নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ জন্মদিন ___, এই দিনটি যেন জীবনে বারবার ফিরে আসে।
উপরে আমি একটা শুন্যস্থান রেখেছি, এই শুন্যস্থানে কী নাম হবে তা নির্ণয় করতে হবে আপনাদের। এখন একবার সময়টা দেখে নিন, আমি একটা ক্লু দেব সবশেষে, সেটা পড়ার কত মিনিটের মধ্যে শুন্যস্থান পূরণ করতে পারেন সেই সময়টা দেখুন, তারপর জানান। দেখি সবচেয়ে কম সময়ে কে বুঝতে পারেন!!
যিনি পারবেন তার জন্য প্রথম পুরস্কার...
(আশাকরি জন্মদিনে উপহারসহ আসার কথাটা কাউকে মনে করিয়ে দিতে হবে না)
ক্লু: মাসের নামে নাম।
১২ ই জুন, ২০২০ দুপুর ১:১৩
করুণাধারা বলেছেন: ধন্যবাদ! কয় মিনিট লাগলো বুঝতে সেটা না বললেও আপনার বুদ্ধি মাপবো কীভাবে?
২| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:০২
ভুয়া মফিজ বলেছেন: আমাদের ভোলাভালা, নিতান্তই অবুঝ জুন আপার জনমদিনে একটু আতশবাজী না হলে কেমন দেখায়!!!
আমাদেরকে এটা স্মরণ করিয়ে দেয়ার জন্য করুণাধারা আপার জন্য কৃতজ্ঞতা। তবে, ভার্চুয়াল কেক খাওয়ার মধ্যে আমি নাই। কেক পাওনা থাকলো। যথাসময়ে আদায় হবে।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
১২ ই জুন, ২০২০ দুপুর ১:১৭
করুণাধারা বলেছেন: দারুন! জন্মদিনকে এমন ঝলমলে করে দেবার জন্য অনেক ধন্যবাদ ভুয়া মফিজ। কিন্তু কথা হলো, আমি সময় জানাতে বলেছিলাম, সেটা কই?
কেক খাওয়াবার দায়িত্ব যার জন্মদিন তার। আমার দায়িত্ব জানাবার!
৩| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:১৭
ইসিয়াক বলেছেন:
আমি কিন্তু ধরতে পারিনি । মাথা মোটা হলে যা হয় আর কি!
যাহোক ...
শুভ জন্মদিন জুন আপু।
# আপনার জন্য রইলো শুভকামনা।
১২ ই জুন, ২০২০ দুপুর ১:২৯
করুণাধারা বলেছেন: এটা একটা খেলা ইসিয়াক, এর মধ্যে মাথা মোটার কথা আসে কোথা থেকে? বোঝা গেল আপনি অতি ব্যস্ত একজন বুদ্ধিমান মানুষ, সময় নষ্ট না করে চটপট মন্তব্যর ঘরে গিয়ে উত্তর দেখে নিয়েছেন। আচ্ছা, ব্যস্ত কবি হিসেবে আপনাকে ছাড় দেয়া গেল!
৪| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:১৮
ডার্ক ম্যান বলেছেন: আমি সাধারন মানুষ । বুদ্ধি মাপার প্রয়োজন নাই ।
১২ ই জুন, ২০২০ দুপুর ১:৩৩
করুণাধারা বলেছেন: আপনি মনে হয় আহত হয়েছেন আমার কথায় ডার্ক ম্যান। দুঃখিত। আর আপনাকে ধন্যবাদ জানাতে ভুলে গেছিলাম... দ্রুততম সময়ে প্রথম মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ডার্ক ম্যান।
৫| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: আজ ব্লগার ঠাকুরমাহমুদ এর জন্মদিন।
১২ ই জুন, ২০২০ দুপুর ১:৩৫
করুণাধারা বলেছেন: তথ্যটা জানানোয় অনেক ধন্যবাদ রাজীব নুর। একদিনে আমার প্রিয় দুজন ব্লগারের জন্মদিন- জানতে পেরে অবাক আর আনন্দিত হচ্ছি!!
৬| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:২১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আজ কি আমাদের “জুন” আপার জন্ম দিন? আমি নিজেও কিন্ত একজন “জুন”। যদি সত্যি সত্যি জুন আপার জন্মদিন হয়ে থাকে তাহলে বলতে হয় পূর্ব জন্মে জুন আপা আসলেই আমার বোন ছিলোন। শুভ জন্মদিন জুন আপা। দোয়া করি এই দিনটি যেনো বার বার ফিরে আসে।
১২ ই জুন, ২০২০ দুপুর ১:৪০
করুণাধারা বলেছেন: এই পোস্ট দেয়ায় বড় প্রাপ্তি, জানতে পারলাম আজকের দিনে আপনি জন্মেছিলেন!! প্রার্থনা রইল, এইদিন আরো অনেক বার আপনার জীবনে আসুক, শান্তি আর আনন্দ নিয়ে...
