নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ সালের পর প্রথমবার পাকিস্তানের কনটেইনার ভর্তি জাহাজ পৌছাল চট্টগ্রাম বন্দরে !

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৫


আগস্ট মাসের পাঁচ তারিখে গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে।। ড.ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করতে আগ্রহী দেখা যাচ্ছে।বিভিন্ন সম্মেলনে পাকিস্তানের ক্ষমতায় আসীন ব্যক্তিদের সাথে ড. ইউনূসের বৈঠক হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির আভাস পাওয়া যায়। তারই প্রেক্ষিতে এনবিআর থেকে ২৯ সেপ্টেম্বর ঘোষণা দেয়া হয় লাল তালিকা থেকে পাকিস্তানের সব ধরণের পণ্য অবমুক্ত করে দেয়ার জন্য। ২০০৯ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অধিকাংশ পণ্য কে রেড লেনে যুক্ত করে আ্যাসাইকুডা পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা হত। মাদক দ্রব্য সহ নিষিদ্ধ পণ্যে কঠোরতা রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও খালাসের ক্ষেত্রে শিথিলতা দেয়া হয়েছে।

নভেম্বর মাসের বারো তারিখে ১৯৭১ সালের পর প্রথম বারের মতো করাচি থেকে কন্টেইনার নিয়ে জাহাজ ভিড় করেছে চট্টগ্রাম বন্দরে।করাচি থেকে কন্টেইনার ভর্তি জাহাজ আসার ঘটনা নিয়ে ব্যবসায়ী মহলে আলোচনা হচ্ছে।দুই দেশের বাণিজ্য বিলিয়ন ডলারের কম। গত অর্থবছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে ৭৪ কোটি ৪৫ লাখ ডলারের পণ্য। আমদানি পণ্যের মধ্যে রয়েছে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল, সুতা-কাপড় ও প্রস্তুতকৃত চামড়া। এছাড়া সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার, ফল, শূটকি ও মেয়েদের থ্রি পিস আমদানি হয়েছে। রপ্তানি শিল্পের মধ্যে রয়েছে কাঁচাপাট, ওষুধ, হাইড্রোজেন পার অক্সাইড, চা ও তৈরি পোশাক। মোট ৬ কোটি ২৪ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা 'ফিডার লাইন্স ডিএমসিসি' এই কন্টেইনার জাহাজ সেবা চালু করেছে যাদের পাকিস্তানের করাচির সাথে ব্যবসা আছে। বাংলাদেশের কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান 'রিজেনসি লাইন্স লিমিটেড ' স্থানীয় প্রতিনিধি হিসাবে যুক্ত হয়েছে যার মালিক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

পানামার পতাকাবাহী জাহাজটির নাম ' উয়ান জিয়াং ফা ঝান'। জাহাজটি দুবাই বন্দর হয়ে আসার পথে একাধিক বন্দরে ভিড়েছিল। চট্টগ্রাম বন্দরে আসার আগে করাচি বন্দরে ভিড়ে। পাকিস্তান থেকে চট্টগ্রাম জাহাজ চলাচলের দুইটি রুট আছে। করাচি থেকে রওনা হয়ে সেগুলি কলম্বো অথবা সিংগাপুরে মাল খালাস করে ফিরে যায়। সেখান থেকে অন্য জাহাজে চট্টগ্রাম পৌছায়।এইবার প্রথম ভারতের সমুদ্রসীমা এড়িয়ে চট্টগ্রাম পৌছায় জাহাজটি। ফলে সেটিতে কি রয়েছে জানে না শ্রীলংকা বা সিংগাপুর কতৃপক্ষ। চট্টগ্রামে ককন্টেইনার খালাসের সময় পাকিস্তানের হাইকমিশনার সেখানে উপস্থিত ছিলেন।

পাকিস্তানের সাথে বাংলাদেশের নৌপথে সরাসরি যোগাযোগে প্রতিবেশী দেশ ভারতের নিরাপত্তা সংস্থা উদ্বিগ্ন! ভারতের উত্তর পূর্বের রাজ্য এবং মায়ানমার চট্টগ্রাম বন্দরের কাছাকাছি হওয়ায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। ভারতীয় বিশেষজ্ঞ দের মতে চোরাচালান ও মাদকের বিস্তার ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। এছাড়া বিচ্ছিন্ন বাদী সংগঠন কে অস্ত্র সরবরাহ করে মায়ামমার ও ভারতের রাজ্যগুলো কে অস্থিতিশীল করার চক্রান্ত করতে পারে পাকিস্তান। ২০০৪ সালে বিএনপি-জামাতের জমানায় চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র ধরা হয়েছিল। সেবার পাকিস্তানের একটি জাহাজ কলম্বো থেকে মায়ানমার হয়ে চট্টগ্রাম বন্দরের প্রবেশ করেছিল। সেটিতে প্রায় দেড় হাজার চাইনিজ অস্ত্র ছিল। ভারতীয় বিশেষজ্ঞরা আরো বলেন পাকিস্তানি জাহাজ চট্টগ্রামে আসা মানেই চোরাচালানের সুযোগ সৃষ্টি হওয়া।

