![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
আজ ১ সেপ্টেম্বর। এই দিনে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে তাঁর নাম এক অনিবার্য আলোচনার অংশ। কিন্তু সেই আলোচনায় যেমন শ্রদ্ধা আছে, তেমনি আছে অসংখ্য প্রশ্ন ও বিতর্ক, যেগুলোর উত্তর আজও স্পষ্টভাবে মেলেনি।
সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি হলো ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। রেসকোর্স ময়দানে যখন পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করছিল, তখন মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ওসমানীর উপস্থিতি প্রত্যাশিত ছিল। অথচ তিনি সেখানে ছিলেন না। অনেকেই বলেন, সামরিক প্রটোকলের কারণে কর্নেল পদমর্যাদার একজন অফিসারকে লেফটেন্যান্ট জেনারেলের সমমর্যাদায় দাঁড় করানো যেত না। অন্যদিকে কেউ কেউ মনে করেন, তাঁকে ইচ্ছাকৃতভাবেই বাদ দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত আসলে কার ছিল ? ভারতের, মুজিবনগর সরকারের, নাকি তাঁর নিজের এ নিয়ে ইতিহাস আজও নীরব।
তাঁকে ঘিরে আরেকটি অভিযোগ হলো তিনি ছিলেন “ডেস্ক জেনারেল”। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বেশিরভাগ সময় কলকাতায় থেকে টেবিলে বসে যুদ্ধ পরিচালনা করতেন, সরাসরি ময়দানে যেতেন কম। অনেক সেক্টর কমান্ডার তাঁর এই ভূমিকাকে সীমাবদ্ধ বললেও সমর্থকেরা বলেন, সর্বাধিনায়ক হিসেবে তাঁর মূল দায়িত্বই ছিল সমন্বয় করা ; ভারত, মুজিবনগর সরকার এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। প্রশ্ন থেকে যায়: তিনি কি কমান্ডারদের স্বাধীনতা সীমিত করেছিলেন, নাকি সেটিই ছিল যুদ্ধের বাস্তব চাহিদা?
ভারতীয় সেনাদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও বহু জল্পনা। তিনি কি সম্পূর্ণ ভারতীয় কমান্ডের অধীনে কাজ করতেন, নাকি কিছুটা হলেও স্বাধীন সিদ্ধান্ত নিতে পারতেন? যুদ্ধকালীন সময়ে ভারতের ওপর নির্ভরশীলতা তিনি হয়তো মেনে নিয়েছিলেন, কিন্তু স্বাধীনতার পরই ভারতের প্রভাব নিয়ে তাঁর অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে। ফলে প্রশ্ন ওঠে, তিনি কি শুরু থেকেই ভারতীয় ভূমিকাকে অনিচ্ছাসত্ত্বেও মেনে নিয়েছিলেন, নাকি তখন সেটিই ছিল অনিবার্যতা?
স্বাধীনতার পর তাঁর জীবন আরও বেশি বিতর্কিত হয়ে ওঠে। ১৯৭২ সালের এপ্রিলে সেনাবাহিনী থেকে তাঁর বিদায় অনেক প্রশ্নের জন্ম দেয়। সরকার তখন জেনারেল পদ বিলুপ্ত করে, ফলে ওসমানী অবসরে যেতে বাধ্য হন। এটি কি প্রশাসনিক সিদ্ধান্ত ছিল, নাকি তাঁকে সরিয়ে দেওয়ার কৌশল ?
একইভাবে শেখ মুজিবের সঙ্গে তাঁর সম্পর্কও নাটকীয়ভাবে বদলে যায়। মুক্তিযুদ্ধের সময় তাঁরা ছিলেন ঘনিষ্ঠ সহযোগী, কিন্তু পরবর্তীতে ভারত নীতি, সেনাবাহিনী পুনর্গঠন এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। শেখ মুজিব যখন একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ চালুর সময় ওসমানী প্রকাশ্যে বিরোধিতা করেন। এটি কি কেবল গণতান্ত্রিক নীতির প্রতি তাঁর অবিচল অবস্থান, নাকি বঙ্গবন্ধুর প্রতি ব্যক্তিগত ক্ষোভ ?
