![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
আহ, কী চমৎকার দেশ আমাদের! যেখানে যোগ্যতা মানে শুধু মেধা বা পরিশ্রম নয়, বরং দুর্নীতির নতুন নতুন পন্থা আবিষ্কার করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়ার এক অসাধারণ ক্ষমতা। আর এই যোগ্যতার অনন্য উদাহরণ হিসেবে আমাদের সামনে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ।
গোপালগঞ্জের কাশিয়ানি ডিগ্রি কলেজের এক সাধারণ ছাত্র, কে জানত একদিন তিনিই হয়ে উঠবেন ক্ষমতার এক প্রতিচ্ছবি? গ্রামের নিপাট ছেলেটি যখন পুলিশ ক্যাডার হলেন, তখন অনেকেই হয়তো ভেবেছিলেন, “বাহ! পড়াশোনা করে ছেলেটা জীবনে কিছু একটা করল!” কিন্তু তারা কি জানতেন, এটা ছিল হিমশৈলের চূড়ামাত্র? আসল খেলা তো শুরু হলো এরপর।
সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 'অ্যালামনাই' বনে যাওয়াটা তো কেবল শুরু। নাইট কোর্সের ছাত্রত্ব নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক! ভাবা যায়? সাধারণ মানুষ যখন দিনের পর দিন খেটেখুটে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হয়, তখন কেউ কেউ স্রেফ একটি 'সিস্টেম' ব্যবহার করে ইতিহাসের অংশ হয়ে যান। এরপর এলো পিএইচডি! নম্বর জালিয়াতি করে পিএইচডি ডিগ্রি অর্জন করাটা তো আর যেই সেই ব্যাপার নয়। এর জন্য চাই তুখোড় বুদ্ধি, অসাধারণ পরিকল্পনা এবং হ্যাঁ, ড. শিবলী রুবাইয়াতের মতো একজন 'কারিগরের' সহায়তা। কে বলবে এটা যোগ্যতা নয়? আমাদের সমাজে এই ধরনের 'যোগ্যতা'কেই তো লোকে সালাম ঠুকে!
হাজার হাজার একর জমির মালিকানা? সে তো স্রেফ একটা শখ! এত অল্পতেই যদি থেমে যেতেন, তাহলে কি আর তিনি বেনজীর আহমেদ হতেন? দেশের আনাচে-কানাচে তার নামে, বেনামে জমি ছড়িয়ে আছে। এসবই তো তার দূরদর্শিতা আর 'ব্যবসার' acumen-এর প্রমাণ। সাধারণ মানুষ এক কাঠা জমির জন্য জীবনপাত করে, আর তিনি সারা দেশে সাম্রাজ্য গড়ে তোলেন। এ যেন রূপকথার গল্প!
তবে তার সর্বশেষ অবদানটি সত্যিই অসামান্য। নিজের ব্যবহৃত কাপড়চোপড় আমজনতার জন্য রেখে গেছেন। তবে হ্যাঁ, ফাও না, টাকা দিয়ে কিনতে হবে! এটাকেই বলে বিজনেস সেন্স! সাধু, সাধু! এই মহানুভবতা দেখে আমাদের চোখে জল চলে আসে। এত বড় হৃদয়ের অধিকারী মানুষ ক'জন আছেন এই দুনিয়ায়?
ক্ষমতার রাস্তা খুঁজে পাওয়া সহজ নয়, কিন্তু তার চেয়েও কঠিন হলো সেই ক্ষমতা হজম করা। বেনজীর সাহেব দেখিয়ে দিলেন, ক্ষমতাকে কীভাবে আত্মস্থ করতে হয়। তবে সব ক্ষমতা যে হজম হয় না, বা ক্ষমতার গরম যে সবসময় নিজেকেই পুড়িয়ে ছারখার করে দেয়, সে কথা হয়তো তিনি ভুলেই গিয়েছিলেন। যখন ক্ষমতার অপব্যবহার সীমা ছাড়িয়ে যায়, তখন সেই ক্ষমতা আর রক্ষাকবচ থাকে না, বরং তা নিজেই 'বারবিকিউ' বানিয়ে দেয়।
আমরা সাধারণ মানুষ এই ‘যোগ্যতা’র কাছে বারবার হেরে যাই। আমরা শুধু মুগ্ধ চোখে তাকিয়ে থাকি, কীভাবে একজন মানুষ সব সীমা অতিক্রম করে নিজের সাম্রাজ্য গড়ে তোলে, আর শেষমেশ সবকিছু হারিয়ে লোকচক্ষুর আড়ালে চলে যায়। তারপরও, আমরা তো 'সালাম' জানাতে ভুলি না। কারণ এটাই তো আমাদের নিয়তি, এই ধরনের 'যোগ্যতা'কেই বারবার স্বীকৃতি দেওয়া!
