নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ভুল বুঝেছিলাম শেখ হাসিনা: ক্ষমা করো আমাদের !

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৬


২০১৮ সালের নির্বাচন নিয়ে নতুন করে বলার কিছু নেই। এক কথায়, সে এক ঐতিহাসিক ঘটনা। এ এমন এক নির্বাচন, যা আমাদের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শোনা যায়, জাপানি রাষ্ট্রদূতও নাকি অবাক হয়ে বলেছিলেন, "রাতের ভোটের এমপি হওয়ার নজির বিশ্বে বিরল।" ভাবুন তো, আমাদের দেশ কত আধুনিক! আমরা এখন দিন-রাতের ২৪ ঘণ্টাই কাজ করি, এমনকি নির্বাচনও!

যারা সে রাতে নির্বাচিত হলেন, তারা দিনের আলোতে জমি দখল, আর সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার মতো মহান কাজে নিজেদের নিয়োজিত করলেন। শোনা যায়, শেখ হাসিনার 'পোষা' ডিজিএফআই নাকি জরিপ করে দেখেছিলো আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। তাই তারা সিদ্ধান্ত নিলো, রাতের বেলা সিল মেরে ক্ষমতা ধরে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। আহা, এমন সৎ পরামর্শদাতারা থাকলে কার না ভালো লাগে!

আমার নিজেরও সেই ঐতিহাসিক রাতের কারচুপি স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়েছিল। আমাদের বাসার পাশে একটা ভাঙাচোরা স্কুল, যেখানে ১০ জনও শিক্ষার্থী নেই, সেখানে কেন্দ্র স্থাপন করা হয়েছিল। আমাদের দারোয়ান সাইফুল তো আনন্দে আত্মহারা। যাকে দেখছে তাকেই বলছে, "কঠিন খেলা চলছে! পুলিশ-ছাত্রলীগ-আনসার সব এক পক্ষ হয়ে খেলছে।" সাইফুল বারবার স্কুলে উঁকিঝুঁকি মারছে, আর পুলিশ তাকে মারতে যায়। পরে অবশ্য আরেকজন পুলিশ এসে তাকে বাঁচিয়ে দেয়। সে রাতে স্কুলের আলোয় সারা রাত মহান কর্ম সম্পাদন করা হয়, আর সাইফুলের নির্ঘুম রাত কাটে।

সকালে ভোটকেন্দ্র প্রস্তুত হলেও মানুষের দেখা নেই। দুপুর ১২টার দিকে ৫০ জনের মতো একটা লাইন হলো, কিন্তু তারা কে, কোথা থেকে এসেছেন, তা কেউ বলতে পারে না। অনেক কেন্দ্রে ভোটাররা গিয়ে শোনে তাদের ভোট হয়ে গেছে। প্রাক্তন এমপি ইলিয়াস মোল্লা তার গুন্ডা বাহিনী দিয়ে সব কেন্দ্র দখল করে রেখেছিলেন। তাই মানুষের মাঝে কোনো উদ্বেগ ছিল না, কারণ তারা ফলাফল আগে থেকেই জানতো।

আজ এক ভারতীয় সাংবাদিকের কাছে শুনলাম, শেখ হাসিনা নাকি চাননি রাতের ভোট হোক। কিন্তু উনার নাকি কোনো উপায় ছিল না। উনার 'দুষ্টু' এমপিরা জোর করে উনাকে দিয়ে এই কাজ করিয়েছেন। শুনে খুব আফসোস হচ্ছে। বেচারি শেখ হাসিনা, এমন দুষ্টু এমপিদের পাল্লায় পড়ে কী না কী করতে বাধ্য হলেন! তাই এখন তাকে 'গণতন্ত্রের মানসকন্যা' না বলে 'বেচারি গণতন্ত্রের মানসকন্যা' বলা উচিত।

আহা, শেখ হাসিনার জন্য মনটা কেমন জানি হু হু করে উঠল। এতদিন জেনে আসছিলাম, তিনি দেশের সবকিছু একাই সামলান। কিন্তু ছবিটা দেখে সব ধারণা পাল্টে গেল। গৌতম লাহিড়ী, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি, যা বলেছেন তাতে তো আমার চোখ কপালে। তিনি বলছেন, শেখ হাসিনা নাকি নিজে তাকে বলেছেন, "আমি এমনটা চাইনি, দলের কিছু লোক জোর করে এটা করেছে। আমি জানি এর দায় আমাকে সারাজীবন বয়ে বেড়াতে হবে।"

