![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মের ভারসাম্য
--------------------------
কেহ শৃঙ্খলা নষ্ট করতে গিয়ে আক্রান্ত হয় কেহ বা শৃঙ্খলা আনতে গিয়ে আক্রান্ত হয়। আক্রান্ত হ’লেই যে আক্রান্ত সবাইকে সমান মর্যাদাপূর্ণ হিসেবে নিতে হবে, এমন তো নয়, আমরা নিতেও পারি না, যদিও দুর্বলের পক্ষে দাঁড়ানোটা ধার্মিকদের ধর্মীয় কর্তব্য। নিশ্চয়ই কোনো স্বেচ্ছাচারীর দায়ভার বহন করতে ধার্মিকেরাও বাধ্য নয়।
মাথায় টিকি গলায় পৈতা ঝুলিয়ে তসবি জপতে জপতে যারা ঘুষ দুর্নীতি অনাচার অত্যাচার জোচ্চুরি চালিয়ে যায়, তারা যে মুনাফিক তাতে তো কোনো সন্দেহ নেই। জাহান্নামের গভীরতম নরকাগ্নির যন্ত্রণা বরাদ্দে রেখেছে বিধাতা প্রতারকদের জন্যে।
তবে, প্রতারকেরাও যদি নিরস্ত্র অবস্থায় অবৈধ অস্ত্রধারীদের আঘাতে দুর্বল হয়, তখন দুর্বলদের পক্ষে দাঁড়ানোটাই ধার্মিকগণের তাৎক্ষণিক কর্তব্য। এমনকি, ঐ দুর্বলদের প্রতি বিধাতার অভিশাপ থাকলেও, অভিশপ্তদেরকে বিধাতার বিচারের দিকে ঠেলে না-দিয়ে, তাদের পক্ষেই দাঁড়ানোটা ধর্মাচারীদের ধর্মীয় কর্তব্য।
স্বঘোষিত বিচারক সাজা কোনো ধার্মিকের জন্যেই শোভনীয় নয়। এখানেই ধর্মের ভারসাম্য।
---------------------------------------------------------------
শাস্ত্রপাঠক : আখতার২৩৯
ধর্মের ভারসাম্য
©somewhere in net ltd.