চমৎকার ফুলের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
৭| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রিয় রাজীব নুর ভাই, আপনার প্রতি রইলো অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনি আমাদের ব্লগের হিমু।
১২ ই জুন, ২০২০ দুপুর ১:৪১
করুণাধারা বলেছেন: সত্যিই ব্লগের হিমু!!
৮| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:২৭
ভুয়া মফিজ বলেছেন: আমি সময় জানাতে বলেছিলাম, সেটা কই? আমি ঘটনাটা চুটকীতেই ধরে ফেলেছি। আপনি তো জানেনই আমার বুদ্ধি কতোটা অসাধারন পর্যায়ের! মাপামাপির দরকার কি?
১২ ই জুন, ২০২০ দুপুর ১:৪৩
করুণাধারা বলেছেন: আমি ঘটনাটা চুটকীতেই ধরে ফেলেছি। আপনি তো জানেনই আমার বুদ্ধি কতোটা অসাধারন পর্যায়ের!
সত্যিই ঝানতাম না!! জানা থাকলো এখন থেকে।
৯| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:৩৪
নেওয়াজ আলি বলেছেন: happy birthday
১২ ই জুন, ২০২০ দুপুর ১:৪৪
করুণাধারা বলেছেন: ফুলগুলো চমৎকার নেওয়াজ আলি, অনেক ধন্যবাদ।
১০| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:৪৯
জুন বলেছেন: আমার জন্মদিনটিকে এত সুন্দর করে স্মরণ করার জন্য কি বলে ধন্যবাদ দেবো ভেবেই পাচ্ছি না করুনাধারা। আচ্ছা আপনি কি ভাবে জানলেন বলেন তো? আর সাথে এত্ত সুন্দর বেলী ফুল যা আমার অনেক অনেক প্রিয় ফুল।
আর আমার জন্মদিন ভাই ঠাকুর মাহমুদকেও জন্মদিনের অনেক অনেক শুভকামনা জানিয়ে দিয়েন।
আবারও ধন্যবাদ আপনাকে
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৭
করুণাধারা বলেছেন: উত্তর দিতে দেরি করায় দুঃখিত জুন। সারাক্ষণ নিউজ পোর্টাল গুলোতে ঘুরি, আর কখনো কোন কোন খবর দেখে খুব মনখারাপ হয়ে যায়।
আপনার জন্মদিন জেনেছিলাম কোন একটা পোস্টে কেউ আপনাকে জিজ্ঞেস করেছিলেন জুনে কিনা, তারপর ১২ই তারিখ জেনেছি। এটা আমার মনে ছিল, কেন জানি না কারো আমার তারিখ মনে থাকে।
বেলী আমার প্রিয় ফুল, তাই এটার ছবি দিয়েছিলাম। আপনারও প্রিয় জেনে ভালো লাগলো।
ঠাকুর মাহমুদ ভাইকে অবশ্যই ধন্যবাদ, উনি নাম লিখে এমন সুন্দর ফুল দিয়েছেন।
১১| ১২ ই জুন, ২০২০ দুপুর ২:০০
ঠাকুরমাহমুদ বলেছেন:
ছবি: - ম্যাঙ্গো স্লাইস বরফি । জয়পুর সুইটস। ধানমন্ডি ব্রাঞ্চ।
প্রিয় করুণাধারা আপা,
আপনার কাছে বিশেষ বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই পোস্ট দিয়ে আজ শুক্রবারের দিনটি সুন্দর একটি আনন্দের দিনে রুপান্তর করার জন্য। নয়তো আজ যে ১২ই জুন শুক্রবার সেটি হয়তো মনেও থাকতো না। আপনি করুণাধারা আপা ও জুন আপা উভয়ে ভালো থাকুন, সুস্থ থা্কুন, আনন্দে থাকুন, নিরাপদ থাকুন।
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৯
করুণাধারা বলেছেন: চমৎকার মিষ্টির জন্য অনেক ধন্যবাদ।
জন্মদিনে দোয়া রইল, আল্লাহ আপনার নেট হায়াত দরাজ করুন।
১২| ১২ ই জুন, ২০২০ বিকাল ৩:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জুন
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩১
করুণাধারা বলেছেন: ঠিক বলেছেন কাজী ফাতেমা ছবি।
ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে, দোয়া করি।
১৩| ১২ ই জুন, ২০২০ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩২
করুণাধারা বলেছেন: দুইজনকেই তো, তাই না?
