নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের জন্য ভারতের কাছে ফেরত চাইতে হলে অবশ্যই বাংলাদেশকে প্রতিহিংসামূলক বিচারপদ্ধতি বাদ দিতে হবে। বিচারে শেখ হাসিনা যাতে ন্যায় বিচার পান বাংলাদেশকে আগে তা নিশ্চয়তা দিতে হবে এমনটাই মনে করেন ভারতের আইনজীবী বিশেষজ্ঞরা ।
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)'র প্রধান কৌসুলি ও প্রখ্যাত আইনজীবী করিম এ এ খান বাংলাদেশ ভ্রমণকালে ড.ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। জুলাই-আগস্টের যারা আন্তর্জাতিক অপরাধ ঘটিয়েছে সেই অভিযুক্ত অপরাধীদের তদন্ত শুরু করার জন্য আহবান জানিয়েছেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে করিম এ এ খান ICC 'র পক্ষ থেকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। প্রশ্ন হলো বাংলাদেশে বিদ্যমান আইসিটিবিডি আইন থাকা সত্ত্বেও কেন ইউনূস সরকার আইসিসিতে অভিযুক্তদের বিরুদ্ধে একটি সমান্তরাল বা পৃথক তদন্ত প্রক্রিয়া শুরু করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন? বাংলাদেশ সরকার কি আইসিটিবিডি তে শেখ হাসিনার ন্যায়বিচার পাওয়া নিয়ে এবং আইসিটি বিডিতে বিচার হলে তা আন্তর্জাতিক ভাবে গ্রহন যোগ্য হবে কিনা তা শঙ্কায় আছেন?
ভারতের আইনজীবী বিশেষজ্ঞরা মনে করেন, ভারত সরকার বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ফেরত দিবে কিনা তা মূলত নির্ভর করছে আইসিটিবিডির মাধ্যমে বিচারকাজ পরিচালনা করলে ভারত সরকার তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠাতে পারে সেক্ষেত্রে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না।
ভারতের আইনজীবীরা আরো বলেছেন, আইসিটিবিডিতে বিচারের মূল ভিত্তি হলো ১৯৭৩ সালে বাংলাদেশে জাতীয় সংসদে পাশ হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালস আইন - যার প্রধান লক্ষ্য ছিলো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত বিচার। সে সময় আন্তর্জাতিক অপরাধ সংজ্ঞায়িত আইনের উদাহরণ ছিলো দুইটি : ন্যুরেনবার্গ ট্রাইবুনাল ও টোকিও ট্রাইবুনালের সনদ। কিন্তু বিগত ৫০ বছরে মানবতা বিরোধী অপরাধের তালিকা অনেক বেশি সম্প্রসারিত ও পরিমার্জিত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সমর্থিত দুইটি আন্তর্জাতিক ট্রাইবুনাল রুয়ান্ডা ও যুগোস্লাভিয়ার গণহত্যার বিচারের জন্য গঠিত ট্রাইবুনালে যে রায় দেয়া হয়েছে তাতে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞা অনেক পরিবর্তন হয়েছে। এখন সেগুলোকে বিবেচনায় না নিয়ে যদি আইসিটিবিডি ১৯৭৩ সালের আইনের ভিত্তিতে তদন্ত ও বিচার চালানো হয় তাহলে আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য হবে না।
ভারতের আইনজীবীরা আইসিটিবিডি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। ট্রাইবুনালের প্রধান কৌসুলি তাজুল ইসলাম রাজনৈতিক দল জামাত ঘনিষ্ঠ বলে মনে করা হচ্ছে। তিনি জামাতের অভিযুক্ত নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন ফলে সরকারে প্রধান চীফ প্রসিকিউটরের পক্ষে নিরপেক্ষ থাকা বেশ কঠিন।
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বড়ো সমস্যা হলো বিচার প্রক্রিয়া কে প্রভাবিত করার জন্য নিজেদের পছন্দের লোক নিয়োগ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চিন্তায় মত্ত থাকে। বিচার প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে কিনা, আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য হবে কিনা তার কোন মাথাব্যথা নাই। ভবিষ্যতে ২১শে আগস্ট গ্রেনেড হামলার সকল আসামীর মতো জুলাই-আগস্ট হত্যার সকল আসামী খালাশ পেয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। স্বাধীনতার ৫৩ বছর পরও ন্যায়বিচার যে অধরাই থেকে যাচ্ছে!
