নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই হোক মোদের লক্ষ্য

লজিক2010

সত্যের সন্ধানে সময় ব্যয় করি, সত্যকে মানতে ভালবাসি। সত্য প্রকাশে হতে চাই নির্ভীক।

লজিক2010 › বিস্তারিত পোস্টঃ

অনেকেই বলেন পবিত্র কোরান শরিফে তো এই শব্দ নাই , ওই শব্দ নাই । আমরা কেন পালন করব , মানব ?

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

কি আজব কথা ?

মহান আল্লাহ পাক সরাসরি তো অনেক কথাই বলেন নাই । মহান আল্লাহ পাক তো অল্পতে অনেক বেশী বুঝিয়ে থাকেন ।মহান আল্লাহ পাক কোরান শরিফ উনাতে কোন কিছুই বলা বাকি রাখেন নাই । আমাদের কম আকল , কম সমঝ ,কম জ্ঞান এর কারনে আমরা বুঝিনা ।



যেমন নামাযের ব্যাপারে মহান আল্লাহ পাক বলেছেন 'নামায আদায় কর' । কি নামায , কত প্রকার , কিভাবে আদায় করতে হবে তা পবিত্র কোরান শরিফে বলা আছে কি ? এমনি ভাবে প্রত্যেকটা আমলের ব্যাপারে একই কথা ।



নামায, রোজা, খোদা , ঈদুল ফিতর , ঈদুল আযহা , পোষাক , খাবারের নাম , দেশের নাম , মাদ্রাসা, মক্তব, কলেজ, মাহফিল , গাড়ি-বাড়ি সহ এমন হাজার হাজার ব্যাপার আছে যা পবিত্র কোরান শরিফে সরাসরি নাই কিন্তু আছে । তাই বলে কি আমরা এগুলা ছেড়ে দিব ?



যারা বলে তাদের কমন সেন্স নষ্ট হয়ে গেছে। তাই তারা তাদের আকল না খাটিয়ে ইবলিশ এর ওয়াসওয়াসায় এই শয়তানী কথা বলে ।

মহান আল্লাহ পাক আমাদের সহি সমঝ দান করুন । আমিন

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: : ঈদ অর্থ খুশি আর মিলাদুন্নবি অর্থ নবীজীর জীবন বৃত্তান্ত আলোচনা
নবীজীর শান মান সম্পর্কে আল্লাহ পাক কোরআনে উচ্ছ মর্যাদার
সহিত স্থান লাভ করেছে ।
আল্লাহ যার শান মান নিয়ে আলোচনা করেন , এবং তার উপর দরুদ
ও ছালাম ভেজে থাকেন এবং মুমিন গণকে তাগিদ দেন দরুদ ছালাম
পেশ করার জন্য ।
কোরআন , সুরা আহযাব আয়াত ৫৬ দেখুন সত্য

আর আল্লাহর আদেশ অবশ্যই ফরজ এবং আল্লাহ তার হাবিবের উপর
নিজে ছালাম দেন এবং তাগিদ দেন বেশি বেশি পড়ার জন্য
সুতরাং নিঃসন্দেহে আল্লাহর আদেশ
আল্লাহ নামায পড়েন না শুধু তাগিদ , রোযা রাখেন না শুধু হুকুম
এমন সব এবাদত যা মুসলমানদের জন্য ফরজ কিন্তু আল্লাহ নিজে
এবাদত হইতে মুক্ত অথচ নবীজীর উপর দরুদ ভেজে এবং সয়ং তার
হাবিবের উপর আলোচনা রাখেন মানে মিলাদ পড়েন
সেটা ফরজের চাইতে বেশি বললে ভুল হবেনা বরং কম জ্ঞানি আলেম
না বুঝে তর্ক করে ।

আল্লাহ পাক বলেন লাওলাকা মা আফ্লাক
অর্থ যদি আপনাকে সৃষ্টি না করতাম তবে কিছুই সৃষ্টি করতাম না ।
হাদিসে কুদসি

আল্লামা মাওলানা রুম বিখ্যাত কিতাব মসনবি শরিফে উল্ল্যখ করেন
আসলে ঈমান রুহে কোরআন মগজেদিন
হাস্তে হুব্বে রাহমাতুল্লিল আলামিন

অর্থ ঈমানের মুল , কোরআনের জান , এবং দিন বা ইসলামের মগজ
সেই যিনি কে আল্লাহ সমগ্র জগতের রহমত হিসাবে পাটিয়েছি

আর তার শানে তার শুভাগমনের দিনে আমরা তার শ্রেষ্ঠ উম্মত যারা
দাবি করি ঐ পবিত্র রহমতের দিন কে নিয়ে সন্দেহ ধিক মুসলিম ।
আল্লাহ আমাদের হেদায়েত ও রহমত দিন আমিন ।

ঈদ মোবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.