নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

বাহানা রচনাকারীর প্রতীক্ষায়

১৮ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩৫

বাহানা রচনাকারীর প্রতীক্ষায়
*****
বাহানা রচনাকারীর অভাবে ভুগছে দলোজীবী দলোগণ। এতে, এই আমরা যারা হরতাল-অবরোধজীবী, আমাদেরও করুণ দশা।

সুযোগ পেয়ে চোখের সামনেই ভোক্তাদেরকে উপরে-নিচে-ডানে-বামে সবদিকে ঠেকিয়ে ঠকিয়ে বাণিজ্যজীবীরা নিজেদের ইচ্ছেমতো চড়া লভ্যাংশ টেনে টেনে নিয়ে তাদের মুনাফার ভাণ্ডার ভরাচ্ছে। কর্মহীন আমরা নিজেদের আঙুল চুষতে চুষতে সেদিকে তাকিয়ে আছি।

জনপ্রতিনিধিদের উদাসীনতার প্রতি মালিক জনসাধারণের নীরবতা বরাবরের মতোই দুর্বোধ্য।

সামনে সুদিন আছে- এই প্রত্যাশা নিয়ে ধৈর্য ধ’রে নিজেদের দায়িত্ব কর্তব্যে মনোযোগীরা অন্যদের দিকে তাকানোর সময় পাচ্ছে না। তারা এতোই কর্মনিষ্ঠ যে, এমনকী, এই আমরা যারা চুষে চুষে আঙুলের পুরু চামড়াকে পাতলা ক’রে ফেলেছি,- মুখের বাইরে এনে বাতাসে রাখলেও ব্যথা পাচ্ছি, -এই আমাদের দিকে চোখ তুলে তাকানোর সময়টুকুও দায়িত্ববানেরা পাচ্ছে না। সৌজন্যতার তাকানিটুকুও না-তাকিয়ে স্বাভাবিক ব্যস্ততায় দায়সারাভাবে,- এখানে তো দেখছোই, -খালি নেই, ওদিকে যাও, ওদিকেই কোথাও নিজে নিজে কর্ম খুঁজে নাও,- সংক্ষেপে মহাশূন্যতার দিকে দেখিয়ে দিয়ে তারা মনোযোগী হচ্ছে নিজেদের কর্মে।

তুমুলভাবে বিশৃঙ্খলায় নামার মতো কোনো শক্তিশালী বাহানা আসবার অপেক্ষাতে আমরাও ব’সে ব’সে আঙুল চুষতেছি।

আমরা জেনেছি, বাণিজ্যনীতি যত নড়বড়ে হয়, সংখ্যায় আর শক্তিতে আমরা ততই বেড়ে উঠি। সুস্থ কোনো বাণিজ্যনীতি এখানে না-আসা পর্যন্ত, এই আমরা যেকোনো বাহানা রচনাকারীর প্রতীক্ষায় থাকতে পারি জন্যেই, আছি এবং থাকবো প্রতীক্ষায়।


করণিক : আখতার২৩৯
বাহানা রচনাকারীর প্রতীক্ষায়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.