্যাদার আসনগুলো তাদের বরাদ্দেই রাখা হয়।
যেকোনো সিদ্ধান্ত সভায় সভ্যদের কেউ নিচের এই বাক্যটি মুখস্ত আওড়াতে পারলে তার জন্যে পুরস্কার আছে ...
--------------------------------------------
‘যেভাবে আমি দেখতে চাচ্ছি ঘটনাগুলো সেভাবে ঘটুক,’ –আমার এ চাওয়াটা যেমন স্বাভাবিক, এখানে কোনো ঘটনা আমার একার চাওয়ার মতো ঘটলে পরে, তার পরিণতি যে কখনোই ভালো হবে না, -সেটাও তেমনি সত্য।
গণকরণিক : আখতার২৩৯ ###### ২১/০৮/২০১৪খ্রি:
আমি যা’ জানি, তোমরা তা’ জানো না ..
©somewhere in net ltd.