ভাবুন তো, কী করুণ এক পরিস্থিতি! একদিকে সারা দেশের মানুষ বলছে, ২০১৮ সালের নির্বাচন ছিলো রাতের ভোট। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী বলছেন, তিনি নাকি নির্দোষ, তার দুষ্টু এমপিরা জোর করে এমন কাজ করিয়েছেন। শেখ হাসিনার মতো একজন শক্তিশালী নেত্রীকেও তার দলের কিছু লোক দিয়ে এমন কাজ করানো হয়েছে ! এই এমপিরা কি তাহলে প্রধানমন্ত্রীর চেয়েও ক্ষমতাশালী? নাকি তিনি তাদের ভয়ে কিছু বলতে পারছিলেন না ?শেখ হাসিনার কথা শুনে চোখে জল চলে এলো । =p~




মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি দেশের ক্যু'গুলোর (১৯৭৫, ১৯৮২, ২০০৭ ) ইতিহাস বুঝেন না বলে, এসব রম্য লিখে যাচ্ছেন! সঠিক ধারণা না'থাকলে রাজনৈতি পোষ্টগুলো ভাঁড়ের গলয্পে পরিণত হয়।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামি লিগ চোর , শেখ হাসিনা চোর ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

শেরজা তপন বলেছেন: এইটা আপনার লেখা তো?
তার মানে আপনি মিরপুরে থাকেন!
হাসু আপুর জন্য বুকের মধ্যে ঝাঁ ঝাঁ করছে, আহা কি সুবোধ-নাদান বালিকা ছিলেন তিনি!!

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

সৈয়দ কুতুব বলেছেন: ২০১৮ সালে মিরপুর থাকতাম ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

কলিমুদ্দি দফাদার বলেছেন: মাদার অফ হিউম্যানিটি
শেখ হাসিনা আসবে; বাংলাদেশ হাসবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫১

সৈয়দ কুতুব বলেছেন: আমাদের ভয় হলো সামনের সরকার গুলো যদি আবার শেখ হাসিনাকে ফলো করে তাহলে আম ছালা সব যাবে। সে পসিবিলিটি উরিয়ে দেয়া যায় না ।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

কামাল১৮ বলেছেন: ভুল হোক আর ঠিক হোক সবকিছুই হয়েছে প্রয়োজন থেকে।আজকে যা হচ্ছে পরে দেখা যাবে ভুল ছিলো।ঠিক ঠাক করার জন্য যে জ্ঞানের প্রয়োজন তা আমাদের নেই।তাই আমরা ভুল করি আর পরে পস্তাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: ভুল করে চুরি করা আর বুঝে চুরি করার মাঝে তফাত আছে। আপনি এক একজন এমপি কে তিন/চারবার করে নোমিনেশন দিয়েছেন। উহারা ভেবেছে আমরা তো জমিদার যা ইছছে তাই করবো ।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯

শেরজা তপন বলেছেন: ভাইও, ইলিয়াস মোল্লায় মুখ্য-সুখ্য আছিলো মাগার আদর আপ্যায়নে বহুত দিলখোলা আছিলো। আমার বন্ধুগো লগে ওর বেজায় পেয়ার-মহব্বত। আমি এট্টু চিপায় চাপায় কাই্ট্যা কাইট্যা থাকতাম আর কি :)
তবে বেজাত আছিল আসলাম্যায়, মজুমদারও বিরাট লুইচ্যা মাল।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২০

সৈয়দ কুতুব বলেছেন: ২০০৮ থেকে এমপি ইলিয়াস মোল্লা ! এতবার কাউকে নমিনেশন দিলে সে তো মাফিয়া হবেই। কামাল মজুমদার আমার পরিচিত। আরেক মাফিয়া।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৭

ধূসর সন্ধ্যা বলেছেন: শেখ হাসিনার শাসনে যা কিছু অপরাধ হয়েছে তার প্রত্যক্ষ ভাবে মদদ দিয়েছে শেখ হাসিনা নিজে। তার ইচ্ছের বিরুদ্ধে একটা কিছু হয় নি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২১

সৈয়দ কুতুব বলেছেন: ইহা ওপেন সিক্রেট।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৯

ঢাবিয়ান বলেছেন: মনে হয় লীগের নেতা কর্মীরা আর আপার কথা শুইনা বিপদে পড়তে রাজী হচ্ছে না !:#P

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩০

সৈয়দ কুতুব বলেছেন: কর্মীদের শেখ হাসিনাতেই ভরসা। আজকেও মিছিল করেছে।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: এভাবে হাসলে শেখ হাসিনা মন খারাপ করবেন।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৬

আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক আগের একটা গানের কলি - “ আমি ভুল করে যে ভুল করেছি সেই ভুলেরই জন্যে... এতোদিনে হলাম আমি হণ্যে ...!”

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৭

সৈয়দ কুতুব বলেছেন: হা হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.