নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ১৮ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা সময়ের দাবী !

২৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৩


সম্প্রতি অস্ট্রেলিয়ায় সিনেটের উচ্চ কক্ষে ' The social media Minimum age ' নামে একটি আইন অনুমোদিত হয়েছে। এই আইন অনুযায়ী ১৬ বছরের কম বয়সী কিশোরদের নিদিষ্ট সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে। Instagram ও Facebook প্রতিষ্ঠান মেটা হতে Tiktok সবাইকে এই আইন মেনে চলার নির্দেশনা আসতে যাচ্ছে। জানুয়ারি মাস থেকে এক বছরের জন্য পরীক্ষামূলক ভাবে এই কার্যক্রম চালানো শুরু হবে। পরবর্তীতে এই আইন স্থায়ীভাবে কার্যকর করা হবে। আইন অমান্য কারী সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম কে ৩ কোটি ২০ লাখ ডলার পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে।

বাংলাদেশে অতিসত্ত্বর এমন কোন আইন তৈরির চিন্তা ভাবনা সরকারের নেয়া উচিত। উন্নত দেশের তুলনায় বাংলাদেশে ১০-১৮ বছরের কিশোরদের সোশ্যাল মিডিয়াতে বেশি একটিভ দেখা যায়। ২০২০ সালে কোভিডের সময় অনলাইন শিক্ষা চালু করা হলে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ব্যবহার অনেকাংশে বেড়ে যায়। বাংলাদেশে যারা বর্তমানে টিন এইজ সময় পার করছে তারা নানা ধরণের অপরাধ মূলক কাজে জড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। দেশে খেলাধুলার জন্য প্রয়োজনীয় মাঠের স্বল্পতা, কো -ক্যারিকুলাম একটিভিটিজ না থাকার কারণে সোশ্যাল মিডিয়াতে অধিকাংশ টিন এইজ সময় পার করে। সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন ধরণের অশালীন কনটেন্ট, ভাইরাল লিংক, ধর্মীয় উন্মাদনা ও সেক্সসুয়াল হ্যারেসমেন্ট কার্যক্রমে জড়িয়ে পড়ছে। ফেইসবুকে অনলাইন ক্লাসের নামে গ্রুপ খুলে সেখানে বিপরীত লিঙ্গের সাথে চ্যাটিং, নুড শেয়ার করা, অন্য ধর্মের প্রতি বিদ্বেষমূলক মনোভাব ছড়ানোর কাজ বেড়েই চলেছে। বিভিন্ন উগ্রবাদী সংগঠন টিন এইজ শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফায়দা নিয়ে ইন্টেলেকচুয়াল ভাবে তাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ঘৃণার বীজ বপন করে চলেছে।বিভিন্ন স্কুল কলেজের আন অফিসিয়াল পেইজে হরহামেশাই এডাল্ট কনটেন্ট ও কোন নিদিষ্ট ব্যক্তিকে টার্গেট করে তা সম্মান হানি করার চেষ্টা চালানো হয়।

রিসেন্ট কয়েকটি ঘটনায় সোশ্যাল মিডিয়া ব্যবহার কেন নিয়ন্ত্রণ করা উচিত তার গুরুত্ব বোঝা যায়। মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজে ভুল চিকিৎসায় মারা যাওয়ায় অভিযোগে শিক্ষার্থীরা ভাংচুর চালায়। তাদের উগ্রবাদী কার্যক্রম রুখতে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ মোল্লা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করে। এর প্রতিশোধ নিয়ে ইউনাইটেড কলেজ বাংলাদেশ নামে একটি ফেইসবুক পেইজ থেকে ঘোষণা দেয়া হয় পরদিন সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে হামলা চালানো হবে, যে সব কলেজের শিক্ষার্থীরা এই হামলায় অংশগ্রহণ করতে চায় তারা যেন পুরান ঢাকায় চলে যায়।

৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন ইসলামিক মতবাদের অনুসারী দলগুলোর মধ্যে সংঘর্ষ চলমান। সোশ্যাল মিডিয়া ফেইসবুক ব্যবহার করে ইভেন্ট খোলা হয়েছিলো বিভিন্ন মাজার শরীফে হামলা চালানোর জন্য সদস্য সংগ্রহের! এই কার্যক্রমে অনেক টিনএইজ কিশোর সওয়াবের আশায় অংশগ্রহণ করে ।