১৪| ১২ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৩
ওমেরা বলেছেন: মাসের নামে এই ব্লগে মনে হয় একজন ব্লগারই আছে তাই এটা কোন কঠিন না আপু ।
গত দুই আপুকেই অনেক অনেক শুভেচ্ছা ।
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ ওমেরা। একটা খবর দেখে খুব মনখারাপ, কিন্তু আপনাকে দেখে ভালো লাগছে। দীর্ঘ দিন আপনার ব্লগে মন্তব্য করিনি, অফলাইনে পড়ে গেছি। আজ আপনি আমার ব্লগে, আমার খুব ভালো লাগছে। শুভেচ্ছা রইল।
১৫| ১২ ই জুন, ২০২০ বিকাল ৪:০৬
সোহানাজোহা বলেছেন: ভাইবোন দুই “জুন” জন্মদিনের শুভেচ্ছা। সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
করুণাধারা বলেছেন: ভাইবোন দুই “জুন” জন্মদিনের শুভেচ্ছা আশাকরি তারা দুজন এই শুভেচ্ছা গ্রহণ করেছেন।
অনেক ধন্যবাদ সোহানাজোহা, সুন্দর এই মন্তব্যের জন্য। শুভকামনা রইল।
১৬| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:০৩
শায়মা বলেছেন: এত সহজ ধাঁধা!!!
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪০
করুণাধারা বলেছেন: সহজ? কে যে সবচেয়ে কম সময়ে বুঝতে পারল তাই বুঝতে পারলাম না।
১৭| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:১৪
সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা রইল ।
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪২
করুণাধারা বলেছেন: আশাকরি মে দুজনের আজ জন্মদিন তাদের দুজনের জন্যই আপনার শুভকামনা...
মন্তব্যের জন্য ধন্যবাদ সাইন বোর্ড, ভালো থাকুন।
১৮| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৭
জুন বলেছেন: এই পোস্টে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। সাথে প্রিয় ব্লগার করুনাধারাকেও যিনি এতটা কষ্ট করে এই পোস্টটি দিয়েছেন
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৩
করুণাধারা বলেছেন:
১৯| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১
ঠাকুরমাহমুদ বলেছেন:
করুণাধারা আপা,
বোনের প্রতি ভাইয়ের অনুরোধ, আপনার জন্মদিনের তারিখটি জানাবেন। আজকের ঋণ যেনো কিছুটা হলেও শোধ করতে পারি। আপনার জন্য দোয়া রইলো বোন।
১২ ই জুন, ২০২০ রাত ১১:৪৯
করুণাধারা বলেছেন: ভাই, আপনি কেন ঋণী হবেন, বরং আমিই আপনার কাছে ঋণী হয়ে আছি, আমার মায়ের মৃত্যুর পর ভরসা দিয়ে মন্তব্য করায়। আমি আপনার অনুরোধ রাখবো না এমন হতেই পারে না। কিন্তু তার আগে আমার একটা সমস্যার কথা জানাই।
করোনা কালে আমার অবসেশন হয়ে দাঁড়িয়েছে একটু পরে পরে বিভিন্ন নিউজ পোর্টালে গিয়ে করোনার খবর পড়া, আর কোন খবরে আগ্রহ পাই না। যখন দেখি করোনা রোগীর প্রতি তার স্বজনদের নির্মমতা, কিংবা কারো মৃত্যু সংবাদ, তখন আমি গভীর বিষন্নতায় আক্রান্ত হই। মৃত মানুষটি মৃত্যুর আগে একবারও প্রিয়জন- সন্তানদের দেখতে পায়নি, একটা ব্যাগে ভরে তাকে কবর দেয়া হল, তার সন্তানদের এতিম হয়ে যাওয়া- এই বিষয়গুলো ভাবতে ভাবতে আমি শুয়ে থাকা ছাড়া আর কিছু করতে পারিনা। গতকাল মৃত্যু শুধু নাম্বার ছিল, তাই আমি আজ দুপুর পর্যন্ত ভালো ছিলাম। কিন্তু আজ দুপুরে এই খবর দেখলাম, view this link তরুণ এই দুই ডাক্তারের আপনজনদের কথা ভেবে মনখারাপ হল। তারপর ব্লগ ছেড়ে ফেইসবুকে গেলাম, দেখি ডঃ মনোয়ার আমাদের ব্লগার খায়রুল আহসানের বড়ো বোনের ছেলে। আমার খুব খারাপ লাগছে। কাল হয়তো আর ব্লগে আসতে পারবো না...
এবার আপনাকে একটা অনুরোধ, দয়া করে আগামীকাল আমাকে নিয়ে পোস্ট দেবেন না। আল্লাহ যদি হায়াত রাখেন, আগামী বছর ইন শায়া আল্লাহ আমি আপনাকে আমার জন্মদিনের কথা মনে করিয়ে দেব। আগামীকাল শুধু আমার জন্য দোয়া করবেন, মৃত্যুর আগে যেন ছেলেমেয়েদের সাথে দেখা হয়- এটাই আমার একমাত্র চাওয়া এখন।
আমার জন্মদিন আগামীকাল, ১৩ জুন।
২০| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৭
আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,
করোনার কালে ভুলে থাকার দিনেও যে কারো জন্মদিন কারো মনে পড়ে তা থেকেই বোঝা যায় সেই "কারো"
ব্লগারদের কতোখানি আপন করে নেয়া একজন!
