নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া ভালো, সংস্কারের পর নির্বাচন!

১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩২


অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম সময় হওয়া উচিত। নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংস্কারের গতিই সিদ্ধান্ত দেবে কত তাড়াতাড়ি নির্বাচন হবে।

উল্লেখ্য, জলবায়ু বিষয়ক কপ২৯ শীর্ষ সম্মেলনে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন ড. ইউনূস। তার এক ফাঁকে ক্ষুদ্রঋণের জনক ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস ওই সাক্ষাৎকার দেন।

তিনি বলেন, দেশকে তিনি একটি গণতান্ত্রিক ভোটের পথে নিয়ে যাবেন। তিনি আরও বলেন, আমরা এই প্রতিশ্রুতিই দিয়েছি। প্রতিশ্রুতি দিয়েছি যে, যত তাড়াতাড়ি আমরা প্রস্তুত হবো,তত তাড়াতাড়ি নির্বাচন হবে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনা করবে। দ্রুততার সঙ্গে সম্ভাব্য সাংবিধানিক সংস্কার, পাশাপাশি সরকার, পার্লামেন্ট এবং নির্বাচনী আইনের ধরনের বিষয়ে দেশকে দ্রুতই একমত হতে হবে।

ড. ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার। ফলে আমাদের মেয়াদ যতটা সংক্ষিপ্ত সম্ভব তা হওয়া উচিত।

ছাত্রদের নেতৃত্বে ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয় ড. ইউনূসকে। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথার বিরুদ্ধে রাস্তায় নামেন লাখো লাখো ছাত্র জনতা। তাতে শেখ হাসিনার ১৫ বছরের ক্ষমতার তখন উড়ে যায়। এতে নিহত হন কমপক্ষে ১৫০০ মানুষ। তারপর ৫ই আগস্ট তিনি পালিয়ে ভারতে চলে যান। এরপর দেশ এক অস্থিতিশীলতার মুখে পড়ে।

ড. ইউনূস বলেন, স্থিতিশীলতা নিয়ে যেকোনো সরকার সচেতন থাকে। আমরাও আছি। আমরা আশাবাদী- এটা চিহ্নিত করে আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ করতে পারবো। বিপ্লবের পর মাত্র তিন মাস সময় পার হয়েছে।

বিডিনিউজ ২৪

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:


অনর্বিাচিত সরকার কোন সংস্কার ফংস্কার করতে পারে না।
এটা করবে নির্বাচিত সরকার।
তাদের উচিত দ্রুত নির্বাচন দেয়া।
নৈলে তাদের সামনে অনেক বিপদ আছে।

১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মিতা, বিম্পি-হামাতি সবাই বিপদে আছে।

২| ১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৬

ধুলো মেঘ বলেছেন: সংস্কারের কোন উদ্যোগ তো দেখিনা। পুলিশে এই পর্যন্ত কি কি সংস্কার এসেছে?

১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: ভুল জায়গায় ভুল লোক বসানো হয়েছে।

৩| ১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৪

তাবরিযি বলেছেন: ভন্ড নির্বাচিত সরকারের চেয়ে কল্যাণকর অনির্বাচিত সরকারই ভালো আছে। রেমিটেন্সযোদ্ধা ও প্রান্তিক কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর দিকে সরকারের উদাসীনতা অবশেষে যে কেটেছে, এটাইতো অকল্পনিয় ছিলো। অন্য দিকে এ সরকার বিম্পির স্পষ্ট স্বৈরতন্ত্র পুনর্প্রতিষ্ঠার প্রস্তুতি দেখেও না দেখার ভান করার ব্যাপারটা আশঙ্কাজনক।

১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪২

সৈয়দ কুতুব বলেছেন: ইউনুস সাহেব কি করেন দেখা যাক!

৪| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১২

নূর আলম হিরণ বলেছেন: দৌঁড়ে পালানোর জন্য উনাদের আরো কিছু সময় দিতে হবে, সবেমাত্র তিন মাস , এটা পর্যাপ্ত নয়।

১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: আচ্ছা

৫| ১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

জটিল ভাই বলেছেন:
"এতে *নিহত হন কমপক্ষে ১৫০০ মানুষ।" কারেকসন প্লিজ.....

৬| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৬

কামাল১৮ বলেছেন: এরা একটা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে।সেটা করতে যত বছর লাগবে তার আগে এরা ক্ষমতা থেকে নামবে না।

১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪২

সৈয়দ কুতুব বলেছেন: কি পরিকল্পনা? বাঙালি যে উন্মাদ এদের সামনে বিপদ ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না। অধ্যাদেশ জারী হবে না মেবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.