নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করুণাধারা

করুণাধারা

জীবন যখন শুকাইয়া যায় করুণাধায় এসো

করুণাধারা › বিস্তারিত পোস্টঃ

ফুয়েল ট্যাঙ্কে ফুটো

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:২৪


১)
সুটকেসগুলো বেশ কিছুদিন আগেই গুছিয়ে রাখা ছিল, মোট তেতাল্লিশটা। যাবার আগে শেষবারের মতো চারপাশে চোখ বুলিয়ে নিলাম, আহা কত কিছু ছড়িয়ে আছে, কত কথা মনে পড়ছে... প্রতিদিন সকালে আমার খামার বাড়ির তাজা সবজি ক্ষেত থেকে তুলে স্তুপ করে রাখা হয়, কিছু খাই আর কিছু বিলিয়ে দেই। আমি সবসময় ভেজাল মুক্ত খাবার খাওয়ার পক্ষে, তাই বাজার থেকে কেনা শাকসবজি মাছ মুরগি আমি খাইনা। সবকিছু আমার নিজের খামারে হয়। আমার গরুর খামারে যে গরু আছে তা বাংলাদেশের আর কোনো খামারে নেই, ইমরান ছেলেটা এই খামার করে দিয়েছে! প্রশংসা করে আমি ওকে ডিজিটাল কাউ বয় নাম দিয়েছি! পুকুরে চাষ করা মাছ খাই। মাছ ধরতে আমার খুব ভালো লাগে, কিন্তু মাছ ধরার কাজে আমি তেমন পারদর্শী না। অসুবিধা হয় না অবশ্য! সবাই জানে আমি মস্ত মাছ শিকারি! কারণ অন্যের ধরে দেওয়া মস্ত বড় চিতল মাছ ছিপের আগায় গেঁথে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেই! আমার সালোয়ার কামিজের সাথে মাথায় সাদা ওড়না দেয়া, হাতে ছিপসহ চিতল মাছের ছবিটা তো অনেকেই দেখেছেন। মাছ ধরা নিয়ে আমি একটা কবিতাও লিখে ফেলেছি:

লিখিবো পড়িব মরিব দুখে
মৎস্য মারিব খাইব সুখে।

শুধু মাছ কেন, মানুষ মারতেও আমি খুব ভালবাসি। শুরু করেছিলাম সাতান্ন জনকে মেরে, তারপর থেকে কত মানুষকেই মারলাম। এটা আমার একটা মজার খেলা। পুলিশ দিয়ে যাকে মারলাম, ক'দিন পর তার আত্মীয় স্বজনদের আমার বাড়িতে দাওয়াত করি। তাদের জড়িয়ে ধরে শুধু যে স্বান্তনা দেই তা না, গ্লিসারিন চোখে দিয়ে অনেক চোখের পানিও ফেলি...

২)
এইসব ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম অফিসারের ডাকে, আমাকে বলছে হেলিকপ্টারে উঠে পড়তে হবে, সুটকেসগুলো সব উঠে গেছে হেলিকপ্টারে...

ইমেলদা মার্কোস গেছিলেন প্লেনে করে, তাই তার ২০০০জোড়া জুতা ফেলে যেতে হয়েছিল। শুনেছি ইরানের শাহ সাহেবও শেষ মুহূর্তে মিশরে গেছিলেন প্লেনে করে, তাই তেমন কিছু সাথে নিতে পারেন নাই। এনাদের কথা জানি বলে আমি অনেক দিন আগে থেকেই দুটো হেলিকপ্টার সবসময় রেডি করে রেখেছি আমার বাড়ির উঠানে, আর সুটকেসগুলো রেডি করেছি ডলার আর সোনার বার দিয়ে‌।