শুভেচ্ছা দুজনকেই দু'ভাবে।
জুনকে জন্মদিনের শুভেচ্ছা --
করুণাধারাকে তার আন্তরিকতার জন্যে ---
১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
করুণাধারা বলেছেন: দেরিতে উত্তর দেয়ায় খুব দুঃখিত আহমেদ জী এস...
চমৎকার ছবিটি উপহার দেয়ায় অনেক ধন্যবাদ। ৩৭ নম্বর মন্তব্যয় জুন আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। শুভকামনা রইল।
২১| ১২ ই জুন, ২০২০ রাত ৮:৪৩
মুক্তা নীল বলেছেন:
আপা ,
জুন আপার জন্মদিনে ব্লগে আপনার এই আয়োজন
আপনার জন্য রইলো আন্তরিক ধন্যবাদ ।
গত বছর জুন মাসে জুন আপাকে প্রশ্ন করেছিলাম ,
তাই জেনেছিলাম। কিন্তু তারিখটা ঠিক জানা ছিলোনা
আপনার মাধ্যমে আমরা সবাই জানতে পারলাম ।
জুন আপাকে জন্মদিনের শুভেচ্ছা ।
১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৭
করুণাধারা বলেছেন: হঠাৎ মনখারাপ হয়ে যাওয়ায় ব্লগে আসতে পারিনি, তাই উত্তর দিতে এত দেরি হল মুক্তা নীল।
আমি কোন এক পোস্টে জুনকে বলতে দেখেছিলাম যে তাঁর জন্মদিন ১২ই জুন। এটা মনে ছিল, তাই ভাবলাম পোস্ট দেই। কিন্তু এই সময় এক খারাপ সময়, বেশিক্ষণ ভালো থাকা যাচ্ছে না।
ভালো থাকুন মুক্তা নীল, শুভকামনা সবসময়ের।
২২| ১২ ই জুন, ২০২০ রাত ৯:৪১
মা.হাসান বলেছেন: প্রশ্নটা আমার জন্য খুব কঠিন হইয়া গেছিলো।
ব্লগে কত জ্ঞানী গুণী লোক আছেন, দেশে-বিদেশে এনাদের নামে কত রাস্তাঘাট আছে! কে জানে এনাদের নামে যদি কেউ কোন মাসের নামকরণ করেন করতেও পারেন । যাই হোক কমেন্ট পড়িয়া ক্লিয়ার হইলাম কার জন্মদিন।
জনাব ঠাকুর মাহমুদ ভাইকে জন্মদিনের শুভেচ্ছা ।
জুন আপাকে ১৮ তম জন্মদিনের শুভেচ্ছা।
১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩১
করুণাধারা বলেছেন: আপনার এই "কঠিন প্রশ্ন" শব্দটা দেখেই কার অভাব অনুভব করলাম! যাক্, বেঁচে গেলেন, প্রশ্নফাঁস জেনারেশনের তকমা লাগলো না!!
জুন আপনার শুভেচ্ছার উত্তর দিয়েছেন ৩৭ নম্বর মন্তব্যে। তবে এটা জুনের আঠারতম জন্মদিন এটা জানা ছিল না, আমি তো ভেবেছিলাম...
২৩| ১২ ই জুন, ২০২০ রাত ৯:৪৪
রাকু হাসান বলেছেন:
আরেহ! এত দেরিতে আসলাম । আপনি না জানালে জানতামই না । শুভেচ্ছা জানানোর সুযাগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ।
জুন আপু জুসই । এত এত সুন্দর জোশ ভ্রমণ পোস্ট করে মুগ্ধ করে রাখে।
জুন আপু কিপ্টামী ছেড়ে এখন পার্টি দেন
১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
করুণাধারা বলেছেন: জুনকে শুভেচ্ছা জানানো উপলক্ষে এই চমৎকার ফুলের ভাগী হলাম আমিও, এই সোনালী ফুলটা আমার খুব প্রিয়, নামটাই মনে করতে পারছি না এখন।
এখন পার্টি? দুনিয়াদারি ভুলে গেছেন? ভুলে থাকাই ভালো, ভালো থাকুন সবসময়।
২৪| ১২ ই জুন, ২০২০ রাত ৯:৪৬
কাছের-মানুষ বলেছেন: প্রশ্ন ফাস হয়ে গেছে! আমার ফেল করার সম্ভবনা ছিল, যাক বাচা গেল!
