নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

প্রাথমিক বিদ্যালয়ে কেন সংগীত শিক্ষক নিয়োগ দিতে চায় ইন্টেরিম সরকার?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৫


প্রাথমিক বিদ্যালয়ে কেন সংগীত শিল্লী নিয়োগ দেয়ার বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তা নিয়ে নাখোশ হয়েছেন শায়েখ আহমাদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারী। উনার বক্তব্য হলো সংগীত শেখা জনআকাঙ্খা বিরোধী। বাংলাদেশের নব্বই ভাগ মানুষ তার সন্তান কে সংগীত শেখাতে আগ্রহী নন। তারা চায় ছেলেমেয়েরা ধর্মীয় জ্ঞান শিখুক। পরিবর্তে বিশেষায়িত ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেয়ার দাবী জানিয়েছেন তারা। এসব ভিনদেশি কালচার শিখে ছেলেমেয়ারা বখে যাচ্ছে। কিশোর গ্যাং ও মাদকের সাথে জড়িয়ে পড়ছে। উনাদের বক্তব্য নিয়ে তেমন কিছু বলার নেই।

একবার বিটিভিতে সাক্ষাৎকার শুনছিলাম ড.মুহাম্মদ জাফর ইকবালের। ফ্যাসিবাদের দোসর তকমা পেয়ে তিনি এখন কোনো গর্তে লুকিয়ে আছেন। স্যারের প্রতি শ্রদ্ধা ছিলো ছোটকাল থেকেই কিন্তু শিক্ষা ব্যবস্থার ধ্বংস ও কোটা আন্দোলনের সময় শেখ হাসিনার পক্ষ নেয়াতে এখন উনার প্রতি ভালো ধারণা রাখি না। স্যার উক্ত অনুষ্ঠানে শিশু-কিশোরদের পাঠানো কিছু চিঠিপত্রের উত্তর দিচ্ছিলেন। একটা চিঠিতে স্যার কে প্রশ্ন করা হয় যে জনৈক শিক্ষার্থী সংগীত ও নাচ খুব ভালোবাসে। কিন্তু শিক্ষার্থীর বাবা-মা চায় সে ডাক্তার হবে। শিক্ষার্থী তার বাবা-মা কে বুঝিয়েছে যে ক্রিয়েটিভ কিছু করতে চায়;ডাক্তার হতে চায় না।

শিক্ষার্থীর বাবা-মা বলেছে যদি তার প্রিয় লেখক জাফর ইকবাল বলেন যে সংগীত ও নাচ ক্রিয়েটিভ কাজ তবে তারা আর বাধা দিবেন না। আর যদি জাফর স্যার বলেন যে সংগীত ও নাচ কোন ক্রিয়েটিভ কাজ না তবে উক্ত শিক্ষার্থীকে বাবা-মায়ের কথা শুনতে হবে। স্যার চিঠি পড়ে হেসে হেসে বললেন " নাচ-গান কোনো ক্রিয়েটিভ বিষয় না একমাত্র বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করলে ক্রিয়েটিভ কিছু ভবিষ্যতে করা সম্ভব।" জাফর ইকবাল স্যারের মুখে এমন বক্তব্য শুনে উক্ত শিক্ষার্থীর কি অবস্থা হহয়েছিল সেটা জানার সুযোগ হয়নি। কিন্তু আমার মন খারাপ হয়ে যায়।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৩

কামাল১৮ বলেছেন: গান মানুষকে আলোর পথ দেখায়।মনকে শান্ত হতে সাহায্য করে।অশান্ত মন কোন কাজেই আসে না।তাই প্লেটো তার পাঠ সূচিতে গান ও শরীর চর্চা যুক্ত করেছিলো।



০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৮

সৈয়দ কুতুব বলেছেন: সরকার কে ধন্যবাদ জানানো উচিত আপনার।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৬

বিজন রয় বলেছেন: দিলে ক্ষতি কি?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৭

সৈয়দ কুতুব বলেছেন: সরকার কে ধন্যবাদ দেন।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৯

বিজন রয় বলেছেন: শায়খ আর আজাহারীর কথা পালন করুন, দেশের উন্নতি হবে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৭

সৈয়দ কুতুব বলেছেন: ইনশাল্লাহ।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৭

জেনারেশন একাত্তর বলেছেন:



দেশে এই ইডিয়টের সমর্থকের পরিমাণ কেমন?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০২

সৈয়দ কুতুব বলেছেন: একজন হুজুর কে ইডিয়ট বলায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২৬

নতুন বলেছেন: অবশ্যই সংগীত শিক্ষার দরকার আছে।

জনগনের মনে সৃজনশীলতার দরকার আছে। দেশের মানুষের মানুষিক অবস্থা খারাপ হচ্ছে দিন দিন।