সুটকেস ওঠানোর পর আমিও উঠে পড়লাম, কিন্তু হেলিকপ্টার দেখি ওড়ে না!! কী ব্যাপার! একটু পর এসে আমার অফিসার বলল, দুটো হেলিকপ্টারেরই ফুয়েল ট্যাঙ্ক ফুটো, দেখে মনে হচ্ছে বুলেট দিয়ে ফুটো করা হয়েছে। এই বন্ধুকধারী গাধাগুলোকে নিয়ে যে কী করি! বেশি বুলেট পেয়ে যেখানে সেখানে খরচ করে! এই তো সেদিন দেখলাম এক পুলিশের ছেলেকে মারতে আটটা বুলেট খরচ করেছে, অথচ মারার জন্য একটা বুলেটই যথেষ্ট! এই বাড়তি বুলেট খরচ করার জন্যই গর্ধবগুলো যেখানে সেখানে বুলেট মেরে চলেছে... এই দ্যাখো না, কোন দরকার ছিল নেই তবু আমার হেলিকপ্টারের ফুয়েল ট্যাঙ্কে বুলেট মেরেছে!!!

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:৪৩

ভুয়া মফিজ বলেছেন: না পড়েই লাইক দিলাম। জানি, আপনি বলবেন যে না পড়ে লাইক দেয়া ফৌজদারী অপরাধ!!! কিন্তু কি করবো বলেন...........অভ্যাস তো ছাড়তে পারি না!!!! :P

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৭

করুণাধারা বলেছেন: গতকাল কিছু কথা শুনেছিলাম পুলিশের অত্যাচার সম্পর্কে, শুনে ক্ষোভে দুঃখে মাথা ব্যথা শুরু হয়ে গেল। তারপর শুনলাম যে বুলেট গুলো ব্যবহার হয়েছে হত্যাকাণ্ডে, সেগুলো এনালাইসিস করে দেখা গেছে যে এগুলো বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না...

এই সবকিছু ভাবতে ভাবতে এই লেখাটা লিখে ফেললাম, এমনিতে আমি রাতে আগে ঘুমাই কিন্তু গতরাতে ঘুমাতে পারছিলাম না, যাদের সাথে পুলিশ এই অন্যায় আচরণ করছে সেই ছেলে মেয়েগুলোর কথা মাথা থেকে বের করতে পারছি না।

প্রথম মন্তব্য ও লাইক এর জন্য ধন্যবাদ।

২| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:৪৭

ভুয়া মফিজ বলেছেন: লেটেস্ট খবর শুনেছেন নাকি..............আবু সাঈদকে নাকি সাবেক শিবির কর্মী মেরেছে!!!! [link|view this link

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৮

করুণাধারা বলেছেন: এটা আগেই দেখেছি। পুলিশের নিয়োগের আগে সব ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, গত ১৫ বছরে ধরা পরল না যে শিবির কর্মী তাদের মধ্যে আছে!! যত্তসব মিথ্যাচার!

৩| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:৫৬

ভুয়া মফিজ বলেছেন: আপনি আছেন ৪৩টা স্যুটকেইস নিয়ে। বেচারী এক টাকা দিয়ে প্রাইম লোকেশানে বিশাল জায়গাসহ যেই বাড়িটা কিনলো, সেটা ছেড়ে যায় কিভাবে? ভালো করেছেন, হেলিকপ্টারের ফিউল ট্যাঙ্ক ফুটা করে দিয়েছেন!! কোথাও যাওয়ার দরকার নাই!!!!! =p~

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৩

করুণাধারা বলেছেন: সুটকেসের কথা এমনি এমনি লিখিনি। এই কথাটা আমি আগেই শুনেছি, তখন শুনেছি ডলার ভরে ষাটটা সুটকেস পাচার হয়েছে। হেলিকপ্টার! এটাও কিন্তু সত্যি কথা, নির্ভরযোগ্য লোকের কাছ থেকে জেনেছি। দুইখানা হেলিকপ্টার সার্বক্ষণিক রেডি থাকে, যদি একটা কাজ না করে তাহলে যেন আরেকটায় করে পালানো যায়। আমি ভাবলাম যদি দুইটাই অচল করে দেওয়া যায় তাহলে কেমন হয়...

