নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয়বক্তা।

অন্তর্জাল পরিব্রাজক

অসাধারণ নই, সাধারণ এক মানুষ।

অন্তর্জাল পরিব্রাজক › বিস্তারিত পোস্টঃ

নিজ ভাষা-সংস্কৃতির প্রতি হেয় দৃষ্টিভঙ্গি তবে কি আমাদের এক শ্রেণীর বাঙালীর মজ্জাগত?

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৯



দেশী ভাষা বিদ্যা যার মনে ন’ জুয়ায়
নিজ দেশ ত্যাগি কেন বিদেশ ন’ যায়।
কথাগুলো সপ্তদশ শতকের কবি আব্দুল হাকিমের। তাঁরই একটি কবিতা থেকে নেয়া যেটা আমরা নবম শ্রেণীতে পড়ে এসেছি। মাঝে মাঝে আশ্চর্য লাগে যে সেই ৩০০ বছর আগেও আমাদের এক শ্রেণীর বাঙালীর মধ্যে খোদ নিজের ভাষার প্রতি একটা হেয় দৃষ্টিভঙ্গি তখনো ছিল। নিজ ভাষা-সংস্কৃতির প্রতি হেয় দৃষ্টিভঙ্গি তবে কি আমাদের মজ্জাগত? ভাষা আন্দোলনের কথা না হয় নতুন করে নাই বা বল্লাম, পাকিস্তান আমলে আরবি হরফে বাংলা লেখা চালু করার চেষ্টা করেছিলেন অনেক বাঙালী, তাদের মধ্যে যুক্ত ছিলেন আবুল মনসুর আহমেদের মতো মানুষও। সেই উদ্যোগ এখনো কোনও কোনও বাঙালী মুসলমান সমর্থন দিয়ে বেড়ান। সে সময় অর্থাৎ পাকিস্তান আমলে অনেক বাঙালী মুসলমান খুব দৃঢ়ভাবে এই আরবি হরফে বাংলা লেখা যে শুধুমাত্র সমর্থন করেছিলেন তা নয়, প্রচুর পরিমানে আরবি-ফারসি শব্দ এনে বাংলাকে “খাঁটি মুসলমানি ভাষা”তে রূপ দেয়ার প্রচেষ্টাও চালিয়েছিলেন কেউ কেউ, যেমন কবি ফররুখ আহমেদ। এরা কিন্তু বাংলারই সন্তান, বিদেশী কেউ নন। এখনো স্বাধীনতার এতো বছর পরও আমরা বাংলাকে সর্বস্তরে চালু করতে পারিনি। বাংলা হিন্দুর ভাষা, মালাউনি ভাষা এগুলো এতকাল পরও হঠাৎ হঠাৎ কানে আসে। অধুনা বাংলাদেশেও এক শ্রেণীর বাঙালীর মধ্যে বাংলার চেয়ে ইংরেজির জনপ্রিয়তা বেশী দেখা যায়। কেউ কেউ আবার রীতিমতো লজ্জাবোধও করে বাংলায় কথা বলতে। আবার ওদিকে পশ্চিম বাংলায় বাংলা বলাটাই নাকি দিন দিন উঠে যাচ্ছে। বাংলার চেয়ে হিন্দির জনপ্রিয়তা সেখানে বেশী। সেখানে বাঙালীরা দিনি দিন হিন্দির কাছে লীন হয়ে যাচ্ছে। আমাদের দু পাড়ের বাংলাতেই খোদ বাঙালীদের এক শ্রেণীর মধ্যে বাংলার প্রতি একটা অবহেলা বা তাচ্ছিল্যের মনোভাব বেশ প্রকটভাবে দৃশ্যমান। দুনিয়াতে আর কোনও জাতি আমাদের মতো এরকম কিনা জানিনা। অথচ এই আমরাই আবার এই ভাষার জন্য লড়াই করেছি, জীবন দিয়েছি। অনেক অপমান আর লাঞ্ছনা সহ্য করেছে বাংলা ভাষা, যেই অপমান আর লাঞ্ছনার একটা বড় কারণ খোদ বাঙালীরাই। এটা খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:



বাংলা ভাষার জন্য কেহ লান্চনা ভোগ করেননি; '৫২ সালের হত্যাকান্ড ছিল পাকী সরকার ও ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের অদুর্দশিতা ও সম্যক জ্ঞানের অভাবের সাক্ষী

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:

টাইপো:

*অদুরদর্শিতা

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: আমি আমার দেশ এবং মায়ের ভাষাকে শ্রদ্ধা করি।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৪

নেওয়াজ আলি বলেছেন: ভাষাকে শ্রদ্ধা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.