![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মালোচনায় পাত্র নির্বাচনে দ্রষ্টব্য
*****
যারা নিজের ভাষায় ধর্মগ্রন্থ প’ড়ে দেখেনি, অথচ নিজেদেরকে ধর্মাচারী হিসেবে প্রকাশ করার চেষ্টায় লিপ্ত, নিঃসন্দেহে, তারা আত্মপ্রতারিত। ধর্মাচার নিয়ে এদের বাড়াবাড়ি এমন প্রকটভাবে প্রকাশ পায় যে, অনেকের মধ্য থেকেই এদেরকে সাধারণের চেয়ে আলাদা বাহারি রূপে সহজেই চিনে নেওয়া যায়। এদের ভাবখানা এমন যে, এ-জগতে ধর্মকে রক্ষা করবার ইজারা এরাই পেয়েছে।
এই সব আত্মপ্রতারিতদের অজ্ঞতা যে কত ভীষণ গভীর, তা’ যদি কেউ মেপে দেখতে চায়,- তার জন্যে উচিত হবে, এদের মুখ থেকে বের হওয়া কোনো ধর্মের বাণী না-শুনে, অবশ্যই নিজের ভাষায় নিজেই ধর্মগ্রন্থ প’ড়ে প’ড়ে বুঝে দেখা।
আত্মপ্রতারিতদের সাথে ধর্মালোচনা করতে যাওয়াটা যে নিজেকে উন্মাদ বানানোর মতোই নোংরা আহাম্মকি, সেটাও সহজেই বোঝা যায় পবিত্র ধর্মগ্রন্থগুলো নিজের ভাষায় নিজে নিজে একা একা প’ড়ে প’ড়ে দেখলে পরে।
ধর্ম সম্পর্কিত আলোচনা কেবল তাদেরই সঙ্গে করা যেতে পারে, যারা নিজের ভাষায় ধর্মগ্রন্থ পড়ছে বা পড়েছে।
##### আখতার২৩৯ ##### ২৬/০৫/২০১৫খ্রি:
ঐশী গ্রন্থগুলোর সচলতা
কাজের বিচার
২| ৩১ শে মে, ২০১৫ রাত ৮:০২
মহম্মদ মহসীন বলেছেন: পড়লে আর বুঝলে কি আর ধর্মের উপর বিশ্বাস তার থাকবে?
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:০৪
শহিদুল বলেছেন: এই ধরণের আহম্মকদের সংখ্যাই বেশী আমাদের দেশে। তর্ক জুড়ে দিতে ওস্তাদ, ধর্ম বিষায়ে এদের অগাধ জ্ঞান অথচ নিজ ভাষায় ধর্মগ্রন্থ পড়ে নাই!!