নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরে স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়! আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে; সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়। -জীবনানন্দ দাশ

কুশন

আমার জন্ম ফরিদপুরের সালতা গ্রামে। বর্তমানে আমেরিকা প্রবাসী। আমার বাবা একজন কৃষক। বাবার সাথে বহুদিন অন্যের জমিতে কাজ করেছি।

কুশন › বিস্তারিত পোস্টঃ

একজন প্রকৃত জ্ঞানী মানুষের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে বই

২২ শে আগস্ট, ২০২১ রাত ১:১৮



বই পড়াটা আপনার উন্নতির জন্য সবচেয়ে শর্টকাট রাস্তা। একটা টাই, একটা স্যুট, একটা ব্র্যান্ডেড শার্টের চেয়ে একটা ভাল বই আপনাকে বেশি স্মার্ট করবে। বই পড়া স্বাভাবিকভাবেই মানুষকে স্মার্ট করে, বয়স কমিয়ে দেয়। বই পড়া আপনার দুঃশ্চিন্তাকেও কমিয়ে দেয়। মানুষের সবচেয়ে ভালো বন্ধু- বই। তবে যে কোনো বই পড়ার চেয়ে, খোজ খব্র নিয়ে ভালো বই পড়তে হবে।

বিভূতিভূষণের চাঁদের পাহাড় কিংবা হেমিংওয়ের ওল্ড ম্যান এ- দ্য সী পড়তে বসুন। দেখুন, আপনার দুশ্চিন্তা-দূর্ভাবনা কখন কোথা দিয়ে পালিয়ে গেছে আপনি টেরও পাবেন না। আমি প্রতিদিন যতই ব্যস্ত থাকি না কেন- কমপক্ষে এক ঘন্টা বই পড়ি। আমার বিছানার পাশে সব সময় বই থাকে। রাতে ঘুমানোর আগে কয়েক পাতা পড়ে ঘুমোই।

বিশ্বের মাদক ব্যবসায়ী ও নারী পাচারকারীর হাতে বই তুলে দিতে পারলে হয়তো পুরো চিত্রটাই পাল্টে যেতো। অনেকে বলেন, পড়ব কিভাবে, সময় পাই না! আরে ভাই, টিভি দেখার সময় থাকলে বই পড়ার সময় থাকবে না! মোবাইলে গেমস খেলার সময় আছে, ফেসবুকে পড়ে থাকার সময় আছে আর আসল বুক খুলে দেখার সময় নাই!

পড়তে পড়তে পাঠক হোন, পাঠক থেকে লেখক হোন। পড়তে পড়তে যদি এমন মনে হয় যে, পৃথিবীতে এমন বিষয়ও আছে যা নিয়ে কোন বই লেখা হয়নি, তাহলে নিজেই সেটা লিখে ফেলুন। আপনার তিনটা প্রিয় বইয়ের নাম বলুন। আমি পড়তে চাই। যে কোনো বিষয় হতে পারে। আমার প্রিয় বই এবং প্রিয় লেখকের সংখ্যা অনেক।

আমি বাংলাদেশের লেখকের বইয়ের চেয়ে কলকাতার লেখকদের বই পড়ে বেশি আরাম পাই। বর্তমানে দেশে কারা ভালো লিখছেন? তাদের নাম কি? বাংলাদেশে একজনই ওস্তাদ লেখক ছিলেন- হুমায়ূন আহমেদ। নাটক সিনেমা এবং গল্প উপন্যাসে তার সমতুল্য আর কেহ নেই। পুরো বাংলাদেশ গর্ব করতে পারে এমন একজন লেখক তিনি।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আগে খুব বই পড়তে পারতাম।

আজকাল কেন যেন পারি না। গত ৪ বছরে একটি বইও পড়ে শেষ করতে পারিনি।

প্রয়াত হূমায়ুন আহমেদ ছাড়া ডঃ জাফর ইকবাল খুব ভালো লিখেন। ডঃ আসিফ নজরুলের লেখার ধরণও মজার।

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫২

কুশন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২২ শে আগস্ট, ২০২১ রাত ২:০৯

চাঁদগাজী বলেছেন:


হাদিস পড়লে বেহেশতে যেতে পারবেন।

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫২

কুশন বলেছেন: বেহেশত দোজকে আমার বিশ্বাস নেই।

৩| ২২ শে আগস্ট, ২০২১ ভোর ৫:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনিও তো সাহেদ জামালের মত অনেক বই পড়েন।

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৪

কুশন বলেছেন: শাহেদ জামাল কে?
বিদেশে আশার সময় অনেক বই নিয়ে এসেছিলাম। ঘুরে ফিরে সেই বই গুলোই পড়ি। তাছাড়া বই পড়ার খুব একটা সময় পাই না।

৪| ২২ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩২

ইসিয়াক বলেছেন: বই পড়া ভালো অভ্যাস।

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৫

কুশন বলেছেন: বাজে লোকদের সাথে মেশার চেয়ে বই পড়া ভালো।

৫| ২২ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বই পড়ার বিকল্প অন্য কিছু নেই। যখন যেটা পাই সেটা সেটাই পড়ি।

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৬

কুশন বলেছেন: সবচেয়ে ভালো হয় বই কিনে পড়লে।

৬| ২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৯

ফয়সাল রকি বলেছেন: অস্ত্র শব্দটা শুনলে বইয়ের কথা কখনো মাথায় আসে না! এটাই এখন বড়ো সমস্যা!!

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৬

কুশন বলেছেন: হ্যাঁ এরকমও হতে পারে।

৭| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১১:১১

শেরজা তপন বলেছেন: হুমায়ুন আহমেদের ছেলে 'নুহাশ এর
~সিন্সিয়রলি ইয়োর ঢাকা- ফিল্মটা দেখেছেন?

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫১

কুশন বলেছেন: না। দেখি নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.