নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে বিজ্ঞান শিক্ষা, মানুষের মধ্যে বিজ্ঞান নিয়ে চর্চা এবং তাদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার ক্ষেত্রে এক বিশাল রকমের সমস্যা হচ্ছে এইসমস্ত পত্র পত্রিকার এই সমস্ত ফালতু আর ফাতরামি মার্কা খবর... প্রায়ই দেখি এ ধরণের পত্র পত্রিকায় খবর আসে "বিজ্ঞানীরা বলেছেন অমুক দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে", "নাসা বলেছে অমুক দিন গ্রহাণু আছড়ে পড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে পৃথিবীতে", "বিজ্ঞানীরা বলেছেন তারা নাকি ভবিষ্যতে নাকি মানুষের আর মৃত্যু হবে না" এই টাইপের যাচ্ছেতাই মার্কা খবর... এইসব সাংবাদিকরা জানে যে এই ধরণের খবরে মানুষ আকৃষ্ট হবে, তাদের খবরগুলো পড়ে দেখবে তাদের ভিউ বাড়বে, টি আর পি বাড়বে ইত্যাদি ইত্যাদি, এসব কারণে তারা কোনও নির্ভরযোগ্য সোর্স না দিয়েই এ জাতীয় খবর অবলীলায় ছেপে দেয় পত্রিকায়... যেটাকে হলুদ সাংবাদিকতার নোংরা দৃষ্টান্ত না বলে পারা যায়না... এইসব সাংবাদিক বা পত্রিকাওয়ালারা কখনোই ভেবে দেখেন না এতে করে মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার ক্ষেত্রে তারা কতো বড় ক্ষতি করে চলেছেন তাদের খবরের কাটতি বাড়াতে গিয়ে... এসব খবর বিজ্ঞানকে মানুষের কাছে খেলো করে তোলে, বিজ্ঞান আর বিজ্ঞানীদের অবিশ্বাস আর হাসির পাত্র করে গড়ে তোলে... আমরা ভেবেও দেখার প্রয়োজন বোধ করিনা যে যারা সত্যিকারের বিজ্ঞানচর্চা করেন, যারা বিজ্ঞানী এবং গবেষক তারা তাদের কাজে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা করে কষ্ট সহ্য করে চলেছেন প্রতিনিয়ত... কিন্তু তাঁদের সমস্ত ত্যাগ তিতিক্ষা মানুষের কাছে এসে হাসির বস্তু আর অবিশ্বাসের বস্তু হয়ে দাঁড়াচ্ছে... সেটা হওয়ার জন্য এই জাতীয় খবর আর এই সমস্ত পত্র পত্রিকা ভীষণভাবে দায়ী।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: পত্রিকা গুলোর করুন পরিনতি। ইনকাম অনেক কম। খরচ উঠে না। তাই তারা মাঝে মাঝে ভুলভাল শিরোনাম দিয়ে উঠে দাড়াতে চেষ্টা করে।