ড. ইউনূস ক্ষমতায় বসার পর থেকেই ভারতের সাথে সম্পর্ক অবনতি ঘটেছে। সরকারের ভিতর অনেক শক্তি রয়েছে যারা ভারত বিদ্বেষী। বিগত বছর গুলোতে ভারতের সাথে শেখ হাসিনার অসম চুক্তির কারণে বাংলাদেশ নানা ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের কারণে মানুষ ক্ষুব্ধ! শেখ হাসিনার পতনের পর ক্রমাগত প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতের কিছু মিডিয়া। অনেকে মনে করছেন ভারতকে চাপে রাখার জন্য হয়তো বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করছে।


মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৮

সোনাগাজী বলেছেন:



জিয়া ক্ষমতায় আসার পর, শুরুতে বিপুল পরিমাণ কাপড় ও সামান্য খাবার পাঠায়েছিলো পাকিস্তান। এরপর, ওরা ব্যবসা করেছে বাংলাদেশ।

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫২

সৈয়দ কুতুব বলেছেন: নিরীহ মানুষ আছে বিপদে!

২| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫১

সোনাগাজী বলেছেন:



পাকিস্তানীরা আফিম ও অন্যন্য মাদক ইউরোপ পাঠানোর জন্য বাংলাদেশকে আগের থেকেই ব্যবহার করে আসছে কৌশলে।

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০১

সৈয়দ কুতুব বলেছেন: পাকিস্তান আর মাসুদ কোনদিন ভালো হবে না।

৩| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এটা ভালো উদ্যোগ।

বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনুযায়ী সবার সাথে বন্ধুত্ব হওয়ার কথা।

পাকিস্তান বাদ থাকবে কেন! পাকিস্তানের সব মানুষ খারাপ এমন হতে পারে না।

বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে যায় এমন যে কোন সিদ্ধান্ত সাধুবাদের যোগ্য।

ভারতের উচিৎ, নিজেদের নিরাপত্তায় বিঘ্ন ঘটছে না এমন কোন কিছুতে বাধা না দেওয়া। তাদেরকে নিজেদের গণ্ডি বুঝতে হবে।

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: ব্যবসা বাণিজ্য করুক সমস্যা নাই।

৪| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৯

সোনাগাজী বলেছেন:



পাকিস্তান এতদিন ভারতের বিপক্ষে একা গলাবাজি করছিলো; এখন ১টা দোসর পেয়েছে।

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০৩

সৈয়দ কুতুব বলেছেন: রাজনীতিবিদ দের গাফিলতির কারণে এমন সুযোগ পাচ্ছে।

৫| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




পাকিস্তান একঘরে নয়। সেখানে অনেক বহুজাতিক কোম্পানি ব্যবসা করছে। এছাড়া আরবের সাথে ভালো লিংক আছে তাদের।

পাকিস্তানে যেসব বহুজাতিক কোম্পানি কাজ করছে-

Unilever Pakistan
Nestle Pakistan
Coca-Cola Pakistan
Samsung Pakistan
Microsoft Pakistan
Philips Pakistan
KFC Pakistan

ভারতের সাথে ব্যবসা করা গেলে, পাকিস্তানের সাথে করা যাবে না কেন!!!

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০৬

সৈয়দ কুতুব বলেছেন: ব্যবসা বাণিজ্য তো ভালো জিনিস। সমস্যা নাই।

৬| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৮

শিশির খান ১৪ বলেছেন: সোনাগাজী ঠিক বেঠিক যাই কোক আপনি খালি তাল মিলান দারুন পলিসি নিছেন। এটা তো ভালো খবর শেয়ার করলেন আমিও পাকিস্তানের জাহাজের খবর অনুসরণ করতেছিলাম এটা এখন থেকে নিয়মিত আসবে। এতে নতুন কি কি ব্যবসা শুরু হতে পারে ? কন্টেইনার ভইরা পাকিস্তানের শান মশলা নিয়া আসতে হবে।

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:০৫

সৈয়দ কুতুব বলেছেন: সবাই যার যার মতো লিখুক। আপনার আজকের টপিক টা অনেক মজার!

