নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

পথ-প্রদর্শকদের আবির্ভাবের ঐশী সূত্রটি

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৪

পথ-প্রদর্শকদের আবির্ভাবের ঐশী সূত্রটি
-----------------------------------------------------------------------------
আমি নির্দেশ দিয়ে দিয়ে যাবো আর অন্যেরা আমার নির্দেশ মেনে মেনে চলবে,- আমার এই চাওয়াটা চাইতে শেখানোর জন্যে, কিম্বা, নিজেকে শ্রেষ্ঠতম ভাবতে শেখানোর জন্যে কোনো পণ্ডিত পথ-প্রদর্শকের আবশ্যকতা কোথাও ছিল না। প্রত্যেকেই নিজের হাতে সাড়ে তিন হাত। নিজের ভাবাবেগে কেহই অন্যের চেয়ে বুদ্ধিমত্তায় কম নয়।

‘অন্যদের চেয়ে আমি বেশি ভুলে ভারাক্রান্ত। আমার ধারনার সঠিক সিদ্ধান্তগুলোর মধ্যেও অনেক ভুল থেকেই যায়। আমি ভুলে ভরা, তাই, নিজে সেগুলো বুঝতেও পারি না। নিজের ভালোর জন্যেই আমি অন্যদের সমন্বিত নির্দেশ মেনে মেনে চলবো।’– এই ধরনের সাধারণ চাওয়াকে আমরা প্রত্যেকেই যদি প্রতিদিনের কিছু সময়ের জন্যেও মর্যাদা দিয়ে দিয়ে চলতে পারতাম, তাহলেও, শৃঙ্খলিত সভ্য সমাজে কখনোই কোনো ঐশী পথ-প্রদর্শকের দায়ভার নিয়ে কোনো মানুষকে জনপদে নেমে পড়তে হয় না।

বিভিন্ন আমলের বিভিন্ন ভূখণ্ডের সভ্য ভদ্রজনদেরকে নিদর্শন রূপে দেখিয়ে দেখিয়ে, আচরণে তাদের মতোই হওয়ার পরামর্শ ঐশী-বাণীতে শুনিয়ে শুনিয়ে, অত্যাচারীদের কাছে অপদস্থ হওয়ার মধ্যেই, সহ্যশীল পথ-প্রদর্শকদের সার্থকতা। স্বেচ্ছাচারিতায় সীমালঙ্ঘন করলে, অত্যাচারীদের মধ্যেকার হানাহানির পরিণাম যন্ত্রণাময় ধ্বংসের দিকে,- এই জানা বিষয়টাকেই নিজ সম্প্রদায়ের জীবিতদের স্মরণে জাগানোর দায়ভার চাপিয়ে, অস্তিত্বের ডাকে সাড়া দেওয়া আহাম্মক শিক্ষকের মতোই কোনো পথ-প্রদর্শককে, অশান্ত এলাকার মানুষের মাঝে, নামিয়ে আনতেই হয়।


দর্শক : আখতার২৩৯
Audio Link- OiiiShii PathoProDarShakDeR AabirVaabEr SutroTi
পথ-প্রদর্শকদের আবির্ভাবের ঐশী সূত্রটি

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.