৪| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১:১৩

আরোগ্য বলেছেন: @ভুয়া ভাই কি বাসি খবর আনসেন! এই কথা ঘোষণা হওনের আগেই আমি আপার দরবারে জানায়ে দিসি।


আপা পোস্ট পড়িনি। একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করার জন্য লগইন করলাম।

view this link

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৭

করুণাধারা বলেছেন: এতক্ষণ ভিডিওটা দেখলাম আরোগ্য। এই ভিডিওটার কথা আমার মেয়ে বলেছিল, কিন্তু আমি খুঁজে পাই নাই। লিংক দেবার জন্য অনেক ধন্যবাদ।

গতকাল আগারগাঁওয়ে দেখলাম রাস্তায় বালুর বস্তা দিয়ে ব্যারিকেড তৈরি করা। সাঁজোয়া যানের উপর মেশিনগান তাক করা আর্মি। আমাদের মারতে চাচ্ছে এরা। এই লোকগুলো কি আমাদের মতই বাংলাদেশী?

এই লেখাটা একটা উইশ ফুল থিংকিং। কালকে এমন একটা অত্যাচারের কথা শুনেছি যে আমি কখনো ভাবতেও পারিনি। সেটা শোনার পর এই লেখাটা লিখলাম, আমার জন্য যা অনেক রাত জেগে।

৫| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১:১৪

সামরিন হক বলেছেন: আন্তর্জাতিক ক্রিমিনাল লিস্টে চলে গেছে ।কি যে লজ্জার বিষয় জানি না সে অনুভব করছে কিনা। এত বড় একজন নেতার কন্যার ছিঃ!

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৮

করুণাধারা বলেছেন: আমি এখন উনার লজ্জা নিয়ে ভাবছি না। উনি যা করেছেন তাতে কেবল লজ্জিত হলেই হবে না, এমন কি নিঃশর্ত ক্ষমা চাওয়ার সুযোগও উনি হারিয়েছেন।

৬| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১:২৪

সোহানী বলেছেন: স্বপ্ন যদি ভোরে দেখা হয় তা নাকি সত্য হয় ;)

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪১

করুণাধারা বলেছেন: স্বপ্ন যদি ভোরে দেখা হয় তা নাকি সত্য হয়

এটা একটা wishful thinking. আমি শুনেছি দুটো হেলিকপ্টার সব সময় রেডি থাকে যেন পাঁচ মিনিটের নোটিসে উড়াল দিতে পারে। ‌একটা standby, যদি কোন কারণে একটাতে গোলযোগ দেখা যায় তাহলে অপরটি যেন ব্যবহার করা যায়।

যদি পালানোর সময় দুটোই অচল হয়ে যায়, খুব ভালো হয় তাহলে...

৭| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৩:০৪

শ্রাবণধারা বলেছেন: করুণাধারা আপু, গল্প ভালো লেগেছে।

তবে দেখা যায় স্বৈরাচারের হেলিক্প্টেরের ফিউল ট্যাঙ্ক অক্ষতই থাকে আর সেটা সময় মতো আকাশেও ওড়ে!
আমজনতার গাড়ির চাকাই শুধু পাংচার হয়, স্টার্টও নেয় না সময় মতো, আবার অসময়ে ধপ করে ইন্জ্ঞিন যায় বসে!

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫০

করুণাধারা বলেছেন: রাতে ঘুমাতে পারছিলাম না তাই এটা লিখলাম। ভালোলাগার জন্য ধন্যবাদ শ্রাবণধারা।

তবে দেখা যায় স্বৈরাচারের হেলিক্প্টেরের ফিউল ট্যাঙ্ক অক্ষতই থাকে আর সেটা সময় মতো আকাশেও ওড়ে!

