![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অযোগ্যজনের গুহ্য জ্ঞান
*****
আমাদের কারোই এখানে বুঝবার বা বুঝানোর বাকি কিছু নেই, তবে দেখে যাবার মতো অনেক কিছুই আছে সকলের।
দক্ষতায় আমরা যে ওদের সাথে পেরে উঠবো না, এই জ্ঞানটুকু আমাদের ছিল এবং আছে,- যারা জানে না, তাদের মতো অজ্ঞ আমরা নই।
ধৈর্য সহ্য আর কর্মনিষ্ঠা যদি ওদের মতো আমাদেরও থাকতো, যোগ্যতায় আমরাও যে ওদের সমান হ’তে পারতাম, দেরিতে বুঝলেও আমরা তা’ বুঝতে পেরেছি। যারা বুঝতে পারেনি, আমরা তাদের মতো নির্বোধ নই।
যোগ্যদের সচ্ছলতায় সেই শুরু থেকেই শয়তানি কৌশলে বিভিন্ন দিক থেকে দলবদ্ধভাবে দলীয় বাধা দিয়ে দিয়ে যেতে না-পারলে যে, দলোজীবী আমরা পদে পদে বিপদে পড়তাম, এটা জানার জন্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সনদ অর্জনের বাধ্যবাধকতা কখনোই ছিল না। এবং, এখানে, যোগ্যদের ওপর আমরা অযোগ্যরাই সসম্মানে এতকাল নিরাপদে আধিপত্য চালিয়ে আসতে পেরেছি।
ধনার্জনের মাধ্যম হিসেবে ‘যোগ্যতা’ এবং ‘দলবদ্ধতা’, এ দু’য়ের মধ্যে বৈধাবৈধ নির্বিচারে, দলবদ্ধতাই বেশি সফল প্রমাণিত। যোগ্যদেরকে ধনবান হওয়াতে অযোগ্যরা বাধা দিতে ব্যর্থ হ’লে, কিম্বা যোগ্যরা কোথাও কোনোভাবে সচ্ছলতা পেলে পরে অযোগ্যদের ধনভাণ্ডারগুলো অকেজো সম্পদরূপে বীভৎস আবর্জনার বিশাল স্তুপে পরিণত হয়। তবে, সাময়িক সান্ত্বনা এটাই যে, যোগ্যজনেরা কোথাও বেশিক্ষণ দলবদ্ধ হ’য়ে থাকতে পারে না। অযোগ্যদের জন্যে এ যেন এক বিশাল স্বর্গীয় দয়া।
যোগ্য সাধারণের জন্যে বরাদ্দ আসনগুলো যেন অযোগ্যজনেরা পায়, সেই লক্ষ্যে প্রবল শয়তানি-শক্তিবলে যোগ্যদেরকে সংঘবদ্ধভাবে বাধা দিয়ে দিয়ে যাওয়া এবং যোগ্যজনেরা যেন একত্রিত হ’তে না-পারে, নিরলসভাবে সম-তালে সেই চেষ্টাও চালানো প্রত্যেক অযোগ্যের-ই অস্তিত্বের সম-মানে করণীয় কর্তব্য।
করণিক : আখতার২৩৯
আমরা দলোজীবী দলোগণ, দল করা আমাদের কর্ম
দলীয় কোন্দলগুলো পাতানো খেলা
গণতন্ত্রে দলোগণের মনোনয়নে দলীয় বিধান
ইহারাই `দলোগণ’ পদবীতে ভূষিত
দলোগণের সৎসাহসী স্বগতোক্তি
©somewhere in net ltd.