![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাঁতভাঙ্গা প্রশ্নের চোখতোলা জবাবে
----------------------------------------------------------------------
অন্যদের জ্ঞানের চে’ আমার জ্ঞানটাই শ্রেষ্ঠতর এবং সত্যতর, এই ধরণের ধারনা পোষণের প্রবণতা, প্রত্যেকের ভিতরে সম-অধিকারেই থাকতে পারে।
জ্ঞানের সম-অধিকারে প্রত্যেকে সমান হ’লেও, বোধনের বিবেচনায় কেহই অন্যের সমান নয়, -প্রত্যেকের বোধনটা বা বুঝনটা একান্তই তার নিজের মতো।
অন্যের বোধনের কোনো উচিতকে, আমার বোধনের উচিত হিসেবে মেনে নিতে আমি যেমন বাধ্য নই, আমার বুঝনের উচিতটাকেও তেমনি অন্যেরা তাদের বুঝনের উচিত হিসেবে মেনে নিতে বাধ্য নয়, -এটা বুঝতে না-চাওয়াটা বা বুঝবার চেষ্টা না-করাটাই আমার স্বেচ্ছাচারিতা।
আমি যেভাবে বুঝি সেভাবে অন্যেরা না-বুঝলে, তাদেরকে বোঝানোর জন্যে, তাদের দাঁত ভেঙ্গে দেওয়াটাকেও আমি যদি উচিত মনে করি, সম-অধিকারে তারাও, তাদের বোধনকে আমি বুঝতে না-চাওয়াতে, -আমার দাঁত বেশি শক্ত হ’লে, আমার দাঁতগুলো না-ভেঙ্গে যদি আমার চোখে অস্ত্র হানে,- তারা হানতেই পারে। এমনকী, তারা আমাকে ক্ষমা না-ক’রে, আমার স্বেচ্ছাচারী মেধাবাহী মাথাটাকে কেটে ফেলে দিলেও, সেখানে অবশ্যই আমার স্বেচ্ছাচারিতাই দায়ী।
নিশ্চয়ই, আমি আমার কর্মক্ষেত্রে, আমার দায়িত্ব-কর্তব্যটুকু আমার সাধ্যমতো চালিয়ে গেলেই, আমার আত্মরক্ষার ভাবনায় আমাকে আতঙ্কিত থাকতে হয় না।
আমার উপরে চাপানো হয়নি, এমন কোনো দায়িত্বকে স্বেচ্ছায় নিজের ওপরে চাপিয়ে নেওয়ার স্বেচ্ছাচারিতার মধ্যে যেমন আমার শয়তানি চমকদার বীরত্বের কৃতিত্বের মাদকতা আছে, তা’ যেমন বাস্তব, তেমনি তাতে যে জঘন্য প্রায়শ্চিত্তের ধকলটাও আমাকে সহ্য ক’রে যেতেই হবে, সেটাও অবশ্যই স্মরণীয় সত্য- এমনকী, আমি তা’ বুঝতে না-চাইলেও।
দর্শক : আখতার২৩৯ ##### ২৯/০৮/২০১৫খ্রি:
Audio Link – DaantVaangaa ProsNEr // চোখতোলা জবাবে
দাঁতভাঙ্গা প্রশ্নের চোখতোলা জবাবে
©somewhere in net ltd.