নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ভয়েস অব আমেরিকার দুইটি সাম্প্রতিক জরীপ নিয়ে কিছু প্যাচাল!

২৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৯



ভয়েস অব আমেরিকা নিউজ মিডিয়া দেশ ও দেশের বাইরের সংবাদ প্রচার করে থাকে। সাম্প্রতিক সময়ে তারা বাংলাদেশের দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জনমত জরীপের সিদ্ধান্ত নেয়। ভয়েস অব আমেরিকা তাদের স্যাম্পল হিসাবে ১০০০ মানুষের মতামত গ্রহণ করে জরীপ পরিচালনা করে।

প্রথম জরীপ : আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিত?
ফলাফল : ৫৭% মানুষ পক্ষে ভোট দিয়েছেন, ৩৬% মানুষ বিপক্ষে ভোট দিয়েছেন। ৭% মানুষের মধ্যে কনফিউশান রয়েছে।

দ্বিতীয় জরীপ : সংখ্যালঘুরা কি বর্তমান সরকারের আমলে নিরাপদ?
ফলাফল : ৬৪% পক্ষে ভোট দিয়েছেন, ২৭% বিপক্ষে ভোট দিয়েছেন। ৯ % মানুষের মধ্যে কনফিউশান রয়েছে।

প্রথমত ১০০০ স্যাম্পল কখনো ১৮ কোটি মানুষের মতামত তুলে ধরতে সক্ষম নয়। অনলাইনে এখন কারা বেশি সক্রিয় আগে সেইটা ভালো ভাবে বুঝতে হবে। কিছু সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা কে তা নিয়ে জরীপ করেছে। সে জরীপে দেখা যায়: আওয়ামী লীগ ও শেখ হাসিনা ৫০ ভাগের বেশি ভোট পেয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী ও আমীর শফিকুর রহমান । আশ্চর্যজনক হলেও সত্য, তারেক জিয়া ও বিএনপির জনপ্রিয়তা জামায়াতের তুলনায় কম! মাত্র ২১% মানুষ ভোট দিয়েছে বিএনপিকে! এই জরীপে অংশ নেয় প্রায় ৪৫০০০ মানুষ; এই জরীপ থেকে দেখা যায় ১৫ বছর আকাম কুকাম করেও আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। আসল সত্য হইলো, আওয়ামী লীগের সাপোর্টার দের এখন কোন কাজ কাম নাই, করাপশন করে যে টাকা কামাইসে তা দিয়ে এখন বসে খাচ্ছে এমন নেতা ও সাপোর্টাররা এই জরীপে অংশ নিয়েছে! যারা সৎ ও কর্মহীন তারা এই জরীপে অংশ নেয়ার মতো সুখে নাই। শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সাইবার সেল অনলাইনে খুব সক্রিয়। তারা বিএনপি কে ফ্যাসিবাদের দোসর প্রমাণে ব্যস্ত! অন্যদিকে বিএনপি অনলাইনে একটিভ নয়। তারা মাঠে জনসংযোগ কাজে বেশি সময় ব্যস্ত। রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবে বিএনপির কাছে এইটা নতুন কোন বিষয় নয়।

দ্বিতীয় জরীপে ১০০০ মানুষের মতামত গ্রহণ করা হয়েছিল। যেহেতু সংখ্যালঘুদের মধ্যে বাংলাদেশে হিন্দুধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ তাদের অংশগ্রহণ এই জরীপে বেশি জরুরি ছিলো। কিন্তু জরীপে যারা মনে করেন সংখ্যালঘুরা নিরাপদ তাদের মধ্যে ৯২% মুসলিম এবং ৮% হিন্দুসহ অন্য ধর্মের! যারা নিরাপদ বোধ করেন না অপশনে ভোট দিয়েছেন তাদের মধ্যে হিন্দুধর্মের লোকের সংখ্যা বেশি! বাকিরা সেকুলার ও আওয়ামী লীগ সাপোর্টার হওয়ার সম্ভাবনা বেশি। এই জরীপে অনেক ভুল রয়েছে। সংখ্যালঘুদের জরীপ শুধু তাদের মতামতের উপর পরিচালনা উচিত ছিলো। একজন মুসলিম কখনো হিন্দুদের নিরাপত্তার বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারবেন না। এইটা সম্ভব নয়! অন্যদিকে বাংলাদেশের হিন্দুদের নিয়ে বড়ো অভিযোগ রয়েছে এরা আওয়ামী লীগের সাপোর্টার! এরা তো অন্য সরকারের সময় নিজেদের অনিরাপদ মনে করবে এটাই স্বাভাবিক। তাই র‍্যান্ডম স্যাম্পল নেয়া হয়েছে। হিন্দুদের নিরাপত্তার জন্য বর্তমান সরকার ও তাদের অংশীদারেরা শেখ হাসিনার পতনের পর থেকে মন থেকেই হোক অথবা কারো চাপে পড়েই হোক মন্দির পাহারা দিয়েছে যাতে পতিত আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভেঙে বর্তমান সরকারের উপর দায় না দিতে পারে। বর্তমান সরকার ডানপন্থী ও ইসলাম পন্থী সমর্থিত সরকার হিসাবে পরিচিত! তারা বেশ ভালোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছে যা প্রশংসীয়। কিন্তু গত সপ্তাহে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বহিস্কৃত নেতা চিন্ময় দাস কে গ্রেফতারের পর হিন্দু ও মুসলিম দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন সময় জরীপের ফলাফল বাস্তবতার সাথে কোনভাবেই মিলানো যাচ্ছে না।

