![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দলোপক্ষ সমর্থনে করণিকা
--------------------------------------------
দলোগণ এবং দলোনেতারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবার চেষ্টা চালাতেই পারে তাদের বৈধ অধিকারে। হুঁ, ঠিকই আছে। এবং আমরা এটাও দেখেছি যে, কোনো জনপ্রতিনিধি প্রতিনিধিত্বের দায়িত্ব খুঁজে না-পেয়েই দলোগণের ইচ্ছেমতো দলোনেতাগিরি চালাচ্ছে। এজন্যে অবশ্যই জনগণ-ই দায়ী এজন্যেই যে, জনগণ জনস্বার্থে নিজেদের মধ্যে সমন্বিত নয়। জনগণের বেশিরভাগটাকেই সেখানে দেখা গিয়েছে যে, প্রত্যেকেই ব্যক্তিক স্বার্থকে সমষ্টির স্বার্থের উপরে প্রধান্য দিচ্ছিল।
দলমুক্ত জনপ্রতিনিধিরা জনগণের কাছে যখন নিজেদের নিরাপত্তাটুকুও পাচ্ছে না, নিজেদের নিরাপত্তার জন্যেও জনপ্রতিনিধিদেরকে তখন নিজদলীয়গণের ওপরেই নির্ভর করতে হচ্ছে।
যেখানে বিশাল সংখ্যক জনগণের মধ্যে সার্বিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধতা নেই, কিন্তু অল্পসংখ্যক দলোগণের মধ্যে দলীয় স্বার্থগুলোতে প্রবল ঐক্যবদ্ধতা রয়েছে, সেখানে দলনেতারা কখনো জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পেলেও দলীয় স্বার্থকে ত্যাগ করতে পারে না। জনসাধারণ জনস্বার্থে সমন্বিত নয়, এমন জনসমষ্টিতে জনপ্রতিনিধিরা নিজেদের আত্মরক্ষায় বা নিরাপত্তায় জনগণের ওপর আস্থা রাখতে পারে না। আত্মরক্ষার স্বার্থেই দুর্বল আতঙ্কিত জনপ্রতিনিধিরা স্বাভাবিকভাবেই দলোগণের পক্ষে থাকতে যেতে বাধ্য হয়।
বিভিন্ন মতাদর্শী দলগুলো একদল অন্যদলের আক্রমণকে ভয়ও যেমন পায়, বাধাও দিয়ে যেতে পারে, এমনকি প্রতিঘাতও করতে পারে সমান তালে। দলকে শক্তিশালী রাখাটাই দলোগণের দলীয় কর্তব্য। তবে, যেখানে সার্বিক স্বার্থে বা জনস্বার্থে জনগণ একতাবদ্ধ, সেখানে দলোগণের মধ্য থেকে বেছে নিয়ে বানানো কোনো জনপ্রতিনিধিও দলোগণের স্বার্থকে প্রাধান্য দেবার দুঃসাহস দেখাতে পারে না। সমন্বিত জনসাধারণের গণরোষ বা গণপিটুনিকে ভয় পায়নি বা পাচ্ছে না, এমন কোনো উন্মাদ কোনো দলের দলনেতা হ’লে- সেই দলটি কখনোই মানবসমাজে প্রকাশ্যে মিশতে পারবে না। কোনো ব্যক্তিকে বা কোনো দলকে গণপিটুনি দেবার কালে একতাবদ্ধ জনগণ কারো জাত-পাত-গোত্র-বর্ণ খুঁজতে যায় না।
জনসাধারণের অক্ষমতায় বা জনসাধারণের ঐক্যবদ্ধ না-হওয়ার বিষয়টিতে দলোগণের কোনো দোষ নেই, বরং জনগণের মধ্যেকার ব্যক্তিত্বসম্পন্ন উচ্চশিক্ষিত জ্ঞানী গুণী কিছুসংখ্যক ব্যক্তিক মতাদর্শের আধিপত্যকামিতাই দায়ী।
‘সমন্বিত জনগণ’ তথা ‘একত্রিত জনসাধারণ’ যেখানে যেভাবেই চাইবে, সেখানে তাদের প্রতিনিধিরা সেভাবেই থাকতে বাধ্য।
------------------------------------------------------------
করণিক : আখতার২৩৯
##### ২৮/১১/২০১৭খ্রি:
দলোপক্ষ সমর্থনে করণিকা
২| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬
খায়রুল আহসান বলেছেন: পোস্টের শেষ কথাটাই তমসাবৃত জনগণকে আশার আলো দেখাতে পারে।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:০২
চানাচুর বলেছেন: এই গভীররাতে পলিটিক্স নিয়ে এত ভেবে এত কিছু লিখেন!