নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

একজন রিজওয়ানা হাসান ও বাংলাদেশের মানুষের অস্বস্তি !

১৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬


রিজওয়ানা হাসান একজন পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মী; একটি এনজিওর দায়িত্বে আছেন। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর তিনি বর্তমান সরকারের পরিবেশ উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। রিজওয়ানার পিতা কি ছিলেন বা তিনি কোন মতের অনুসারী তা নিয়ে বিস্তর গবেষণা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জা ও গুজব লীগ শুরু করে দিয়েছে। এসব কিছু সাইডে রেখে রিজওয়ানা হাসান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর কি কি কাজ করতে চেয়েছেন অথবা করেছেন তা দেখা যাক।

রিজওয়ানা হাসান দায়িত্ব গ্রহণের পর থেকে পলিথিন ব্যাগ বন্ধের নির্দেশ দিয়েছে। পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ। ইহা পঁচে না এবং বিভিন্ন ড্রেন নালাতে ফেলা হলে বর্জ্য নিষ্কাশনে বাধা সৃষ্টি করে। রিজওয়ানার নির্দেশ অনুযায়ী পহেলা নভেম্বর থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একদল মানুষ উনার এই নির্দেশনার বিপক্ষে গিয়ে পলিথিন উৎপাদন ও ব্যবহার করছে। এদের বিরুদ্ধে অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট কে তোপের মুখে পড়ে ফিরে আসতে হয়। বিভিন্ন পলিথিন তৈরির কারখানার শ্রমিক, মালিক ও অংশীজনেরা উচ্ছেদ টিমের সাথে হাতাহাতি ও উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে। তাদের দাবী পলিথিন কারখানা বন্ধ করে তাদের পেটে লাথি দিচ্ছে সরকার। পরিবেশ উপদেষ্টা যখন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন তখন আমলারা কর্মসংস্থানের বিষটি নিয়ে আলোচনা করলে সমস্যা সমাধান করা যেত। কিন্তু আমলারা নিজের পারসোনাল এজেন্ডা বাস্তবায়ন ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবেন না। এর ফলে উচ্ছেদ অভিযান সঠিক ভাবে পরিচালনা সম্ভব হয়নি।

রিজওয়ানা হাসান সেন্টমার্টিনের জীব বৈচিত্র্য রক্ষায় পর্যটক ভ্রমণ নিষিদ্ধ করেছেন। ধাপে ধাপে সেন্টমার্টিনে পর্যটক যেতে পারবে এমন নির্দেশনা দেয়া হয়েছে। এই সিদ্ধান্তের কারণে আবার তিনি সেন্টমার্টিনে বসবাসরত স্থানীয় অধিবাসী ও জাহাজ-হোটেল মালিক দের রোষানলে পড়েছেন। তাদের দাবী সেন্টমার্টিন নিয়ে বিশাল ষড়যন্ত্র হচ্ছে। অন্যদিক্ব পরিবেশ মন্ত্রণালয় বলছে এসব গুজব কান না দিতে। রিজওয়ানা হাসান কে আবার উনার মন্ত্রণালয়ের আমলারা স্থানীয় দের কর্মসংস্থানের ব্যাপারে তেমন কোন পরামর্শ দেন নাই। অখ্যাত কিছু সংগঠন থেকে সেন্টমার্টিনে যেতে না দেওয়ার নির্দেশনা কে দেশ বিরোধী চক্তান্ত বলা হচ্ছে।

রিজওয়ানা হাসান বিমানবন্দর এলাকায় হর্ণ বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছেন। এছাড়া ডিসেম্বর মাস থেকে স্কুল ও কলেজে মোবাইল নিয়ে আসা বন্ধ করার জন্য ক্যাম্পেইন চালানোর ঘোষণা দিয়েছেন। ভবিষ্যতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ কেউ হয়তো দাঁড়িয়ে যাবেন।

রিজওয়ানা হাসান সরকারি নির্মাণে পোড়া ইটের ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছেন। অবৈধ ইটভাটা বন্ধ, যে সব এলাকায় ইট ভাটার কারণে পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে তা বন্ধ করে দেয়া ও পরিবেশ জন্য ক্ষতিকর নয় ব্রিক ফিল্ড নির্মাণে প্রণোদনা দেয়া হবে। ইটভাটা বন্ধ হয়ে গেলে শ্রমিকদের অন্য কোথাও কাজের ব্যবস্থা করে দেয়ার জন্য সরকার থেকে কোন পদক্ষেপ নেয়ার কথা বলা হয়নি। উপদেষ্টার সাথে বৈঠকে আমলারা এসব বিষয়ে বরাবরের মতো নিরব ছিলেন।

রিজওয়ানা হাসান উপদেষ্টা হওয়ার পর সকল জেলার ডিসি দের নির্দেশনা দিয়েছেন দুই মাসের মধ্যে অন্তত ১টি নদী দূষণ মুক্ত করতে। কিন্তু ঘন ঘন ডিসি পরিবর্তনের কারণে কাজের অগ্রগতি হয়নি। নতুন ডিসিরা তাদের কর্মপরিকল্পনা জমা দিয়েছেন।

