নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ইরানের সরকারের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আত্নহত্যা করলেন একজন মানবাধিকার কর্মী!

১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫০


ইরানের একজন সুপরিচিত মানবাধিকার কর্মী দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আত্মহত্যা করেছেন। সামাজিকমাধ্যমে এক পোস্টে কিয়ানোশ সানজারি জানান যে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার মধ্যেই চার রাজনৈতিক বন্দিকে মুক্তি না দিলে তিনি আত্মহত্যা করবেন। ওই পোস্টের ঘণ্টাখানেক পরেই তার সহকর্মীরা জানান যে, তিনি মারা গেছেন। মৃত্যুর আগে তিনি একটি পোস্টে লিখেছেন যে, তিনি আশা করছেন একদিন ইরানিরা জেগে উঠবে এবং দাসত্বের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসবে।

সানজারি ছিলেন ইরানি নেতাদের কড়া সমালোচক এবং প্রবলভাবে গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ। মৃত্যুর আগে তিনি বলে গেছেন যে, কারও মতপ্রকাশের জন্য তাকে বন্দি করা উচিত নয়।

বেশ কয়েকবছর ধরে ইরানের খোমেনি সরকারের প্রতি তরুণ বয়সী নারী পুরুষ আন্দোলন করছে। ২০২২ সালে একজন নারীকে সঠিক ভাবে হিজাব না পড়ার জন্য গ্রেফতার করা হয়;পরে সে নারী মারা যান।ইরানের নোবেল বিজয়ী নারী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী খোমেনি রেজিমের প্রতিবাদ করায় কারাগারে ৩০ বছরের জন্য সাজা খাটছেন। নভেম্বর মাসের শুরুতে ইরানের আজাদ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী শুধুমাত্র অন্তর্বাস পড়ে ক্যাম্পাসে ঘুরে বেড়িয়েছেন। ইরানের নারীরা হিজাব পড়ার বিরুদ্ধে দিন দিন প্রতিবাদী হয়ে উঠছে।

ইরানের সরকার আইন করেছে, যে আব নারীরা হিজাব না পড়ে বের হবেন তাদের 'মানসিক ক্লিনিকে' নিয়ে চিকিৎসা করানো হবে। মানবাধিকার কর্মীরা এর তীব্র প্রতিবাদ জানায়। কারণ এই ' মানসিক ক্লিনিক' মূলত একধরণের টর্চার সেল যা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনির নিয়ন্ত্রণে পরিচালিত হয়।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৬

মেঠোপথ২৩ বলেছেন: ইরানে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদে মানবাধিকার কর্মীর আত্মহত্যা ইরানের একজন সুপরিচিত মানবাধিকার কর্মী দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 'স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের' বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আত্মহত্যা করেছেন।

এই ঘটনার সাথে হিজাব বিরোধী আন্দোলনের কোনই যোগসুত্র খুজে পেলাম না!!

১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: ইরানের নারী ও পুরুষ সবাই বাকস্বাধীনতা, পোষাকের স্বাধীনতা ও মুক্তচিন্তার জন্য লড়ছেন। ধন্যবাদ

২| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫৫

নান্দাইলের ইউনুছ বলেছেন:

মূল্য মোল্লাতন্ত্র নিপাত যাক।

১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৫

সৈয়দ কুতুব বলেছেন: সহমত!

৩| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:২৬

কামাল১৮ বলেছেন: এটা কোন প্রতিবাদের ভাষা না।

১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৫

সৈয়দ কুতুব বলেছেন: তারা গণতন্ত্র চায় আমরা চায় না। কি অসাধারণ তাই না?

৪| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:০৭

আহরণ বলেছেন: লেখক বলেছেন: ইরানের নারী ও পুরুষ সবাই বাকস্বাধীনতা, পোষাকের স্বাধীনতা ও মুক্তচিন্তার জন্য লড়ছেন। ধন্যবাদ

একদম বলেছেন............. ভাইয়া?

১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৬

সৈয়দ কুতুব বলেছেন: ইরানে অন্যান্য সমস্যাও আছে।

৫| ১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৩

নান্দাইলের ইউনুছ বলেছেন:


খামেনী
নিপাত
যাক।
ব্যাটা
আয়াতুল্লা
খামেনীর
নাতি।

১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৭

সৈয়দ কুতুব বলেছেন: সহমত চাচা।

৬| ১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১

তানভীর_আহম্মেদ বলেছেন: অ্যারন বুশনেল আত্নহত্যার ব্যাপারে আপনার মন্তব্য কি?

১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৫

সৈয়দ কুতুব বলেছেন: আ্যরন বুশনেলের আত্নত্যাগের জন্য তাকে মনে রাখা হবে। যে কারণে তিনি আত্নহত্যা করেছেন সেটা সারাবিশ্বের মানুষের জন্য এখম প্রধান উদ্বেগের বিষয়। ফিলিস্তিন সমস্যা অনেক জটিল পর্যায়ে রয়েছে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর কিছুদিন গেলে তা বুঝা যাবে। আমি নিরপরাধ ফিলিস্তিনের পক্ষে ঠিক যেমন স্বাধীনতা কামী সিরিয়ান নাগরিকের পক্ষে।

৭| ১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৩

মেঘনা বলেছেন: খামেনি শাসিত ইরান পৃথিবীর ক্যান্সার। এরা রাষ্ট্রীয় মদতে হিজবুল্লাহ, হুতি, হামাস, ব্রাদারহুডদের প্রতিপালন করে বিদেশে সন্ত্রাসী হত্যাযজ্ঞ চালানোর জন্য ধর্মের নামে।

১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: ইরানের সহায়তার কারণে সিরিয়াতে বাশার আল আসাদের পতন ঘটাতে পারেনি মুক্তিকামী রা। সুন্নী মুসলিম মেরেছে ইরান। তাদের কে মুসলিম বলতে রুচিতে বাধে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.