![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
আজ পবিত্র শবে বরাতের রাত। বাংলাদেশে একদিন পর হবে। যদিও দুবাইতে শবে বরাতের গুরুত্ব নেই। আরবীরা শবে বরাতকে নং বরং শবে ক্বদরকে গুরুত্ব দেয়। কিন্তু শবে বরাত এলেই শৈশবের সেই রঙিন দিনগুলির কথা মনে পড়ে। মাগরিবের নামাজ পড়েই মহল্লার সবার সাথে আশ পাশের সব কয়টা কবর যিয়ারতে বের হতাম। আর সারা রাত মসজিদে জিকির করে সেহরী খাওয়ার সময় বাড়ি গিয়ে আম্মুদের তুলতাম আর আমরাও সেহরী খেয়ে নপল রোজা রাখতাম। আমরা যারা কিশোর ছিলাম টিনের পট লোহা দিয়ে ছিদ্র করে ভেতরে মোমবাতি জ্বালিয়ে গ্রামের রাস্তায় জিকির করতাম। ২০০০ সালে আমাদের গ্রামে নতুন গ্যাসের লাইন আসছিলো। জিকির করে লোকাল ব্রীজের উপর গ্যাসের লাইনে বসে আমরা কয়জন জিকির করছিলাম। হঠাৎ আমি নীচের খালে পড়ে গেলাম । সেই স্মৃতিটা আজো হাসায়। আজ ফরিদ লন্ডনে আমি দুবাইতে একেজন একে জায়গায় শুনছি গ্রামে আগের মতো আর এমন ছেলেপিলেদের আসর হয়না।
২| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৪৩
আহলান বলেছেন: সেই দিন কি আর ফিরে পাব?
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৩ রাত ১০:২১
চারশবিশ বলেছেন: সৎ উপদেশ
কিন্তু মোমবাতি জালানোর ব্যাপারটা মিলল না
ইসলামে কোন ইবাদতের সাথেই মোমবাতি জালানোর নিয়ম নাই,
অবশ্য আলো যদি না থাকে তাহলে অন্য ব্যাপার