ব্লগার জুনকে জন্ম দিনের শুভেচ্ছা রইল, সাথে ব্লগার ঠাকুরমাহমুদকেও।
আপনাকেও ধন্যবাদ পোষ্টের জন্য।
১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪১
করুণাধারা বলেছেন: আপনাকেও ধন্যবাদ, চমৎকার মন্তব্যের জন্য।
আপনার সিরিজের শেষ পর্বে ভেবেছিলাম সব মিলিয়ে মন্তব্য করব, তা আর করা হয়নি, যদিও আগ্রহ ভরে অপেক্ষা করে ছিলাম এবং আগ্রহ নিয়ে পড়েছি। আশাকরি পরে কখনো এ বিষয়ে বলতে পারবো।
২৫| ১২ ই জুন, ২০২০ রাত ১০:৩৫
মা.হাসান বলেছেন:
খালি হাতে কিন্তু আসি নাই। ম্যাওপ্যাও পোস্টে লাইক দিয়াছি। আজকালকার বাজারে লাইকের অনেক দাম। এর পরেও নিন্দুকেরা কিরপিনের কিরপিনগিরি লইয়া নানা কথা বলে। এজন্য আরেকখানা উপহার লইয়া আসিলাম। ৫০-৫০ করিয়া ভাগ করিয়া দিবেন। থাইল্যান্ডে ভালো মেয়র নাই , কাজেই জুন আপার ভালো উপকার হইবে আশা রাখি।
১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
করুণাধারা বলেছেন: অমূল্য লাইক দানের পর আবার উপহার নিয়ে এসেছেন- এরপর আপনার কিরপিন খেতাব থাকবে তো!!! যাহোক, অসংখ্য ধন্যবাদ।
থাইল্যান্ডে ভালো মেয়র নাই , কাজেই জুন আপার ভালো উপকার হইবে আশা রাখি। ঠিক বলেছেন। আমাদের ভালো মেয়র আছেন, মশার কোন উপদ্রব নাই, তাই ভাগাভাগি না করে ঠাকুর মাহমুদ ভাই যেন পুরোটাই জুনকে দিয়ে দেন।
২৬| ১২ ই জুন, ২০২০ রাত ১০:৫১
আখেনাটেন বলেছেন: জুনাপার জন্য অসীম শুভকামনা। ফিরে ফিরে আসুক এমন দিন আরো বহু দশক হাসি-আনন্দে।
করুণাধারাপাকেও শুভেচ্ছা এমন দিনটি আমাদের মনে করে দেওয়ার জন্য।
১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫১
করুণাধারা বলেছেন: এই উপহার পেয়ে জুনের মুখে হাসি ফুটবেই, কোন সন্দেহ নেই!! আমিও নাহয় ভাগ নিলাম...
অনেক ধন্যবাদ আখেনাটেন।
২৭| ১২ ই জুন, ২০২০ রাত ১০:৫২
আখেনাটেন বলেছেন:
ব্লগার ঠাকুর মাহমুদকেও জন্মদিনের শুভেচ্ছা।
১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
করুণাধারা বলেছেন: আশাকরি ঠাকুর মাহমুদ ভাই এই উপহার পছন্দ করবেন।
২৫ নম্বর মন্তব্যকারীর মতো একখান উপহার এনে দুজনকে ভাগ করে নিতে বলেন নাই- আপনি বেশ উদারমনা! ( কিরপিনের বিপরীত শব্দ)
২৮| ১২ ই জুন, ২০২০ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: আনন্দময় একটি পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।
১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
করুণাধারা বলেছেন: আপনাকেও ধন্যবাদ রাজীব নুর। শুভকামনা।
২৯| ১২ ই জুন, ২০২০ রাত ১১:৫৩
মনিরা সুলতানা বলেছেন: হ্যাপী বার্থডে জুন্নাপু !
ভালোবাসা নিও ।
হ্যাপী বার্থডে জুন্নাপু !