জিহাদী জজবা বেড়ে যাচ্ছে, তৌহিদী জনতা জীহাদী জজবায় অনেক কিছু ধংষ করছে দেশে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: নানা মুনির নানা মত।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩২

ঋণাত্মক শূণ্য বলেছেন: আচ্ছা, গানের শিক্ষক নিয়োগের কথা হয়েছে, বিজ্ঞানের শিক্ষক নিয়োগের কথা হয়েছে কি? আমাদের দেশের মানুষজন টেকনিক্যাল স্কিল, টেকনোলজিকাল স্কিল ও ম্যানেসজমেন্ট স্কিলের ঘাটতির কারণে আগাতে পারছে না। ভারত এদিক গুলি কাভার করে সারা পৃথীবি দখল করে নিচ্ছে।
আর আমরা আছি গানের পৃথিবী দখল করতে।!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: ২০ ভাগ শিক্ষক বিজ্ঞান বিভাগ থেকে নিবে সাধারণ সহকারি শিক্ষক।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৫

সুলাইমান হোসেন বলেছেন: নতুন বলেছেন: অবশ্যই সংগীত শিক্ষার দরকার আছে।

জনগনের মনে সৃজনশীলতার দরকার আছে। দেশের মানুষের মানুষিক অবস্থা খারাপ হচ্ছে দিন দিন।

জিহাদী জজবা বেড়ে যাচ্ছে, তৌহিদী জনতা জীহাদী জজবায় অনেক কিছু ধংষ করছে দেশে।


এই লেখা থেকে আপনার মুর্খতার স্তর অনুমান করা যায়।অন্ধ হতে হতে এই পর্যায়ে এসে ঠেকেছেন।প্রতিটি মানুষের রুচি চাহিদা ভিন্ন ভিন্ন থাকে।যারা গান শিখবে তাদেরকে গান শিখানো উচিত।যারা গান ভালোবাসেনা তাদেরকে জোড় করে কিভাবে গান শিখাতে চান

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: নানা মুনির নানা মত।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৪

বাজ ৩ বলেছেন: গান একটা বাজে জিনিস।একহাজার গানের মধ্যে একটা গান হয়ত শুনার যোগ্য হতে পারে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: নানা মুনির নানা মত।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




সংগীত শিক্ষার মাধ্যমে একজন ইউসুফ ইসলাম, সামী ইউসুফ কিংবা একজন জেইন বিখা বা মাহের জেইন হবার ঝুঁকি আছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৮

জেনারেশন একাত্তর বলেছেন:



গত পোষ্টে ১টি প্রশ্ন ছিলো, "কোন জাতির উন্নয়ন জাতিসংঘ কিভাবে মাপে? "

-উত্তরটি ভুল ছিলো; আপনি টংদোকানের রাজনৈতিক পোষ্ট লিখছেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩১

সৈয়দ কুতুব বলেছেন: আমি চারপাশে পরিবর্তন দেখেছি, সেটা কিভাবে ঘটছে সেটা জানার চেষ্টা করেছি। আপনি জাতিসংঘ রিপোর্ট দেখেছেন। তাই আজ দেশ ছাড়া। আপনি বলেছিলেন আলু ফ্রাই খাওয়ার কারণে আলুর দাম বেড়েছে। এখন আলুর দাম কমলো কি করে? আপনি সেটা নিয়ে লিখবেন না জানি। :)। আলু কিন্তু মানুষ অভাবে থাকলেও খায়।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: গনতান্ত্রিক শাসন ব্যবস্থায় কি ধর্মীয় অনুশাসন চলতে পারে; আপনার কি মনে হয়?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ধর্মীয় অনুশাসন চলতে পারে, তবে তা ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ। গণতন্ত্রে ধর্মীয় অনুশাসন নৈতিকতার একটি উৎস হিসেবে কাজ করতে পারে, কিন্তু রাষ্ট্রীয় আইন হবে সবার জন্য সমান ও ধর্ম নিরপেক্ষ।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: চমৎকার একটি উওর দিয়েছেন; ধন্যবাদ।
বাংলাদেশ জন্মলগ্ন থেকে ধর্ম আর গনতন্ত্র কে মিক্স করে চলার চেষ্টা করেছে।
এজন্য দেশে থেমিস দেবির মুর্তির মত সামান্য বিষয়ে অরাজকতা সৃষ্টি হয়।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২০

সৈয়দ কুতুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪৩

ক্লোন রাফা বলেছেন: কেনো বাংলাদেশে কি গানের স্কুলের আকাল পড়েছে ⁉️ নাকি মাজারের মত গানের স্কুল ধ্বংস করে দিয়েছে তৌহিদী জনতা ‼️

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৫১

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ শেখ হাসিনার !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.