নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

গণ-বিভাজন

২৪ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:২৮

গণ-বিভাজন
---------------------
যখন আমরা একটা জনসমষ্টিকে, জনগণ এবং দলোগণ, মোটের ওপর এই দু’ভাগে ফেলে দেখতে শুরু করেছি, তখন কেহ যদি কোনো বিশেষ দলের পক্ষ নিয়ে আমাদের ভিতরে ঢুকে পড়ে, সেটা আমাদের কাম্য নয়। কাম্য নয় এজন্যেই যে, আমরা তো আগেও দেখেছি যে, দলোগণীয়রা কেহই কারো চে’ কম নয়, তবুও প্রত্যেকেই তার পছন্দের দলটিকে জনকল্যাণকারী হিসেবে প্রমাণ করতে গিয়ে ব্যর্থ হ’য়ে অন্যান্য দলগুলোকে জনগণের জন্যে বেশি ক্ষতিকর রূপেই দেখানোর চেষ্টা করেছে। দলোগণকে জনগণের নাম ভাঙিয়ে নিজদলীয়দের সম্পত্তি বাড়ানোর দিকেই মনোযোগী দেখেছি আমরা।
দলীয় স্বার্থগুলো যেমন জনস্বার্থ নয়, তেমনিভাবে, জনগণের পক্ষ নিয়ে জনসাধারণের প্রত্যাশার প্রতিফলন ঘটালে কেহ আর দলোগণের মধ্যে থাকতে পারে না। দলোগণের স্বার্থ রক্ষা করাটাই দলোগণের দলীয় কর্তব্য।
যেকোনো জনপ্রতিনিধি জনস্বার্থেই তার দায়িত্ব পালন ক’রে যেতে বাধ্য। ঐ বাধ্যবাধকতা কখনোই দলোগণ পছন্দ করতে পারে না এবং তা’ দেখেই দলোগণকে চেনা যায়, তথা দলোগণকে সহজেই জনগণ থেকে আলাদা করা যায়।
----------------------------------------------------------
দর্শক : আখতার২৩৯
##### ২৪/১১/২০১৭খ্রি:

ইহারাই `দলোগণ’ পদবীতে ভূষিত
ক্রীতদাসের ভাষায় ‘মানুষ’ শব্দটির ব্যবহার

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫

রুরু বলেছেন: মানুষ কখনো নিরপেক্ষ হতে পারে না।

২| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

গরল বলেছেন: এই দলাদলি আমিও পছন্দ করিনা, রাজনিতীর জন্য দল করতে হবে কেন তা আমার বোধগম্য না। আর তাই রাজনিতী নিয়ে আমার নিজের একটা প্র্তাব আছে দেখুনতো আপনার পছন্দ হয় কিনা? আপনার মতামত জানতে পারলে খুশি হব।

সংসদ ও জন প্রতিনিধীত্বের নতুন ধারণা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.