ভালোবাসা নিও ।
১৫ ই জুন, ২০২০ রাত ৮:০২
করুণাধারা বলেছেন: কী স্নিগ্ধ বেলী ফুল মনিরা, দেখে ভালো লাগলো।
৩৭ নম্বর মন্তব্যে জুন শুভেচ্ছার উত্তর দিয়েছেন, আমিও শুভকামনা জানাই, এই ভয়ংকর সময় কেটে যাক তাড়াতাড়ি।
৩০| ১৩ ই জুন, ২০২০ রাত ১২:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: নেটওয়ার্কিং সমস্যার জন্য আজ প্রায় সারাদিন ব্লগে ঢুকতে পারিনি আপু। জন্মদিনের শুভেচ্ছা জানাতে বড্ড দেরী হয়ে গেছে।
শুভ জন্মদিনের শুভেচ্ছা জুনাপুর সঙ্গে ঠাকুর মাহমুদ ভাইকে।
ধন্যবাদ আপনাকে করোনা বিষণ্ণতার মধ্যেও মনকে একটু খুশি করার ব্যবস্থা করার জন্য।
অফুরান শুভেচ্ছা নিয়েন।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:০৮
করুণাধারা বলেছেন: আপনার জন্যও রইল অনেক শুভকামনা পদাতিক চৌধুরী। মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।
আপনার শুভেচ্ছা পৌঁছে গেছে, ৩৭ নম্বর মন্তব্যে জুন উত্তর দিয়েছেন।
৩১| ১৩ ই জুন, ২০২০ রাত ১২:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
করুণাধারা আপা, আপনি যা বলেছেন তাই হবে। এই মুহুর্তে আর কিছু বলার মতো ভাষা নেই আমার। আপাতত এটুকু বলতে পারি আপনি বোন নিউজ পোর্টাল থেকে দুরে থাকুন, যতো দুরে সম্ভব। “ভয় মানুষকে ক্ষয় করে দেয়” - এটি আমার বেহেস্তবাসী দাদীজানের কথা।
***রাজীব নুর ভাই, ব্লগার সোহানাজোহা, মা.হাসান ভাই, কাছের-মানুষ ভাই, আখেনাটেন ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:১০
করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আপনার পরামর্শ মনে রাখলাম। চেষ্টা করছি ভালো থাকতে।
ভালো থাকুন সবসময়।
৩২| ১৩ ই জুন, ২০২০ রাত ১২:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
পদাতিক চৌধুরি ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইলো ভাই।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:১২
করুণাধারা বলেছেন: পদাতিক চৌধুরী, আশাকরি লক্ষ্য করেছেন।
৩৩| ১৩ ই জুন, ২০২০ রাত ১:০৫
কাওসার চৌধুরী বলেছেন:
শুভ জন্মদিন, আপা।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:১৪
করুণাধারা বলেছেন: কাওসার চৌধুরী, আমার প্রিয় রঙের মাঝে চমৎকার এই কেকটার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
৩৪| ১৩ ই জুন, ২০২০ ভোর ৬:০২
বিজন রয় বলেছেন: আজ ১৩ই জুন।
অনেক দেরিতে এই পোস্ট দেখলাম।
শুভকামনা, জুন আপা ও ঠাকুরমাহমুদ।
ধন্যবাদ পোস্টদাতাকে।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:১৭
করুণাধারা বলেছেন: দেরি করে আসা কোন ব্যাপার না, আপনি এসেছেন দেখে খুব খুশি হয়েছি বিজন রয়।
নিরাপদে থাকুন, শুভকামনা রইল।
৩৫| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: অক্টোবরের ১০ তারিখ আমার জন্ম দিন। ভুলে যাবেন না।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:১৯
করুণাধারা বলেছেন: ইন শায়া আল্লাহ ভুলব না অক্টোবরের দশ তারিখ, যদি বেঁচে থাকি। আপাতত আমরা সবাই যেন ভালো থাকি সেই প্রার্থনা করি।
৩৬| ১৩ ই জুন, ২০২০ দুপুর ২:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মধুমিলনের মধু মাস
বলে সে কথা রোমান ইতিহাস
দেবতাদের রাণী জুনো
সেই স্মৃতি ভরে নাম “জুন” মাস জেনো
দেবতাদের রানী নামে এই নাম
বলতেই হয় রাণী - লহ তবে প্রণাম
শুভ জন্মদিনে শুভেচ্ছা অফুরান
যুগ যুগ জিও সকলেই কামনা অনুক্ষন।।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:২৩
করুণাধারা বলেছেন: এমন চমৎকার কবিতা যদি মন্তব্যর ঘরে পাওয়া যায়, তবে তো আমি ব্লগের সবার জন্মদিনে পোস্ট দেব!!!
