নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
সরকারি টিকাদান কর্মসূচি তে বক্তৃতা শেষে 'জয় বাংলা ' স্লোগান দেয়ায় বাগেরহাটের সিভিল সার্জন জালাল উদ্দীন আহমেদ কে ওএসডি করা হয়েছে।বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৷ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতনের জন্য যারা রাস্তায় নেমেছিল তাদের অনেকের মুখে স্লোগান ছিলো ' ইনকিলাব জিন্দাবাদ'। বিভিন্ন ধরণের স্লোগান আমাদের মধ্যে টনিকের মতো কাজ করে, জোশ বাড়িয়ে দেয়। ঠিক একই ভাবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিকামী মানুষ কে অনুপ্রেরণা দিতে বাম পন্থী ছাত্র সংগঠন স্লোগান দেয় ' জয় বাংলা '। ধীরে ধীরে এই স্লোগান বাংলাদেশের মানুষের জাতীয় স্লোগানে পরিণত হয়।
৷৷ বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার পিছনে ছাত্রলীগের অবদান অপরিসীম। দুঃখের বিষয় ছাত্রলীগ এবং তার মাদার সংগঠন আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পেতে সাধারণ মানুষকে রাস্তায় নামতে হয়। 'জয় বাংলা' স্লোগানটি জনমানুষের স্লোগান হিসাবে শুরুর দিকে উচ্চারিত হলেও সুচতুর ভাবে আওয়ামী লীগ এই স্লোগানটিকে দলীয় স্লোগানে রুপ দেয়।তারা স্লোগান দিতে শুরু করে ' জয় বাংলা, জয় বঙ্গবন্ধু '। এতে বিরোধী দলের অনুসারীদের নিকট ' জয় বাংলা ' স্লোগান টি দলীয় স্লোগান হিসাবে অধিক পরিচিতি পায়। ক্ষমতার পালা বদলের সাথে স্লোগান ও পরিবর্তন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ' জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ' শোনা যায় এবং বিএনপি ক্ষমতায় আসলে ' বাংলাদেশ জিন্দাবাদ ' স্লোগানে চারদিক মুখরিত হয়ে উঠে।
৷ সাধারণ মানুষের মধ্যে স্লোগান নিয়ে আলোচনা এবং তর্ক -বিতর্ক তেমন হতে দেখা যায় নি। কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন হয় নি। দৈনন্দিন চাহিদা মেটাতে যেখানে হিমশিম খেতে হয় সেখানে স্লোগান নিয়ে কারো মাথা ব্যথা নেই।
৷ সময়ের পরিক্রমায় 'জয় বাংলা' স্লোগান টি এখন ভিন্ন অর্থ ধারণ করেছে। একজন সোশ্যাল ইনফ্লয়েন্সার খুব সম্ভবত ' জয় বাংলা' স্লোগান টি সবকিছু ধ্বংস করে দেয়া অর্থ বুঝাতে ব্যবহার করেছেন। মূলত আওয়ামী দুঃশাসনের আমলে ' জয় বাংলা ' স্লোগানকে নেগেটিভ অর্থ এ জনগণের কাছে উপস্থাপন করেছেন। সাধারণ মানুষ এখন ' জয় বাংলা ' স্লোগান দিলেই আপনাকে কোন বিশেষ রাজনৈতিক দলের দালাল হিসাবে ধরে নিতে পারে।
'জয় বাংলা ' স্লোগানের এমন করুণ পরিণতি তে চিল্লায়া কন - ইন্না-লিল্লাহ।
০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: স্লোগান দিয়ে পিডা খাওয়ার মতো অপরাধ করেন নি। আপনার পিডানোর শখ থাকলে বাগেরহাট চলে যান।
২| ০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ৯:০২
বীর_পুরুষ বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। এই দু'টোকেই জাতীয় স্লোগান করলে কেমন হয় ?
০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:০৯
সৈয়দ কুতুব বলেছেন: দেখেন যা ভালো মনে করেন।
৩| ০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
চেঙ্গিস খান ওদের আচরণ দেখলে ঘোড়া উপহার দিয়ে পেছনে থাকতে বলতো।
০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:০৯
সৈয়দ কুতুব বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ
৪| ০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ১১:০৮
কামাল১৮ বলেছেন: এটা বাঁক স্বাধীনতার উপর চরম হস্তক্ষেপ।
০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ১১:২৫
সৈয়দ কুতুব বলেছেন: যাদের সামনে বক্তব্য দিয়েছে তাদের প্রবলেম নাই কিন্তু খুব চেতনায় আঘাত লেগেছে রাজনৈতিক দল গুলোর!
৫| ০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ১১:৪২
বিষাদ সময় বলেছেন: আওয়ামীলীগ গত ১৫ বছরে ধরে জয় বাংলার সাথে জয় বঙ্গন্ধু এ্যড করেছে। যা খুবই বিরক্তিকর এবং অন্যায়।
কিন্তু ৭৫ এর পট পরবর্তন এর পরেই তো জয় বাংলা স্লোগান পরিত্যাক্ত হয়েছে। পাকিস্তান আমল থেকে আমাদের রক্তে মিশে থাকা জিন্দবাদ স্লোগান আমরা আত্মস্থ করেছি।
০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১২:১৩
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে জুতার ফিতা হতে শুরু করে স্কুল কলেজের নাম কি হবে তা নিয়ে রাজনীতি হয়! স্লোগান কোনো ব্যাপার না।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওর পচ্চাৎদেশে অতি উচ্চমার্গের উত্তম মধ্যম দেওয়া দরকার।
০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৮
সৈয়দ কুতুব বলেছেন: লঘু পাপে গুরু দন্ড দেয়া কি ঠিক হবে?
৭| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জয় বাংলার দিন শেষ
ইনকিলাব জিন্দাবাদের বাংলাদেশ
০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ৮:৩০
পুরানমানব বলেছেন: ঐডারে পিডাইনি ?