![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি দরকার ছিলো এতো কষ্ট করে আমার প্রোফাইলে আসার??? .. .. এসে যখন পরছেন তখন কিছু জেনে যান>>>>> .. interne Use করা আরম্ভ করি ২০১১ এর শেষের দিকে... দিনের বেশির ভাগ সময় এখানেই কাটায়। বন্ধুদেরকে আনন্দ দিতে ভালবাসি এবং নিজেও উপভোগ করি। .. .. ₪ নাম : মো: ইযাছিন আরাফাত। ফেইক নাম :মো : কমুনা ( কিন্তু ) ₪ পিতার নামঃ আব্বা!! ₪ মাতার নামঃ মা!!! ₪ গার্ল ফ্রেন্ডের নামঃ বিয়ার পরে কমু? ₪ ধর্মঃ ইসলাম! ₪ স্থায়ী ঠিকানাঃ আছে একটা হয়ত, কিন্তু নিজের না! ₪ বর্তমান ঠিকানাঃ ঘরের চার পাশ,স্থায়ী ঠিকানা! ₪ জাতীয়তাঃ বাংলাদেশী! ₪ ভাষাঃ কি কই বুঝি না কিছু! ₪ শখ - রাতে হাঁটা, জোছনা দেখা, গল্প করা! ₪ প্রিয় রং- কালো ! পড়ালেখা:>তেমন ভাল লাগে না। তবে বেশি চাপ থাকলে না পরে উপাই নাই। কাজঃ মনের বিরুদ্ধে কনো কাজ করি না। মন যা চাই তাই করি। স্বভাব:>কিছুটা চঞ্চল টাইপের। ... খেলাধূলা:>২বছর আগ থেকে ছেড়ে দিছি। তবে দেখে আনন্দ পাই। Singer:>আমি নিজে ! Δ আমি হারতে চাইনা, হয়তো তাই বারে বারে পরাজিত! Δ শূন্যতা ও অপ্রাপ্তির খাতায় সাদা পাতা নেই! Δ ঘুমাতে ভালবাসি! Δ ভোরে ঘুম ভাঙ্গে না! Δ স্মার্টনেস বলে কিছু নাই আমার মাঝে! Δ অকারনে হাসি! Δ অগোছালো ধরনের!
কখন আসবে সেই দিন?যে দিন কারো মনে হিংসা থাকবে না|
অহংকারের কারনে মানুষের মধ্যে থেকে মনুষত্ব্ বিলুপ্ত হবে না|
অন্যায়ের প্রতিবাদ গরজে উঠবে সবার মাঝে|সবার মধ্যেই
প্রিতি আর ভালোবাসার জন্ম নেবে|পৃথিবীর সকল মানুষের
মাঝে বৃষ্টির মতো নেমে আসবে শান্তি|কবে আসবে সেই স্বপ্নের
দিনগুলো??????
©somewhere in net ltd.