নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

সময়কে ধন্যবাদ

০৪ ঠা এপ্রিল, ২০১৫ ভোর ৬:২৯

সময়কে ধন্যবাদ
----------------------------------------------
প্রচণ্ড খরার জলশূন্যতায় মুসলধারে বৃষ্টির বন্যা কামনা ক’রে ক’রেও ভুক্তভোগীরা যখন তা’ পায় না, এমন পরিস্থিতিতে সাময়িক একটুখানি ঝিরিঝিরি গুড়িগুড়ি বর্ষণেও তারা যে-ধরণের পরমানন্দ বা সুখ পায়, সেই ধরণের তৃপ্তি আমরা পাচ্ছি, যখন এখানে দেখা যাচ্ছে- যারা আগে সন্ত্রাসজীবীগুলোকে দলজীবী হিসেবে দেখানোর চেষ্টা চালাতো, তাদেরও কেউ কেউ বুঝতে শুরু করেছে, -হোক্ তা’ সংখ্যায় খুবই নগণ্য,- এখন, এই দু’হাজার পনেরোতে এসে তারা বুঝতে পাচ্ছে যে, সন্ত্রাসী এবং দলজীবীরা আচরণের ধরণে কখনোই এক নয়, এমনকী দলীয় পরিচ্ছদের আবরণে সন্ত্রাসজীবীরা আশ্রয় পাবার সুযোগ পেয়ে পেয়ে সক্রিয় থাকলেও।

‘স্বেচ্ছাচারী সন্ত্রাসজীবী’ এবং ‘ভক্তান্ধ দল-কর্মী’- এরা যে স্বভাবে সম্পূর্ণ রূপে দুটো ভিন্ন ধরণের মানব-সন্তান, এই বোধনটুকু মুসলধারে বৃষ্টির মতো নেমে এসে গণমানবের চেতনাকে যদি কখনো ভিজিয়ে দিয়ে যেতো, এমনটাই ছিল আমাদের প্রতীক্ষিত কামনা।

(-‘এমনকী লুটপাট ভাগাভাগির আলোচনাতেও, দরকষাকষি বা সমঝোতায় মুখোমুখি বোঝাপড়াকে গুরুত্ব দিলে দলবদ্ধদের সহিংস লড়াই সাময়িকভাবে থেমে থাকতে পারে, আগেও থামতো, সমসূত্রে আগামীতেও থামবে, তবে, তাতে বিভিন্ন ধরণের সন্ত্রাসজীবীদের কিছুই এসে যায় না।’ --- বিশেষের উপরে সাধারণ )

তবে, এটাও কম নয় যে, উস্কানিতে মাতোয়ারা হবার মতো উন্মাদের সংখ্যা খুব দ্রুত বেগে ক’মে যাচ্ছে। কোনো ব্যক্তি ধার্মিক না-কি ধর্ম-বিপণক- সেটা ঐ ব্যক্তির বাক্য শুনেই বুঝে নেবার মতো মানুষের সংখ্যা সমকালে সমতালে অতি দ্রুত বেগে বেড়েই চলেছে। উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে গর্বিত কেহ কেহ তুখোড় প্রলাপজীবী রূপে বেরিয়ে আসতে পারলেও, সকলে যে জ্ঞানী হিসেবে মর্যাদা পাবার যোগ্য হ’য়ে উঠতে পারেন না,- এখন অনেকেই এখানে তা’ বুঝতে শুরু করেছে। সময়কে ধন্যবাদ।

#####০৯/০৩/২০১৫খ্রি:
বিশেষের উপরে সাধারণ

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.