০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২১
সৈয়দ কুতুব বলেছেন: নিজের বিচার ব্যবস্থা গলদ থাকলে অন্যদেশ তো বলবেই।
২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৪
রাকু হাসান বলেছেন:
ভারতের কাছে ন্যায় বিচার মানেই যদি রায় শেখ হাসিনার পক্ষে যাবে ,তা ভাবা ভুল । তাজুল ইসলাম জামাত ত্যাগ করেছিলেন খুব সম্ভবত ২২ সালের দিকে। এটাই বাংলাদেশের বিচারের বাস্তবতা । এই লেখাটি পছন্দ হয়েছে।
০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২২
সৈয়দ কুতুব বলেছেন: তাজুল এখন জামাতের কিছু নেতার মামলা পরিচালনা করে। এই লোক কে বাদ দেয় সময়ের দাবী!
৩| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২২
পবন সরকার বলেছেন: শেখ হাসিনাকে সুষ্ঠভাবে নির্বাচন করতে দিলেও ইলেকশনে জেতা সম্ভব হবে না, কারণ বিনা ভোটে ইলেকশন করার জন্য আওয়ামীলীগ সমর্থক ছাড়া সাধারণ জনগণের মন থেকে সে উঠে গেছে।
০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২৬
সৈয়দ কুতুব বলেছেন: হা হা! নাইস কমেন্ট
৪| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৫
জেনারেশন৭১ বলেছেন:
পাক ভারতের দেশগুলোর মাঝে শুধুমাত্র শ্রীলংকা ও ভারতের মানুষই কিছুটা সুশিক্ষিত হয়েছে; তুলনামুলকভাবে সেই ২ দেশের বিচার ব্যবস্হাও ঠিক আছে; সেইসব দেশে বিএনপি , জাপা ও জমাততের মতো মিলিটারীর প্রসবকরা রাজনৈতিক সাইনবোর্ড ও যুদ্ধাপরাধী দল নেই; বাংগালীরা বিচারক, সায়েন্টিষ্ট ও রাজনীতিবিদ হওয়ার মতো শিক্ষিত হয়নি এখনো।
০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫২
সৈয়দ কুতুব বলেছেন: ২১শে আগস্টের অদ্ভুত রায়ের পর বিচার ব্যবস্থার উপর আরো বিশ্বাস উঠে গেছে। বিপ্লবী ছাত্ররা এর প্রতিবাদ করা উচিত ছিলো।
৫| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওপরে গাজী সাহেব কইছে বাংলাদেশে মানুষ শিক্ষিত না।
০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮
সৈয়দ কুতুব বলেছেন: গাজী সাহেবের সাথে সব বিষয়ে একমত নই যেমন টা আপনার সাথে সব বিষয়ে একমত হতে পারি না। তবে আপনার লেখা পড়ি গাজী সাহেবের লিখা ও পড়ি।
আমার লিখিত বিষয়টি নিয়ে আপনার কি মতামত?
৬| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২
নতুন বলেছেন: শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ আদালত যদি আগের বিচারগুলি সহী করে থাকে তবে শেখ হাসিনার তো্ এই আদালতের উপরে পূর্ণ ভরশা রাখা উচিত।
জজ পরিবর্তন হতেই পারে, জজ হবার জন্য আয়ামীলীগের কর্মী হতে হবে এমনটা তো কথা নাই।
আগের জজ সাহেব যেমন আয়ামীলীগের পক্ষে ছিলেন না বরং নিরপেক্ষ ছিলেন, তেমনি এখনকার জজ সাহেবরাও নিরপেক্ষ ভাবেই শেখ হাসিনার বিচার করবেন। এতে ভয় পাবার কি আছে?
০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: জামাতের নেতারা ছিলো দেশে কিন্তু শেখ হাসিনা ভারতে! জামাতের উচিত ছিলো বিচার ট্রাইবুনাল নিয়ে সারাবিশ্বে জনমত তৈরি করা কিন্তু তারা সেটা করেনি। কিন্তু হাসিনা বা ভারত কোন সুযোগ থেকে থাকলে তা মিস করবে না। খোদ ইউনূস সরকার দেশীয় আইসিটিবিডির থেকে আইসিসির উপর বেশি ভরসা পাচ্ছেন!
চীফ প্রসিকিউটর নিয়ে আসলেই সমস্যা আছে। তিনি সরকারের লোক আবার জামাতের মামলা গুলো পরিচালনা করছে। তাকে জামাত ট্যাগ দেয়া খুব সহজ। এছাড়া কোনো এক সাবেক আইজিপিকে নাকি ৪৩ দিন রিমান্ডে নেয়া হয়েছিল যা নিয়ে প্রশ্ন উঠেছে।সাথে ২১শে আগস্ট গ্রেনেড হামলার সঠিক বিচার হলে আরো ভালো হত!