আমাদের বুঝতে হবে খোদ আমেরিকার জরীপে কিছু সুইং স্টেটে কামালা হ্যারিসের জয়ী হওয়ার সম্ভাবনা দেখা গেলেও বাস্তবতা পুরো উল্টো ছিলো ! কিছু মানুষ হয়তো এসব জরীপ দেখে মনে শান্তি পাইতে পারেন কিন্তু যারা বড়ো বড়ো think-tanks তারা গ্রাউন্ড রিয়ালিটির উপর ভিত্তি করে তাদের কর্মপরিকল্পনা সাজিয়ে থাকেন।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪

ডার্ক ম্যান বলেছেন: ব্লগেও মাঝে মধ্যে জরিপ করা দরকার

২৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: সিনিয়র ব্লগার জটিল ভাই দায়িত্ব নিতে পারেন।

২| ২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

মিরোরডডল বলেছেন:




একটা পোষ্টে কমেন্ট করে গিয়েছিলাম কিন্তু এখন এসে দেখি সেই পোষ্ট নেই।
কি হয়েছিলো? পোষ্ট সরিয়ে নেয়া হয়েছে কেনো?

Is everything alright?




২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: সব ঠিক আছে।

৩| ২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

জেনারেশন৭১ বলেছেন:



জরীপের সেম্পলরা কি ভয়েস অব আমেরিকার শ্রোতা, নাকি সর ধরণের মানুষ?

২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: সব ধরণের মানুষ! আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না।

৪| ২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

এনামেল হউক বলেছেন: সংখ্যালঘুদের মধ্যেও একই রকম মনোভাব লক্ষ্য করা গেছে।

সংখ্যালঘু উত্তরদাতাদের মধ্যে ৬৬.১% মানুষ মনে করেন অবস্থা খারাপ হয় নাই। প্রথম আলোর রিপোর্ট থেকে দেখুন এই যেঃ

"ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে পার্থক্য

ভয়েস অব আমেরিকার জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছুটা তফাত লক্ষ করা গেছে।

মুসলিম উত্তরদাতাদের মধ্যে মাত্র ১৩ দশমিক ৯ শতাংশ মনে করেন, বর্তমান পরিস্থিতি আগের থেকে খারাপ।

কিন্তু ধর্মীয় সংখ্যালঘু উত্তরদাতাদের ৩৩ দশমিক ৯ শতাংশ মনে করেন, তাঁদের নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করছে।" - সূত্রঃ প্রথম আলো

সুতরাং সংখ্যালঘু উত্তরদাতাদের মধ্যে ৬৬.১% মানুষ মনে করেন অবস্থা খারাপ হয় নাই।

২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

সৈয়দ কুতুব বলেছেন: অক্টোবরের শেষ দিকে চালানো জরীপ কিভাবে গ্রহণযোগ্য হবে? আমার লিখা জরীপ + বর্তমান পরিস্থিতি মিলিয়ে!

৫| ২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হঠাৎ ভোয়া এসব জরিপ নিয়া পাগল হইল কেন, সেটাও একটা প্রশ্ন।

তবে, যে-কোনো জরিপেরই একটা মূল্য আছে, জরিপের স্যাম্পল-ফিল্ড যত ক্ষুদ্রই হোক না কেন, ঐ ক্ষুদ্র ক্ষেত্রটাও একটা ক্ষুদ্র জনগোষ্ঠীর মতামত জানাচ্ছে অন্তত। কিন্তু এই ১০০০ জনের জরিপে কখনোই প্রকৃত চিত্র উঠে আসবে না।

২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: আমি ভারত এবং বাংলাদেশের এই যে হিন্দু-মুসলিম কথা চালাচালি এটার কোন কারণ বুঝলাম না। যেখানে বাংলাদেশে টিসিবির লাইনে শিক্ষার্থী ও মধ্যবিত্ত দাড়াচ্ছে সেখানে আমরা কি শুরু করলাম? ভারতের কি নিজেদের সমস্যা চোখে পড়ে না? খালি পড়ে আছে বাংলাদেশের পিছে!