মূলত বাংলাদেশে কোনো ভালো কাজের পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা কঠিন। আমলাদের অসযোগিতা , কিছু মানুষের স্বার্থহানি ও অপপ্রচারে বছরের পর বছর শুধু কর্ম পরিকল্পনা হাতে নিতে দেখা হয় কিন্তু তা বাস্তবায়ন হতে দেখা যায় না।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমাদের দেশের কিছু মানুষ সত্যিই বদ ধরণের।

১৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৭

সৈয়দ কুতুব বলেছেন: তাদের জন্য কোন ভালো কাজ আলোর মুখ দেখে না।

২| ১৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০২

তাবরিযি বলেছেন: এইযে মোহাম্মদপুরে এতো গুলো সন্ত্রাসী ধরা পরলো তাদেরও তো উপার্যন বন্ধ হয়ে গেল, অবৈধ নিয়োগ পাওয়া অনেকেরি তো পেটে লাথি মেরে চাকরি বরখাস্ত করা হল। আমলারা কি তাদের কর্মসংস্থানের কথা ভেবেছে? এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? ভ্যাঁ ...ভ্যাঁ...
দেশের ছাপাখানা গুলোয় যে এতো পাঠ্যপুস্তকের অর্ডার পড়লো তা কি কোনো কর্মসংস্থান করল না? প্রায় ২০ বছর পর যে চাষিরা পাট চাষে লাভবান হচ্ছে, ক্ষতিকর কাচামাল আমদানি নির্ভরতা কমছে, পরিবেশ পরিচ্ছন্ন হচ্ছে, প্রাজন্মিক এই উপকারকে কি এই প্রজন্মের কম বুদ্ধিমান কয়েকজনের লোভের কাছে হেরে যেতে হবে? এই কয়েকজনের পেটে লাথি মেরে এই শিল্প থেকে তাদের বের করে চাষাবাদে পাঠিয়ে দিলে গোটা একটা জাতি বেচে যাবে। গ্রামে ধান কাটার শ্রমিক পাওয়াই যায় না সেখানে এদের আবার ভাত জুটিয়ে দেয়া লাগবে!

১৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৪

শাহ আজিজ বলেছেন: রিজোয়ানা কিশোরী থাকতেই খুব জেদি আর প্রতিবাদি ছিল । ৭৭/৭৮ সালে আমরা আরও কিছু বন্ধু মিলে বেদম আড্ডা দিতাম । আমরা ভাল বন্ধু ছিলাম । ওর সফলতা কামনা করি ।

১৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১

সৈয়দ কুতুব বলেছেন: সফল হবে বলে মনে হয় না। স্বার্থে আঘাত লাগবে সফল হলে!

৪| ১৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫০

প্রামানিক বলেছেন: দেশ জাহান্নামে যাক নিজের স্বার্থ ঠিক থাকলেই হয়, এই মানসিকতার কারণেই দেশটা এতো পিছনে পড়েছে

১৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: সঠিক বলেছেন।

৫| ১৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২২

রাজীব বলেছেন: আমলতন্ত্র একটা যন্ত্র। আপাতত অনেকেই ভারতের দিকে তাকিয়ে আছে। যখন বুঝবে যে ভারত থেকে কিছু পাবার নেই তখন ঠিক মতো কাজ করবে।

১৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: দেখা যাক!

৬| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:

এই
মহিলা
নিজেকে
বিরাট
নেতা
মনে
করে।

১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১১

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মিতার শরীর কেমন?

৭| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:৩২

কামাল১৮ বলেছেন: ভালো লোক কি ভাবে খারাপ হয়ে যায়।রেজওয়ানা তার উদাহরণ।

১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১২

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে বেশি বেশি এমন ঘটনা ঘটে!

৮| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:১৭

আহরণ বলেছেন: রেজওয়ানা আপা, আপনাকে এখন কালো বোরকা পরতে হবে। । আপনারাই কিন্তু ইসলামিক জঙ্গি জামাত শিবির তালেবানকে ক্ষমতায় এনেছেন। একটু অপেক্ষা করেন @ আপুনি?

১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৩

সৈয়দ কুতুব বলেছেন: ইসলামিক জঙ্গীদের উত্থানে শেখ হাসিনা ও কম দায়ী নয়।

৯| ১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩৯

মুনতাসির বলেছেন: সেন্ট মার্টিন্স এ পর্যটক নিয়ন্ত্রনের কথা এই সরকার আসার আগে থেকেই হয়ে আসছিল। তাও ২ বছর আগে তো হবেই। সৌভাগ্য বা দূভাগ্য ক্রমে, যে ভাবেই হোক, গত মাসে মন্ত্রনালয়ের এক মিটিং এ আমারও থাকার অভিজ্ঞতা হয়েছিল। অনেক আইন আছে আমাদের বা ছিল আগে থেকেই, কিন্তু প্রয়োগ ছিল না। সমস্যা হলো আপনি যখন সেটা প্রয়োগ করতে যাবেন। এখানেও তাই হচ্ছে। উনি হয়তো বাস্তবিক অর্থে কাজটা করতে চাচ্ছেন কিন্তু যে পরিমান দূর্নিতি সেন্ট মার্নিন্স এ আছে তা ছাপিয়ে যেতে পারাটা খুব কঠিন।

আমার একটি লেখাও আছে এনিয়ে। view this link

১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৩

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.