শেখ হাসিনার পতনের পর ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সংঘর্ষ হয়েছে বেশ কয়েকটি স্থানে। এর মধ্যে কলেজের শিক্ষার্থীদের জড়িত হওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মব জাস্টিসের জন্য প্রচারণা চালানো হয়। ফলে শিক্ষার্থীরা এসব কাজে জড়িয়ে পড়ছে দ্রুত গতিতে।

বাংলাদেশে জোর করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক পদত্যাগের ট্রেন্ড শুরু হয়েছে কয়েকমাস ধরে। অন্য দেশের শিক্ষকরা জাতির পথপ্রদর্শক হলেও বাংলাদেশের শিক্ষকেরা কিভাবে চাটুকারিতা ও দলীয় লেজুড়বৃত্তি করে নিজের আখেড় গুছাবেন তা নিয়ে বিজি থাকেন। শিক্ষার্থীদের মধ্যে তাই শিক্ষকদের প্রতি সম্মান কমে গিয়েছে। ঢাবিতে জোর করে শিক্ষক পদত্যাগের ঘটনা খুব দ্রুত ফেইসবুকে ভাইরাল হয়। শুরু হয় বিভিন্ন স্কুল -কলেজে -ভার্সিটিতে দলীয় লেজুড়বৃত্তির অভিযোগে শিক্ষার্থী কতৃক জোর পূর্বক শিক্ষক পদত্যাগ করানোর হিড়িক। এর সুযোগ নিয়ে চট্টগ্রামের একটি কলেজে কিছু বখাটে পোলাপান একজন শিক্ষক কে জোর করে পদত্যাগ করানোর ফলে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন এবং পরবর্তীতে হার্ট এট্যাকে মারা যান।

নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ গড়তে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সরকারের উচিত অতি দ্রুত সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। তাহলে স্বাধীনতা ২.০ 'র প্রথম গুরুত্বপূর্ণ অর্জন হিসাবে তা বিবেচিত হবে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আইন করে এগুলি বন্ধ করা ঠিক হবে না। বরং ক্ষতিকর সাইট বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের খারাপ দিক নিয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধির কারণে যেমন ভারতের স্টার জলসা, জি বাঙলার ফালতু সিরিয়ালগুলি দেখা কমেছে।

ইসলাম প্রচার করলেও আপনারা বলেন যে উগ্রবাদী সংগঠন এবং জঙ্গি। এই জঙ্গি শব্দটা বানিয়েছে পশ্চিমা দেশের নেতারা। বিজেপি, সি আই এ জঙ্গি না কিন্তু যে কোন প্রতিবাদী মুসলিম গোষ্ঠী মানেই জঙ্গি। পশ্চিমের জুলুমের বিরুদ্ধে বললে সে হয়ে যায় জঙ্গি। শেখ হাসিনার আমলে আওয়ামীলীগের বিরুদ্ধে বললেই সে রাজাকার বা জঙ্গি। জঙ্গি নিয়ে বহু নাটক পুলিশ করেছে। আসল জঙ্গি সংগঠন ছিল আই এস। এটা বানিয়েছিল ছিল পশ্চিমারাই।

২৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে একমত হতে পারলাম না। জংগীবাদ কাকে বলে আমি উহাই বুঝি না। এখন বাংলাদেশের তরুণ ছেলে মেয়েরা কে- ড্রামা, তুর্কী সিরিজ, পাকিস্তান সিরিয়াল প্রচুর দেখে। ধন্যবাদ।

২| ২৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল। এই আন্দোলনে ১৫ বছরের ছেলে মেয়েরাও ছিল। সরকার ভয়ে ইন্টারনেট বন্ধ করে দেয়। আপনার কথা মত ১৮ বছরের কম বয়সী ছেলেমেয়েদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম আওয়ামী লীগ কর্তৃক বন্ধ করা হলে আন্দোলন দুর্বল হয়ে যেত। এই ছাত্র আন্দোলনে কম বয়সী ছাত্র ছাত্রীরা বুঝিয়ে দিয়েছে যে তারা শুধু ফালতু সাইট ভিজিট করে না তারা সমাজ সচেতন। বড়দের অসাধ্য কাজ তারা করেছে।

