![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভ্যাট সংক্রান্ত আন্দোলন দর্শনে # ভাদ্র-১৪২২
--------------------------------------------------------------------------
বেসরকারি শিক্ষা-বাণিজ্য থেকে তোলা ‘ভ্যাট’-এ রাষ্ট্রের যত আয় হবে, তার চে’ অনেক বেশি অর্থ রাষ্ট্রকে দিতে পারবে শিক্ষার্থীদের অভিভাবকেরাই, যদি এখানেও লুটেরা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর লুটপাটের ‘তড়িঘড়ির’ ওপরে রাষ্ট্রের কড়া নিয়ন্ত্রণ রাখা হয়।
নিবন্ধিত কিম্বা নিবন্ধনের জন্যে আবেদনকৃত অনিবন্ধিত, যেকোনো প্রাইভেট (বেসরকারি) প্রতিষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকদের কাছ থেকে, রাষ্ট্রকে ফাঁকি দিয়ে যেই বিপুল পরিমাণে অর্থ তড়িঘড়ি লুটে নেওয়া হচ্ছে, তার চার ভাগের একভাগ ব্যয়ে সমযোগ্যতা সম্পন্ন শিক্ষিত মানবশক্তি উৎপাদন করা সম্ভব।
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যে নামমাত্র ভাড়াতে ব্যবহার করার লক্ষ্যে সরকারি খরচে কর্মশালাগুলো গ’ড়ে তোলার প্রস্তাব রাখা যেতে পারে। এতে বাণিজ্যের আস্থাবর বা ইনভেণ্টরি সম্পদের প্রাথমিক বিনিয়োগ-ব্যয় শিক্ষার্থীদের ওপর চাপিয়ে, তাড়াহুড়ো ক’রে দু’তিন বছরের মধ্যেই তুলে নিয়ে, কোনো শিক্ষা-প্রতিষ্ঠানকে লাভজনক বানানোর মতো বেসরকারি বাণিজ্যিক পরিকল্পনাকে, রাষ্ট্রীয়ভাবে, যেকোনো সভ্য রাষ্ট্রের মতো রাষ্ট্রের কর্তব্য হিসেবেই বাধা দেওয়া সম্ভব।
ভ্যাট সংক্রান্ত আন্দোলনের চেঁচামেচিতে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনে যতজনকে দেখা যাচ্ছে, তার দশভাগের একভাগও যদি সাধারণ অভিভাবকদের পক্ষ থেকে কোনো প্রস্তাব ছুড়ে দেয়, তাতেই যথেষ্ট,- তাতেই রাষ্ট্রের নীতি-নির্ধারণের দায়িত্বভার যাদের ওপরে আছে, তারা ঐ প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বিবেচনা ক’রে যেতে বাধ্য।
দর্শক : আখতার২৩৯ ##### ১১/০৯/২০১৫খ্রি:
Audio Link - VAT Shonkranto AanDoLon DarshanE
ভ্যাট সংক্রান্ত আন্দোলন দর্শনে # ভাদ্র-১৪২২
©somewhere in net ltd.