শেখ মুজিব হত্যার পর ওসমানীর রাজনীতিতে প্রবেশ আরও বড় বিতর্কের জন্ম দেয়। তিনি যুক্ত হন জাসদের সঙ্গে, যে দল তখন সশস্ত্র বিপ্লব ও উগ্র আন্দোলনের কারণে আলোচিত ছিল। অনেকেই মনে করেন এটি ছিল তাঁর রাজনৈতিক প্রজ্ঞার অভাবের প্রমাণ, আবার অন্যদের মতে, তিনি কেবল বিকল্প গণতান্ত্রিক শক্তি খুঁজছিলেন। এই সিদ্ধান্ত কি দেশের জন্য ক্ষতিকর ছিল, নাকি সত্যিই তখনকার অস্থির সময়ের প্রেক্ষিতে এটি ছিল তাঁর সৎ বিশ্বাস এ নিয়ে মতভেদ আছে।
ওসমানীর জীবনের অনেক অমীমাংসিত রহস্য আজও গবেষণার অপেক্ষায়। ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের দিন তিনি আসলে কোথায় ছিলেন, তাঁর মানসিক অবস্থা কেমন ছিল সেই তথ্য পুরোপুরি জানা যায়নি। ভারতের সঙ্গে তাঁর সম্পর্কও এক অদ্ভুত টানাপোড়েনে ভরা যুদ্ধে প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করেছিলেন, কিন্তু স্বাধীনতার পর ভারত-বিরোধী অবস্থানও নিয়েছিলেন।
সবচেয়ে বড় প্রশ্ন হয়তো তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে। তিনি কি সত্যিই ক্ষমতার শীর্ষে যেতে চেয়েছিলেন ? নিজেকে শেখ মুজিবের বিকল্প হিসেবে কল্পনা করেছিলেন কি ? নাকি কেবলই দেশের স্বার্থে লড়াই করতে চেয়েছিলেন, রাজনীতি ছিল তাঁর কাছে গৌণ ?
-
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০২
সৈয়দ কুতুব বলেছেন: ওসমানি কে নিয়ে প্রচলিত অপ্রচলিত আছে এমন সব ঘটনা নিয়ে ব্লগার রা কি ভাবেন, সন্দেহ পোষণ করেন সবার দৃষ্টিভঙ্গী দেখার জন্য পোস্ট করা হয়েছে। সমালোচনা না করলে আপনার ঘুম কম হয় বলে মনে হয়। সিম্পল কাট আন্সার দিবেন তা না গরুর গাধা সবাইকে টেনে আনছেন।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০৮
জেনারেশন একাত্তর বলেছেন:
কতজন ব্লগার শুনেছেন যে, জেনারেল ওসমানী ছিলেন মুক্তিযুোদ্ধাদের সেনাপ্রধান?
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:১৮
জেনারেশন একাত্তর বলেছেন:
তিনি ১ নং সেক্টরে এসেছিলেন কয়েকবার।
আপনি যেসব সমস্যার কথা লিখেছেন, এগুলো লিলিপুটিয়ানদের লেখায় আসে সব সময়।
তবে, ১টি বিষয় নিয়ে উনার সাথে ভারত সরকারের মতবিরোধ হয়েছিলো? সেটা আমি জানি, কিনতু ব্লগের লিলিপুটিয়ানরা কিংবা আপনি জানার কথা নয়।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:৩২
মথিতস্বপ্ন বলেছেন: এটা সেনা প্রধান পর্যায়ের প্রোগ্রাম ছিলো না। ভারতীয় সেনাবাহিনি প্রধান যে কারনে আসেননি, ওসমানিও তাই।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪৯
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি যদি মনোযোগ দিয়ে গরুর রচনা পড়েন, আপনি অবশ্যই জানার কথা গরুর পা ৪ খানা; আর শুনে শুনে যদি পরীক্ষয় লেখেন, লিখতে পারবেন, "কেহ কেহ বলেন যে, গরুর পায়ের সংখ্যা ৬ খানা"।
পাকিস্তানী বাহিনী আত্মসমর্প জন্য নেগোসিয়েশন করেছিলো ভারতীয় বাহিনীর সাথে; ২ দেশের সনাবাহিনী "জেনেভা কনভেশনে" সাইনকরা বাহিনী; মুক্তিযোদ্ধাদের বাহিনী যে, ১টি বাহিনী, সেটা জেনেভা কনভেশন অনুসারের স্বীকৃত ছিলো না।
আপনি ইডিয়টদের লেখা পোষ্ট পড়েন, এটা সমস্যা