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:০৬

সৈয়দ কুতুব বলেছেন: শান মশলা আনলে বলিয়েন। রান্না ভালো হয় এই মশলায়।

৭| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে ৩৭০ একক কনটেইনার নামানো হয় বন্দরে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে ২৯৭ একক কনটেইনার। সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে ৭৩ একক কনটেইনার।

জাহাজ কন্টেইনার নামিয়ে দিয়ে খালাস হয়ে গেল জাহাজ চলে গেল চলে গেল মঙ্গলবার।
সবকিছু দ্রুততার সাথে।
পাকিস্তানের সাথেএখন বাণিজ্য অনেক কম। এরপরেও কেন সরাসরি জাহাজসেবা চালু হলো?
প্রথম আলোর এ প্রশ্নে ব্যবসায়ীরা জানান, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে পণ্য আমদানিতে কড়াকড়ি শিথিল করা হয়েছে।
আগে দেশটির পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর কনটেইনার ওপেন করে শতভাগ কায়িক পরীক্ষা, মানে ভালভাবে তল্লাসি করা করা হতো। কিন্তু অজ্ঞাত কারনে গত ২৯ আগস্ট এক প্রজ্ঞাপনে সরকার তা তুলে নিয়েছে। অর্থাৎ পাকিস্তানি জাহাজের পণ্য এখন আর তল্লাসি করা হবে না।

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:০৫

সৈয়দ কুতুব বলেছেন: কি কি আনা হয়েছে তা মিডিয়াতে এসেছে। দেখে নিন। ধন্যবাদ।

৮| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
মিডিয়াকে এখন আর বিশ্বাস করা যায়?
আগে একমাত্র বিটিভিতে বাতাবি লেবু ফলত। এখন সবগুলোই ..।

পাকিস্তান থেকে আসা কন্টেইনার তল্লাশি করে নিউজ করতে পারে সন্দেহে অগ্রিম সতর্কতা হিসেবে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা ওয়ালিদ হোসেন এবং মোঃ রাসেল কে বদলি করা হয়েছিল৷
বৈধ ্মালামাল হলে ওদের বদলি করা হল কেন!

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: এটা আমিও শুনেছি। বাংলাদেশের কোম্পানি তো সাবের হোসেন চৌধুরীর! তার সাথে যোগাযোগ করে দেখেন। সাধারণত মানুষের কিছু করার নাই। রাজনীতিবিদেরা খারাপ কাজ করবে তার ফলাফল ভোগ করতে হবে সাধারণ মানুষকে!

৯| ১৭ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:৩৯

নান্দাইলের ইউনুছ বলেছেন:

ঢাকার মিডিয়া সবগুলো ইউনুছ ভাই ছাহেব কিনে নিয়েছেন।

১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৮

সৈয়দ কুতুব বলেছেন: তাই?

১০| ১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৬

মেঘনা বলেছেন: ২০০৯ সালের আগে করাচি চট্টগ্রামের ডাইরেক্ট যোগাযোগ ছিলোনা কেন?

আমার মনে হয়না এটা রাজনৈতিক সিদ্ধান্ত, বরং অন্তর্জাতিক জাহাজ পরিবাহনের বাণিজ্যক বিষয়।

ভারত বিদ্যেষীরা লাফালাফির নতুন ইস্যু পাইলো।

১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪০

সৈয়দ কুতুব বলেছেন: ভারত বেশি উদ্বিগ্ন দেখাচ্ছে। সরাসরি কনটেইননার জাহাজ আসতো না।

১১| ১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫১

নতুন বলেছেন: র, ২০২৪ রাত ১০:৫৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে ৩৭০ একক কনটেইনার নামানো হয় বন্দরে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে ২৯৭ একক কনটেইনার। সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে ৭৩ একক কনটেইনার।


ভাই আসল তথ্য হইলো ১ টা কন্টেনার কোন চেকিং ছাড়াই সরাসরি শেখ হাসিনার জন্য ভারতের উদ্দেশ্যে রওয়া দিয়েছে। ;)

কি আছে সেই কন্টেনারে? জাতী জানতে চায়।

১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৮

সৈয়দ কুতুব বলেছেন: এসব বলে লজ্জা দিবেন না পিলিজ!

১২| ১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০০

কিরকুট বলেছেন: নিউজ টা একদম ভুল । বলতে পারেন ৭১ পরবর্তি সময়ের পর সরাসরি পাকিস্থান থেকে কোন জাহাজ প্রথম বাংলাদেশে নোঙর করলো । বাংলাদেশের সাথে পাকিস্থানের ব্যবসায়ী কার্যক্রম আগেও ছিলো তখন জাহাজ ঘুরে আসতো । এই যা পার্থক্য ।

১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: নিউজ টা একদম ভুল নয়। ব্যবসা আগে কিভাবে চালু ছিলো তা পোস্টে উল্লেখ আছে। ধন্যবাদ।

১৩| ১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৩

প্রামানিক বলেছেন: পাকিস্তানের জাহাজে কি যে আসল বোঝা যাচ্ছে না, শুনছি কয়েক কন্টেইনার পিয়াজ আলু এনেছে পিয়জের ঝাঁজে অনেকেই কাহিল হবার দশা।

১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২১

সৈয়দ কুতুব বলেছেন: দেশের জন্য ভালো হয় এমন পণ্য আসলে সমস্যা নেই।

১৪| ১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩

শাহ আজিজ বলেছেন: গুজব রটেছে কন্টেইনারে অস্ত্র আছে ।

১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২২

সৈয়দ কুতুব বলেছেন: প্রথম চালানে অস্ত্র পাঠাবে? পাকিস্তানের আইএসআই কি এতই বোকা? সারাবিশ্বে নিউজ হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.