| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ কুতুব
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। যার "কিংবদন্তি" হাত ধরে কোটা আন্দোলনের সূচনা হয়েছিল! ২৪ এর জুলাই আন্দোলনের সময় যখন ডাকসুর বর্তমান সদস্যরা কেউ জেল ও জুলুমের শিকার হননি, তখন "বীর যোদ্ধা" নুরুল হক নুরকে পুলিশ মেরে হাত ঠ্যাং ভেঙে দিয়েছিলো । মুচলেকা নিয়েছে যে নুর আর কোনোদিন রাজনীতি করতে পারবে না - কী ভয়ঙ্কর নির্যাতন!
আদালতে যাওয়ার সময় তিনি "দৃঢ়চিত্তে" ঘোষণা করেছিলেন: "আন্দোলন থামানো যাবে না, সরকার নব্বই ভাগ পড়ে গিয়েছে আর দশ ভাগ কেবল বাকি রয়েছে।" নুরুল হক নুরের ছেলে একটা প্রতিবন্ধীর মতো হয়ে গেছে বারবার বাবাকে পুলিশ ধরতে আসার আতঙ্ক সহ্য করতে না পেরে। কী মর্মান্তিক ঘটনা !
সরকারের প্রেস সচিব শফিক মিয়া আজ "ধৃষ্টতামূলক" বক্তব্য দিয়েছেন ! বলেছেন জাতীয় পার্টি আগামী ইলেকশনে অংশ নিতে পারবে, সরকারের কোনো আপত্তি নেই। হায় হায়! এ কেমন কথা! যে জাতীয় পার্টিকে সরকার ঐক্যমত কমিশনে ডাকলো না, নির্বাচন কমিশন সংলাপে ডাকলো না, সেই জাতীয় পার্টি নাকি আগামী ইলেকশনে অংশ নিতে পারবে! কী ভয়ানক ব্যাপার! গণতন্ত্রের এমন "অপব্যবহার" কেউ দেখেছে?
আর এই খবর দেখে দালাল ইউটিউবার নবনীতা চৌধুরী তো অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছে: "জাপার হাত ধরেই ফিরছে আপা"। ভয়ঙ্কর চক্রান্ত চলছে তলে তলে ! কিন্তু প্রেস সচিবের এমন "বিপজ্জনক" মন্তব্যের প্রতিবাদ করতে দেখলাম না এনসিপির কোন নেতাকে। তারা নিশ্চয়ই ব্যস্ত আছেন অন্য "গুরুত্বপূর্ণ" কাজে!
জাতীয় পার্টির জিএম কাদের বেবিচকের চেয়ারম্যান থাকার সময় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিলো বাংলাদেশ বিমান। তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ? না! বরং তাকে ভিআইপি প্রটোকল দিয়ে গ্যাঞ্জাম থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। অবাক হওয়ার কিছু নেই - এটাই তো বাংলাদেশ !
জাতীয় পার্টি এখন নতুন জোট করার পায়তারা করছে। কিন্তু "বিপ্লবী নেতারা" একদম চুপ মেরে আছে। তারা এখন নিজের সিট নিশ্চিত করতে জোটে যাওয়ার ধান্দায় ব্যস্ত। গণঅধিকার পরিষদ শুরু থেকেই চেষ্টা করছিল যাতে জাতীয় পার্টির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়। কিনতু "অদৃশ্য শক্তির" পেদানি খেয়ে হাসপাতালে যেতে হয় বারবার নুরুল হক নুরকে।
জাতীয় পার্টি দেখি বাংলাদেশের ভিআইপি দল ! তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার "সাহস" দেখালেই মাইর খেয়ে হাসপাতালে যেতে হচ্ছে। জাতীয় পার্টি ইলেকশনে আসা মানেই বিরোধী দলের পজিশন নিয়ে মারাত্মক সংঘর্ষ শুরু হবে। সরকার কি সেটা হ্যান্ডেল করতে পারবে? আগ বাড়িয়ে জাতীয় পার্টিকে ইলেকশন করতে দিয়ে সরকার খাল কেটে কুমীর ডেকে আনছে না তো ? অথচ আজ হান্নান মাসউদ প্রেস সচিবের এই "বিপজ্জনক" বক্তব্যের প্রতিবাদ না জানিয়ে নিজ বিবাহ নিয়ে ব্যস্ত ! হায় সেলুকাস, কি বিচিত্র আমাদের এই স্বদেশ! 
২|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২০
জেন একাত্তর বলেছেন:
জাতীয় পার্টি হচ্ছে এরশাদের দল, মিলিটারীতে ও অবসররাপ্ত অফিসারদের মাঝে তাদের লোকজন আছে।
৩|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৪১
কলিমুদ্দি দফাদার বলেছেন:
ভাবছি আজকে আর কোন মন্তব্য করবো না কিন্তু স্বীকৃতি বাটপার বিকাশ নুরুর বন্দনা দেখে আর কিছু না বলে থাকতে পারলাম না।
যার "কিংবদন্তি" হাত ধরে কোটাতে শেখ হাসিনাকে "মাদ্যার অফ এডুকেশন" বঙ্গভবনে হাসিনার তার মায়ের মতো এই বাটপার বলেছিল না.......
তখন "বীর যোদ্ধা" নুরুল হক নুরকে পুলিশ মেরে হাত ঠ্যাং ভেঙে দিয়েছিলো এই বাটপার ছাত্রলীগের মাইর খেয়ে ছিড়া লুঙ্গি পড়ে ঢাকা মেডিকেলের বারান্দায় শুয়ে ছিল। টাইমলাইনে আইসা বিএনপি-জামাতের টাকা খাইয়া দল গঠন করে তাদের প্রক্সি হইয়া মাঠে ছিল। এনসিপির আসিফ সহ অর্ধেক রে দুর্নীতি, চুরি শিখাইছে এই বাটপার......
দুবাই তে মোসাদি এজেন্টের সাথে দেখা করার মাত্র কয়দিন আগে স্বীকার করছে। রেজা কিবরিয়া মতো ব্যক্তিত্বকে মিথ্যা অপবাদ দিচ্ছে। তার আর্থিক কেলেঙ্কারি, দুর্নীতি, বাটপারি বলে শেষ করা যাবে না.....২৪ কোটা আন্দোলনের সময় এই বাটপার কয় এইটা হাসিনার প্লেন করিডোর থেকে চোখ সরানোর।
৪|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:০৫
মাথা পাগলা বলেছেন: ঐটা প্রতিবাদ ছিলো না। সাদা পাডা-কালা পাডার প্ররোচনায় জাপার অফিস দখল করতে চেয়েছিলো, তাই ভালো মতো ক্যাঁলানি খেয়েছে। নুরুর রাজনৈতিক জীবনটা এরকমই, খালি মাইর খায়।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২০
কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগকে কারো হাত ধরে রাজনীতিতে নামতে হবে না। অনেকেই আওয়ামী লীগের হাত ধরে রাজনীতিতে এসেছে।