নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

যেভাবে থাকতে চায়, সেভাবেই থাকে মালিকেরা

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪২

যেভাবে থাকতে চায়, সেভাবেই থাকে মালিকেরা
---------------------------------------------------------------------------
যেখানে অজ্ঞতাগ্রস্ত অথবা উদাসীন মালিকেরা নিজেদেরকে বহুধাবিভক্ত স্বেচ্ছাচারী রূপে রাখাতেই বেশি আনন্দ পায়, সেখানে গণমালিকদের শিক্ষিত চালাক চতুর কামলা বা আমলারাও যদি ঐক্যবদ্ধ না-থেকে ভিন্ন ভিন্ন মতাবলম্বী রূপে থাকাকেই প্রাধান্য দিতে চায়, সেটা তারা সহজেই পারে। তারা কূটকৌশল খাটিয়ে গণমালিকসমষ্টির ক্ষণস্থায়ী প্রতিনিধিদেরকে দলে দলে ভাগ ক’রে নিয়ে, তাদের নাকে দড়ি বেঁধে নিয়ন্ত্রিত বলদের মতো বানিয়ে, তাদের মাধ্যমেই, নিজেদের সুবিধামতো নিয়ম-নীতি সহজেই রচনা করিয়ে নিতে পারে।

জনপ্রতিনিধিদের দলটির পরিবর্তন ঘটা মাত্রই ভিন্ন মতের অনুসারী আমলা বা কামলারা, যারা বিশ্রামে ছিল, তারা উঠে এসে চলমানদেরকে সাময়িক বিশ্রামে পাঠিয়ে লাগামের নিয়ন্ত্রণটাকে নিজেদের দখলে নেয়। চক্রাকারে। পালাক্রমে।

( সমতালে, তোমাদের জ্ঞাতিহিংসা আর পরশ্রীকাতরতাকে মাঝে মধ্যে একটুখানি উসকে দিয়ে দিয়ে বহিরাগতরা তো সফলভাবেই তাদের ব্যবসা চালিয়ে গেল।)

উদাসীন গণমালিকেরা ভিন্নতর কোনো দৃশ্য না-দর্শানো পর্যন্ত ঐ একটা দৃশ্যই ধৈর্য ধ’রে দেখে দেখে যেতে বাধ্য এখানে নীরব দর্শকেরা।


করণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ১৪/০৫/২০১৫খ্রি:
নয় কি?...
গণ-ভূখণ্ড সরকার
মালিকানা সমাচারসক্রিয় জনগণের অবর্তমানে
যেভাবে থাকতে চায়, সেভাবেই থাকে মালিকেরা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.