৭| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪১
জেনারেশন৭১ বলেছেন:
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওপরে গাজী সাহেব কইছে বাংলাদেশে মানুষ শিক্ষিত না।
@সৈয়দ মশিউর রহমান,
আপনি, ঢাবিয়ান, মেঠোপথ, সাড়ে চুয়াত্তর, শেরজা, জুল ভার্ণ, জ্যাকেল, নীলাকাশ, শাহীন ৯৯, তানভির জুমার, প্রমুখরা যা লিখছেন, এগুলো নীচুমানের ধারণার উপর ভিত্তি করে লেখা
৮| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৩
শাহিন-৯৯ বলেছেন:
নিজের বিচার ব্যবস্থা গলদ থাকলে অন্যদেশ তো বলবেই।
বিচারহীনতা শুরু কবে থেকে বাংলাদেশ? গণবাহিনী আর রক্ষীবাহিনী যে খুনোখুনি করেছে তার বিচার তখন শুরু হতো তাহলে বিচারহীনতা সংস্কৃতি চালু হতো না, তখনকার গণবাহিনীর খুনি দলের সমর্থক এখন এখানে দেখি বড় বড় মানবতার বক্তব্য দিচ্ছে, ব্যর্থ এই বুড়ো বান্দরগুলো আজকের বাংলাদেশে এই রকম অবস্থার জন্য দায়ী।
০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫০
সৈয়দ কুতুব বলেছেন: শুরু যেখান থেকে হউক বিরোধী পক্ষের সুযোগ ছিলো তা ঠিক করা! আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পরের ইতিহাস ভালো নয় কিন্তু বিরোধী দলগুলো কি ভাবে ক্ষমতায় আসছে? গতকাল ২১শে আগস্টের মামলার রায়ে আপনি সন্তুষ্ট?
৯| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভারতের বিচার ব্যাবস্থাটা কেমন যদি ব্যাখা করে বুঝাতেন!
০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৬
সৈয়দ কুতুব বলেছেন: ভারতের বিচার ব্যবস্থা নিয়ে লেখার কোন ইচ্ছা নেই। ২১ শে আগস্টের রায়ে খুশি নই! ধন্যবাদ।
১০| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ২১ আগস্টে ওনারা যে রায়টা দিয়েছিল তা কি ঠিক ছিলনা বলেই বর্তমানে এমন রায় দেখতে হয়েছে।
০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: ইহার ফিউচার ইফেক্ট দেখতে পারবেন ইনশাল্লাহ!
১১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশ যদি আসামি হিসাবে শেখ হাসিনাকে ফেরত চায়, তাহলে ফেরত দেয়াটাই হবে কূটনৈতিক শিষ্টাচার, এর সাথে কোনো শর্ত জুড়ে দেয়া শিষ্টাচারের মধ্যে পড়ে না এবং বাংলাদেশ সেটা মেনে চলতেও বাধ্য হবে না। তবে, দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসাবে কোনো ক্লজ প্রযোজ্য হলে সেটা ভারত উল্লেখ করতে পারে। সর্বোপরি, শেখ হাসিনার পক্ষে মানবিক কোনো অনুরোধ যুক্ত করতে পারে, কিন্তু কোনো শর্ত যুক্ত করতে পারে না।
০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০১
সৈয়দ কুতুব বলেছেন: ভারত শেখ হাসিনা কে কুটবুদ্ধি দিবেই হে সোনাবীজ! ২১শে আগস্ট গ্রেনেড হামলার ভুয়ামুয়া রায় শেখ হাসিনার বিচারের পথে প্রধান অন্তরায়!
১২| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৩:০৭
নান্দাইলের ইউনুছ বলেছেন:
মব জাস্টিস যেখানে বৈধ সেখানে প্রাণ ভয় থাকতেই পারে।
কেউ কি নিজেকে নিরাপদ ভাবতে পারেন?
০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০০
সৈয়দ কুতুব বলেছেন: এখন কমে গিয়েছে!
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৩
নতুন বলেছেন: চীফ প্রসিকিউটর নিয়ে আসলেই সমস্যা আছে। তিনি সরকারের লোক আবার জামাতের মামলা গুলো পরিচালনা করছে। তাকে জামাত ট্যাগ দেয়া খুব সহজ।
তিনি জামাতেরই লোক, না হলে তাকে জামাতী নেতাদের পক্ষে তাকে নিয়োগ দিতো না।
এটা সরকারের উচিত হয় নাই তাকে নিয়োগ দেওয়া।
তবে শেখ হাসিনাকে গদিতে না বসালে সেই বিচার কেউই মানবেনা।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা গদিতে বসলে আমি, আপনি, ব্লগার মশিউর, ব্লগার শিশির সহ যারা সমালোচনা করেছে সবার পলাইতে হবে।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৬
শাহিন-৯৯ বলেছেন:
শেখ হাসিনাকে বেকসুর খালাস দিয়ে তাকে স্ব-সস্মানে রাজনীতি করতে দেওয়া হবে এই শর্ত দিলেই কেবল ভারত তাকে ফেরত পাঠাবে।