চমৎকার কবিতার জন্য অনেক ধন্যবাদ ভৃগু। জুনও ৩৭ নম্বর মন্তব্যে আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। শুভকামনা রইল।
৩৭| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৬
জুন বলেছেন: ডার্কম্যান, ভুয়া মফিজ, ইসিয়াক, রাজীব নুর, ঠাকুর মাহমুদ, নেওয়াজ আলি, কাজী ফাতেমা, ওমেরা, সোহানজোহা, শায়মা, সাইনবোর্ড, আহমেদ জী এস, মুক্তা নীল, মা হাসান, রাকু হাসান, কাছের মানুষ, আখেনাটেন, মনিরা সুলতান, পদাতিক, বিদ্রোহী ভৃগু সহ আপনি করুনাধারা যারা আমাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন সেই সব প্রিয় ব্লগার সবাই সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা জানাই।
ভালো থাকুন, নিরাপদে থাকুন সবাই এই মহা বিপদে এই হোক আমার প্রার্থনা।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:২৭
করুণাধারা বলেছেন: তখন মন্তব্যর উত্তর লিখছি তখন জানা হয়ে গেছে আপনার আত্মীয়া, পরম বন্ধুর প্রয়ানের কথা। দোয়া থাকলো এই শোক যেন বইতে পারেন। নিরাপদে থাকুন, শুভকামনা রইল।
৩৮| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২২
জুন বলেছেন: কায়সার চৌধুরী ফোনে মন্তব্য লিখছি, নেটওয়ার্ক এর প্রব, তাড়াতাড়ি সবার নাম সিরিয়ালি লিখতে গিয়ে দেখি ভুলে আপনার নামটা বাদ পরে গেছে। আন্তরিক দুঃখিত আমি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। ভালো থাকুন আর নিরাপদে থাকুন এই দুর্যোগে।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:২৮
করুণাধারা বলেছেন: আপনিও ভালো থাকুন জুন।
৩৯| ১৪ ই জুন, ২০২০ রাত ১:৩৭
কাওসার চৌধুরী বলেছেন:
@ জুন।
আপু এটা কোন বিষয় না। শুভেচ্ছা আপনি পেয়েছেন এটাই আসল। ভালো থাকুন।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:৩১
করুণাধারা বলেছেন: আপনিও ভালো থাকুন কাওসার চৌধুরী, আন্তরিক প্রার্থনা করি।
৪০| ১৪ ই জুন, ২০২০ সকাল ১১:০২
খায়রুল আহসান বলেছেন: শুভ জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা, জুন এবং ঠাকুরমাহমুদ! আরো বহু বছর ধরে ঘুরে ঘুরে আসুক এ দিনটি, আনন্দের বারতা নিয়ে আপনাদের কাছে। ভাল থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে।
দুর্ভাগ্যক্রমে এ বছরের এ দিনটিতে সকালেই এক দুঃসংবাদ পেয়ে আমি মুহ্যমান হয়ে পড়েছিলাম, যার কারণটি করুণাধারা ১৯ নং প্রতিমন্তব্যে উল্লেখ করেছেন।
প্রিয় ব্লগারদের জন্মদিনে শুভেচ্ছা জানাবার এ সুযোগটি করে দেবার জন্য আপনাকে ধন্যবাদ।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:৩৫
করুণাধারা বলেছেন: সবসময় মনখারাপ থাকে, তাই সেটা কাটাতে এই পোস্ট দিয়েছিলাম, কিন্তু সফল হলাম না।
আপনি ব্যক্তিগত এই দুঃখের দিনেও এসেছেন, এটা দেখে আমি কিছু শিখতে পারলাম। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, এই দোয়া করি।
৪১| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: জুন আপা ।
জুন আপাকে শুভজন্মদিন। পোস্টটি খেয়াল করিনি । এমন হ্যাভিওয়েট ব্লগার কিভাবে যে ফসকে গেল । কি যে হলো ।
জুন আপার জন্য নিরন্তর শুভকামনা । শুভকামনা ঠাকুর মাহমুদ সাফল্যমন্ডিত জীবন হোক আপনার ।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:৩৬
করুণাধারা বলেছেন: আপনার জন্যও শুভকামনা সেলিম আনোয়ার। ভালো থাকুন, শুভকামনা সালমানের জন্যও।
৪২| ১৫ ই জুন, ২০২০ রাত ১০:০৭
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনি আমার সিরিজটা পড়েছেন এতেই আমি খুশি। মন্তব্য করা নিয়ে চিন্তা করবেন না।
কাকতালীয়ভাবে আমার জন্মদিনও জুনে! ছোট বেলায় আমাদের বাসায় জন্মদিন পালনের রেওয়াজ ছিল না, মধ্যবিত্ত পরিবারে জন্মদিন পালন করাটা লজ্জা লাগত আমার কাছে, হয়ত মানুষ বলবে ভাত পায় না চা খায়! আমার ছোট ভাইও আমার মত নাইনে পড়ে, গত মাসে জন্মদিন কিন্তু ওর নাকি লজ্জা লাগে জন্মদিন পালনে! যাক পরে বড় হলাম পড়াশুনার জন্য বিদেশ এলাম, দেখা গেল না চাইলেও এমনও হয়ছে একই জন্মদিন ৩ বারও পালন করতে হয়েছে! তবে এ বছর এগুলো আমাকে টানে না, সুস্থ্য থাকাটাই বড় কথা।
১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:২১
করুণাধারা বলেছেন: তবে এ বছর এগুলো আমাকে টানে না, সুস্থ্য থাকাটাই বড় কথা। ঠিকই বলেছেন। শুধু এবছর না, বাকি (যদি থাকে) জীবনের জন্য করোনা আমাকে এই শিক্ষা দিয়ে গেল।
অনেক রকম দিন পালন হালের প্রচলন, জন্মদিন পালনও তেমন। এটা আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়, পোস্ট দেবার উদ্দেশ্য ছিল কিছু সময় বিষন্নতা ভুলে থাকা। অথচ দুদিনের মধ্যে দুজন ব্লগার প্রিয়জন হারালেন...