৬| ২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

নান্দাইলের ইউনুছ বলেছেন:


আমাদেরকে মনে রাখতে হবে ২০ কোটি জনসংখ্যার মধ্যে ১০০০ মানুষ কোন প্রতিনিধিত্ব করে না।

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০১

সৈয়দ কুতুব বলেছেন: সেটাই।

৭| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১৩

কামাল১৮ বলেছেন: কোন জরিপই শতভাগ ঠিক না।একটা ধারনা পাওয়া যায়।আজ পর্যন্ত যত ইলেকশন হয়েছে,গ্রহন যোগ্য সকল ইলেকশনে আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছে।বাংলাদেশে তৃনমূল পর্যন্ত সংগঠন একমাত্র আওয়ামী লীগের আছে।হাসিনার কিছু ভুল সিধান্ত্রের জন্য আওয়ামী লীগের আজকের এই অবস্থা।সবার আগে দলকে গনতান্ত্রিক করতে হবে।

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২১

সৈয়দ কুতুব বলেছেন: ১০০০ জন নিয়ে কিসের জরিপ করেছে; আওয়ামী লীগ জনপ্রিয় দল তবে এখন ৫৭% মানুষ পছন্দ করে এটা মিথ্যা! বাংলাদেশে কোন দল ৩৫%-৪০% এর উপর জনপ্রিয়তা নাই। বাকি সব ফ্লোটিং ভোটার।

৮| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৩১

আদিত্য ০১ বলেছেন: কুতুব ভাই, এখন পর্যন্ত জামাত শিবির আর বিএনপির লোকজন বেশি অনলাইনে তাদের নিজেদের দলের পক্ষে বেশি এক্টিভ থাকে, আওয়ামীলীগের লোকজন কমই থাকে থাকেই না বলে চলে, তার একটা বাস্তব ফ্যাক্ট বলি,

গত কইয়েক বছর ধরে আওয়ামীলীগের পেইজে আওয়ামীলীগ রিলেটেড অনেক পোস্টে হাহা রিএক্ট সংখ্যা অনেক এবং বিরুপ কমেন্টও বেশি, কিন্তু এই হাহা রিএক্ট বিরুপ কমেন্ট বিএনপি ও শিবির জামাতের লোকজন এসেই দেয়, আওয়ামীলীগের লোকজন দিবে না অবশ্যই,
কিন্তু বিএনপি মিডিয়া সেল বা বিএনপির পেইজে ও শিবির জামাতের পেইজে গিয়ে দেইখেন, কয়টা বিরুপ মন্তব্য বা কয়টা হাহা রিএক্ট। থাকলেও খুবই কম, লাভ রিএক্ট ও ভালো মন্তব্য অনেক বেশি

এইটা আপনি গিয়ে এখনই যাচাই করতে পারেন
তাহলে আওয়ামীলীগের লোকজন অনলাইনে এক্টিভ তুলনামূলক কমই থাকে

৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৪০

সৈয়দ কুতুব বলেছেন: একমত নই। আওয়ামী লীগ এখন অনলাইনে যথেষ্ট সক্রিয়!

৯| ৩০ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:০৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:

আবাল আন্দোলনের অবৈধ সন্তান বর্তমান সরকার।
এদের কারণে দেশ রসাতলে যাচ্ছে।

৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৭

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

১০| ৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৯

কাঁউটাল বলেছেন: সৈয়দ কুতুব গাজি সাহেবের মাল্টি নাকি?

৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৯

সৈয়দ কুতুব বলেছেন: গাজী সাহবের বর্তমান নিক হচ্ছে জেনারেশন ৭১। সৈয়দ কুতুব কারো মাল্টি নয়।

১১| ৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: ওকে।

৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ!

৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

১২| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২৮

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: একমত নই। আওয়ামী লীগ এখন অনলাইনে যথেষ্ট সক্রিয়!

আওয়ামীলীগের ও বিএনপির পেইজ দুইটার লাইক কমেন্ট দেইখেন তাইলেই হবে, একমত হইতে হবে না, আপনি নিজে যাচাই কইরেন, আর তাও যদি বলেন, তাইলে আপনিই সঠিক

৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৩০

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.