নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

সম্পদের হিসেব এবং রাষ্ট্র

২৫ শে মে, ২০১৫ দুপুর ১২:০৮

উপার্জিত সম্পদের হিসেব দেখানোতে ..
----------------------------------------------------------------------------------
যারা বেশি বেশি উপার্জন করে এবং বেশি বেশি আয়কর দেয়, সভ্য রাষ্ট্রগুলোতে তাদেরকে সাধারণের চেয়ে বেশি বেশি মর্যাদা দেওয়া হয়। রাষ্ট্রের উন্নয়নের স্বার্থেই, রাষ্ট্রীয়ভাবে তাদের নিরাপত্তার জন্যে যেমন বিশেষ ব্যবস্থা রাখা হয়, তেমনি রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ মূল্যায়নে বিশেষ মর্যাদা দিয়ে তাদেরকে সম্মান দেখানোরও বিশেষ ব্যবস্থা রাখা হয়। বিনিময়ে, তারাও তাদের উপার্জিত সম্পদের হিসেব দেখানোতে, কোনো কার্পণ্য বা লুকোচুরি করে না।

কোনো জোচ্চোর লুটেরা বা ধোঁকাবাজ ঋণখেলাপি ব্যক্তি কোনোভাবে যেন রাষ্ট্রীয় নিরাপত্তা না-পায়, কিম্বা কোনোভাবেই যেন রাষ্ট্রীয় সম্মানে মর্যাদাবানদের তালিকায় ঢুকতে না-পারে, সেদিকে কড়া নজর রাখাটাও অবশ্যই যেকোনো সচল রাষ্ট্রের-ই পবিত্র রাষ্ট্রীয় কর্তব্য।

অপ্রদর্শনীয় সম্পদ অবৈধভাবে লুকিয়ে লুকিয়ে সামলাতে গিয়ে ধরা প’ড়ে কেউ যদি অপদস্থ হয় তো, সেটা তার নিজের-ই অপরাধে। অন্যের অপরাধে নির্দোষ কোনো ব্যক্তি শাস্তি পেয়ে যাবে- এমন কোনো বাউরা বিধান বা কোনো শয়তানি ধারা চালু রাখা সম্ভব নয় কোনো সচল রাষ্ট্রের বিচার-ব্যবস্থাপনাতে।

###############################################################

সম্পদের হিসেব দর্শানোর প্রস্তাবটা ...
-------------------------------------------------------------
ঐ একটা জায়গাতে এসেই দেশোদ্ধারকারীরা মুখ ফিরিয়ে নেয়, যেখানে নিজেদের দখলের সম্পদের হিসেব দর্শানোর প্রস্তাবটা কেউ তুলে ধরে। -‘অন্য সকলের হিসেবগুলো আগে নেওয়া হ’লে, পরে আমারটাও দিতে আমার কোনো বাধা নেই’- এমন বাধাহীন উদারতা দেখানোর মহানুভবতা ঐ দেশোদ্ধারকারীরা এখানে সযত্নে শক্তভাবে পোষণ করে।
এ-ছাড়া অন্য কোনো জঘন্য দেওয়াল বা দুর্ভেদ্য কোনো মতাদর্শের কঠিন বাঁধ কখনোই, শুরুতেই, এদেশের উন্নয়নের প্রক্রিয়ায়, বড় কোনো বাধা রূপে দাঁড়ায়নি।

###############################################################

সম্পদ সুরক্ষায় রাষ্ট্রের দায়বদ্ধতা
-----------------------------------------------------------
রাষ্ট্র আমার কাছে হিসেব চাওয়ার আগেই আমি আমার দৃশ্যমান সম্পদের হিসেব খুলে মেলে ধরতে চাই যেন একজন যোগ্য নাগরিকের মর্যাদাটুকু রাষ্ট্রের কাছ থেকে আমি দাবি করতে পারি।

এখানে এমনও কিছু লোক আছে যারা এখনো জানে না যে, রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থেই রাষ্ট্রের যোগ্য নাগরিকদের অর্জিত বৈধ সম্পদকে পাহারা দেওয়া রাষ্ট্রের কর্তব্য।

হিসেবের বাইরের সম্পদগুলো রাষ্ট্রের সম্পদ হিসেবেই গণ্য এবং রাষ্ট্রকে দেখিয়ে না-দেওয়া পর্যন্তই ওগুলো লুটতরাজের মাধ্যমে হাতবদল করানো সম্ভব। যোগ্য নাগরিকের মর্যাদা পেতে চায় না অবৈধ দখলদারেরা, বরং কাড়াকাড়ির মধ্যেই তারা মজা পায় এবং যেকোনো সম্পদকে রাষ্ট্রের হিসেবের বাইরে রাখলেই তাদের জন্যে ভালো। অযোগ্যরা রাষ্ট্রকে দায়মুক্ত রাখতেই পছন্দ করে।

যারা জানে তারাই জানে যে, হিসেবের বাইরের কোনো সম্পদের কোনো ক্ষতি হ’লে পরে, কোনো ব্যক্তিমালিককে ঐ ক্ষতি পুষিয়ে দিতে কোনো রাষ্ট্রই কখনো দায়বদ্ধ নয়।


দর্শক : আখতার২৩৯
জনগণের চাহিদাপত্র, ১৩/১১/২০১৩, বাংলাদেশ
পূর্বপ্রস্তুতি : ১১(এগারো)
ছিঃছিঃক্যামেরা

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.