মন্তব্যের জন্য ধন্যবাদ কাছের মানুষ। ভালো থাকুন।
৪৩| ১৫ ই জুন, ২০২০ রাত ১০:৩১
জুন বলেছেন: করুনাধারা ১৩ ই জুন আমিও তৈরি ছিলাম আপনাকে শুভেচ্ছা জানানোর কিন্ত তা আর হলো না। আমার ছোট জা, আমার চেয়েও অনেক ছোট হলেও সে ছিল আমার সবচেয়ে প্রিয়,আমার বন্ধু বলতে পারেন। সেই জা আমার ১৩ জুন রাতে চলে গেল আমাদের সবাইকে হতবাক করে দিয়ে। ১৩ দিন করোনার সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলো। দোয়া করবেন তার জন্য, সবাই সবার জন্য। মনটা এত খারাপ যে কি বলবো। সারাক্ষণ ও আমার চোখের সামনে।
১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:২৯
করুণাধারা বলেছেন: আমি খুবই দুঃখিত বোধ করছি জুন। এই কী ভয়ংকর সময় এল, কত পরিবার ছারখার হয়ে গেল। জানিনা কবে এর সমাপ্তি হবে, জানিনা সেটা দেখতে পাব কিনা, সন্তানদের আর দেখা হবে কিনা জানিনা। খুব অস্থির লাগে।
আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ এই দুর্দিনে আপনাদের সবর দিন, সবাইকে সুস্থ রাখুন, তাঁর ভালবাসা ঢেলে দিন মাতৃহারা শিশু দুজনের উপর। আপনার জা কে আল্লাহ জান্নাত নসিব করুন।
৪৪| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৫
অন্তরন্তর বলেছেন: যদিও অনেক দেরী করে ফেললাম তবুও লেডি বতুতা কে অনেক অনেক জন্ম দিনের শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় একজন ব্লগারের জন্ম দিনের পোস্ট দেয়ায়। শুভ কামনা।
১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:৩২
করুণাধারা বলেছেন: অনেক দিন পর আপনাকে আমার ব্লগে পেয়ে খুব ভাল লাগছে অন্তরন্তর। এই ভয়াবহ দিনে জুনের জন্য শুভেচ্ছা জানানোয় আপনাকে। অনেক ধন্যবাদ।
ভালো থাকুন আপনিও, শুভকামনা রইল।
৪৫| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১:৩৫
মলাসইলমুইনা বলেছেন: করুনাধারা,
জেমিনি ব্লগার জুনের জন্মদিনে বিলিটেড শুভেচ্ছা । শেষে এসেতো দেখি উৎসব আয়োজনের খাবার দাবার সব শেষ । ঠিক আছে আগামী বছরের রাম প্রস্তুতি নিয়ে রাখলাম । করুনাধারা, করোনার করুণাহীন আচরণে সব কাজ কিছুই ভুলে যাচ্ছি । ধন্যবাদ আপনাকে করুণা করে মনে করিয়ে দেবার জন্য ।
১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৫
করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ মলা...
দেরি করে আসায় কোন অসুবিধা নেই। আশাকরি আগামী বছর আবার আমাদের সবার সাথে সবার দেখা হবে। শুভেচ্ছা রইল।
৪৬| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৩
মুক্তা নীল বলেছেন:
আপা ,
মুক্তা ও রাজুর ভাই বোনের গল্পটা পড়ে ছিলাম আমার খুব
ভাল লেগেছিল। বিশ্বাস করবেন কিনা জানিনা বর্ণনা এত
সাবলীল ছিলো চোখের কোণে পানি চলে আসছিল। মনে হচ্ছিল যেন বাস্তব ঘটনা ।
যদি কিছু মনে না করেন এই গল্পটা এখানে দেয়া যায় কি ?
আমার এই মন্তব্য মুছে দিলে মনে হয় ভালো হবে।
আমি অনেকদিন ধরে ভাবছিলাম বলবো আপনাকে এই গল্পটার কথা।
৪৭| ২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০০
করুণাধারা বলেছেন: মুক্তা নীল, আমার স্মৃতি আমাকে বিড়ম্বনায় ফেলেছে তাই আমি মুক্তা ও রাজুর গল্প মনে করতে পারছি না। তবে আপনার যদি মনে হয় তবে এই পোস্টে দিতে পারেন। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০২০ দুপুর ১২:৪৬
ডার্ক ম্যান বলেছেন: শুভ জন্মদিন জুন