জঙ্গিবাদ হল মুসলমানদের যে নির্যাতিত দলগুলি পশ্চিমের জালেমদের অন্যায়কে চ্যালেঞ্জ করে তারা। যদিও আই এসকে তারা জঙ্গি সংগঠন বলে কিন্তু তারা নিজেরাই বানিয়েছে আই এস। এটা করেছে মুসলমানদের ছোট করার জন্য এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণ সৃষ্টির জন্য। আর বাংলাদেশে শেখ হাসিনার পুলিশেরা জঙ্গি নাটক সাজাতো পশ্চিম এবং ভারতকে খুশি করার জন্য। আর ধরতো হল ইসলামী দলগুলির সদস্যদের এবং মাদ্রাসার ছাত্রদের। তবে এটা ঠিক যে কিছু ফ্যানাটিক লোক আছে যারা কিছু উলটাপালটা করেছে। কিন্তু এগুলি হাতে গোনা।

২৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২০

আজব লিংকন বলেছেন: বাংলাদেশে ১৮ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা সময়ের দাবী !
সম্ভব না। বিদেশে হইলেও হইতে পারে এই দেশে ইম্পসিবেল।।
তবে লেখাটার সাথে অনেকটাই একমত।। ১০+ বাচ্চাদের জন্য ইন্টানেট মনিটর খুব জরুরি।

২৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১

সৈয়দ কুতুব বলেছেন: চাইলে সম্ভব আজব সাহেব!

৪| ২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

নান্দাইলের ইউনুছ বলেছেন:



সরকারিভাবে কত কিছুই তো নিষিদ্ধ করা আছে।
কেউ কি মানে???

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৪

সৈয়দ কুতুব বলেছেন: বাধ্য করা উচিত। ভালো হবে কিন্তু!

৫| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৮

Ruhin বলেছেন: ISIS কে সবচেয়ে কাছ থেকে দেখছে ইরাক ও সিরিয়া। তাদের কেউই বললনা যে তারা বিদেশি শক্তি

৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৪১

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধব্যবাদ।

৬| ৩০ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫৩

নান্দাইলের ইউনুছ বলেছেন:





সাড়ে চুয়াত্তর বলেছেন: আইন করে এগুলি বন্ধ করা ঠিক হবে না। বরং ক্ষতিকর সাইট বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের খারাপ দিক নিয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

সঠিক ভাবনা।

৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৯

সৈয়দ কুতুব বলেছেন: টিন এইজ দের বন্ধ করলে কি সমস্যা?

৭| ৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৬

নতুন বলেছেন: ইন্টারনেট ব্লক করা কঠিন। ভিপিএন দিয়ে সবই চালানো যায়।

ছেলে মেয়েদের নৈতিক শিক্ষা দেওয়া ছাড়া এই সমস্ত জিনিস থাকে বিরত রাখার পথ নাই।

ছেলে মেয়েদের নৈতিক ভিক্তি শক্ত ভাবে গড়তে পারলে তারা দুনিয়ার সকল খারাপ জিনিশ থেকে নিজেদের দুরে রাখতে পারবে।

শুধুই নিষিদ্ধ করলেই সমাধান হবেনা। অনেক সময় নিষিদ্ধ জিনিষের প্রতি আকর্ষন বেড়ে যায়। তবে সোসাল মিডিয়ার প্রসারকে চাপে রাখা দরকার।

৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন বলে আমি আনন্দিত!

৮| ৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৯

তাবরিযি বলেছেন: এমনিতেই ১৩ বছরের নিচের কাউকে ফেসবুক একাউন্ট খুলতেই দেয় না, পোলাপান তাও খুলেই ফেলে। অথেন্টিকেশন একটু শক্ত করলেই হয়, কিন্ত ওরা করবে না। করলেই লস।

৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: হ্যা

৯| ০১ লা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:৪৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:




আমাদের সময়ে আমরা স্নাতক পাস না করে ব্লু ফিলিম দেখি নাই।

আর এখন কেলাশ টু -থ্রির বাচ্চারা পর্ণ দেখে।

০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০০

সৈয়দ কুতুব বলেছেন: সঠিক৷

১০| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৩

নান্দাইলের ইউনুছ বলেছেন:


এক সময় প্রথম পিরিয়ড হওয়া এবং বিশেষ কেশ গজানো উপলক্ষ্যে অনুষ্ঠান করতে পারে কেউ কেউ ।
তবে খারাপ না।
আনন্দ উৎসব থাকার দরকার আছে।

০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৯

সৈয়দ কুতুব বলেছেন: হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.