এমন হবার সম্ভাবনা শতকরা ৯৮ ভাগ। তবু আমি আশা রাখি, এত মানুষের প্রতি এত অন্যায় করা হয়েছে তার প্রতিফল কিছু তো পেতেই হবে। ‌ এতদিন ঘরে একা বসে youtube এর খবর ভরসা ছিল, গতকাল বিদেশাগত একজন আত্মীয়ের সাথে দেখা করতে গিয়ে অনেকের সাথে দেখা হল। সেখানে অত্যাচারে যেসব বর্ণনা শুনেছি, সেসব শোনার পরে স্তম্ভিত হয়ে গেছি, তারপর শুরু হয়েছে মাথা ব্যথা। যাবার পথে রাস্তায় দেখেছি বালির বস্তার দেয়াল, অত্যাধুনিক সাঁজোয়া যানের উপরে মেশিন গান তাক করে রেখেছেন সৈনিক। অবাক ব্যাপার হলো, যাদের চিরকাল দেখেছি আওয়ামীলীগকে সমর্থন করতে, গতকাল দেখলাম তারা তীব্রভাবে আওয়ামী লীগের এই খুনাখুনির বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করছেন।

৮| ০৩ রা আগস্ট, ২০২৪ ভোর ৪:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:

এই স্বপ্ন কখনোই সফল হবে না।

একটি নেতৃত্বহীন নেতাহীন অস্পষ্ট দাবীর আন্দোলন।
কিভাবে সফল হবে।
এমন একটি আন্দোলন যার নেতারা নেতৃত্বরা নিজেদের পরিচয় দিতে ভয় পাচ্ছে। এতই ঘৃণিত দুটি দল যে স্বনামে বেনামে সমর্থন দিতেও পর্যন্ত ভয় পাচ্ছে।
মূল দাবি, মূল একটি দাবি কোটা দাবি অনেক আগেই মিটে গেছে।
এখন ওদের মূল স্লোগান একটাই ভুয়া ভুয়া।
আসলেই বাস্তবে একটা ভুয়া আন্দোলন
তাহলে এই দাবির আন্দোলন সফল হবে কিভাবে। যেখানে কোন স্পষ্ট দাবিই নেই।

অযথা হই হট্টগোল হবে মানুষ কিছু মরবে। মারবে।
কিন্তু এই অস্পষ্ট দাবির আন্দোলন কখনোই সফল হবে না।

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৬

করুণাধারা বলেছেন: আন্দোলনটা ছিল অহিংস, স্বতঃস্ফূর্ত এবং বৈষম্য বিলোপের পক্ষে। আন্দোলন দমানোর চেষ্টা করা হলো সহিংসভাবে, অনেকগুলো প্রাণ ঝরে গেল। তখন এই সহিংসতার বিচার চাইলো আন্দোলনকারীরা, কিন্তু দমননীতির সমর্থকরা এতে আরো সহিংস হয়ে আরো মানুষ মারতে লাগলো... বলতে লাগলো আন্দোলনকারীদের কোটার দাবি পূরণ হয়েছে তারা যেন ঘরে ফিরে যায়। কিন্তু এত রক্ত মাড়িয়ে আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে এটা যারা ভেবেছেন তারা খুব ভুল ভেবেছেন। এখন পুরো বাংলাদেশ এদের পক্ষে। এদের দমন করতে কোটি কোটি বুলেট দরকার।

নেতৃত্বহীন এই আন্দোলনকে গত ১৫ দিনের কারফিউ দিয়ে, সৈন্য নামিয়ে একবিন্দুও কমাতে পারেনি বরং প্রতিদিন নাগরিক সমাজের নতুন নতুন অংশ আন্দোলনে যোগ দিচ্ছেন।

৯| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:০০

অক্পটে বলেছেন: মুদির পোষা হাসিনা
তোমায় ভালবাসিনা

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৬

করুণাধারা বলেছেন: তোমার দুহাত রক্তে লাল
থাকবে না তাই বেশি কাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.