২৩ শে জুলাই, ২০২৫ রাত ৮:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: বেনজির কে কেউ ওভারটেক করতে পারবে না । যত নায়িকা ছিলো সবার দিকে এর কু নজর ছিলো। তোফায়েল আহমেদের ভাগিনার সাথে কেচাল ছিলো মেয়ে নিয়ে ।
২| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ৯:০০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ক্ষমতায় থাকাকালে এদের ধরার সুযোগ থাকা দরকার। পরে আলোচনায় এলে তো এরা শাস্তি পায় না, পালিয়ে যায়। বর্তমানেরগুলোও তো এখন ধরা পড়বে না। এমন সময় ধরা পড়বে, যখন ধরার সুযোগ থাকবে না।
২৩ শে জুলাই, ২০২৫ রাত ৯:০৬
সৈয়দ কুতুব বলেছেন: যাদের কথা বলছেন এদের ছক কষে করাপশনের দিকে ঠেলে দেয়া হয়েছে। আমরা ভেবেছিলাম তারা নিজ কাজে ফিরে যাবে । :-&
৩| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ১০:৪১
অপু তানভীর বলেছেন: বেনজীর আওয়ামীলীগের জন্য অমূল্য রত্ন ছিল। ১৩ সালের পুরো ঝামেলার সময় ঢাকাকে বেনজীর একক হাতে রক্ষা করেছিল। বেনজীর শেখ হাসিনা ছাড়া আর কাউরে গোনার ভেতরে ধরতো না। এই ২৪ শে যদি বেনজীর থাকতো হাসিনা টিকে গেলেও যেতে পারতো।
২৩ শে জুলাই, ২০২৫ রাত ১০:৫০
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কথাটা ফেলে দেওয়ার মতো না।
৪| ২৪ শে জুলাই, ২০২৫ রাত ৩:০৩
আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: আজ থেকে ১৭ বছর আগে যাদের এই রকম ইতিহাস বের হয়েছিল, তারা আজ সুফী, দেশের বীর। বাবরের মনে হয় অনুরুপ ইতিহাস ছিল, যদিও বেনজির তার নামের মতই বিশেষ। কিন্তু সম্ভাবনা আছে, ১৭ বছর পর তিনিও মহান বীর হিসেবে আবির্ভূত হবেন। আমরা আসলে অপরাধীকে তার কর্ম দিয়ে বিচার করিনা, এখন বিচার করি যে, কোন এক প্রাক্তন অপরাধী তার চেয়েও বড় ক্রিমিনাল কর্তৃক নির্যাতিত হয়েছে কিনা।
২৪ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: সঠিক ভাবে বিচার হলে দেশে লুটেরা, মাফিয়া আর যারা ৭১ সালে দেশের বিরোধিতা করেছিলো কেউ পলিটিক্স করতে পারতো না ।
৫| ২৪ শে জুলাই, ২০২৫ রাত ৩:১৩
শ্রাবণধারা বলেছেন: এই লোকটি দেশে ফিরিয়ে এনে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
২৪ শে জুলাই, ২০২৫ সকাল ১০:০০
সৈয়দ কুতুব বলেছেন: পারবে বলে মনে হয় না । তবু আশা রাখি ।
৬| ২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, এটা আমি চাই।
২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১:২৮
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা সহ যারা অন্যায় করেছে আমি চাই তারা সাজা পাক।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০২৫ রাত ৮:৪৯
কামাল১৮ বলেছেন: রিকশায় তিনজন চড়া ছেলেদের এক মাসের মাথায় প্রত্যেকের দামি গাড়িতে চড়ার গল্পের মতো নয় এটি।আপনি যেটা বললেন এক জীবনের গল্প এটি।এমন গল্প হাজার হাজার আছে।