নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

গল্পে গল্পে বাংলাদেশ

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫২

গল্পে গল্পে বাংলাদেশ
লুৎফুর রহমান

প্রবাসে "দেশী ভাই' শব্দটি খুব আবেদনের। আনন্দের। সুখের। দেশী ভাই মানে নিজের দেশের ভাই। এই ভিনদেশে হাজার মানুষের ভীড়ে নিজের দেশের ভাইকে পাওয়া আর "দেশী ভাই' ডাকটা শোনা লাগতো পরম ভায়ের মতো মধুর ডাকের মতো। প্রবাসে যখন প্রথম এসেছিলাম এই আবেদনটি যতোটা নাড়া দিয়েছে আমায় তার এতটুকুনও কমেনি আজ পর্যন্ত। বাংলাদেশে নিজ এলাকার ভাইদের ঢাকায় গেলে দেশী ভাই কেউ ডাকলেও পরবাসে গোটা বাংলাদেশের ভাইকে দেশী ভাই বলে ডাকা হয়। এবার এমন এক দেশী ভায়ের সাথে গল্পে গল্পে বাংলাদেশ হয়ে কেটে গেলো একটি রাত। এখনকার রাত খুব দীর্ঘ। তবে আমাদের জীবনানন্দ দাস হয়ে, শামসুর রাহমান, আল মাহমুদ, দিলওয়ার, কালাদ আজাদ এঁর সাহিত্যের বাড়ি ফিরে চলতে থাকে গল্পের গাড়ি। এই দীর্ঘ রাত যেন সংক্ষেপ হয়ে ওঠে আমাদের কাছে।

জাতকবি সরওয়ার ফারুকী ভাই। 'রুদ্ধ রুহের স্বর' এবং একটি শব্দের জন্য'র কবি তিনি। তাঁর এ কাব্যদুটো বাংলা কাব্য জমিনে সফল চাষের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। হয়তো তাঁর পূর্ব পুরুষ মরমি কবি হবার সুবাদে রক্তে দানা বেঁধেছে তাঁর এ গুণ। সাত সমুদ্র, তেরো নদীর এপার থেকেও শব্দের পেছনে শব্দ বসিয়ে স্বপ্ন সাজান কবিতার পশরে। আর এই স্বপ্নের প্রসব হয় তাঁর একেকটি বই। তিনি থাকেন আরব আমিরাতের দুবাইয়ে। আমিও দুবাইয়ে। ফেসবুকের জনপ্রিয় গ্রুপ কবি ও কবিতার আসর এর মাধ্যমে তাঁর কাছে আসা। তাই হুট করে গত ২৮ অক্টোবর স্থানিয় সময় রাতের বেলা তাঁর বাসায় সাহিত্য আর দেশ নিয়ে আড্ডা দিতে আমি জাবেদ ভাই আর রফিক ভাই গেলাম। আমাদের আড্ডায় যেন আমরা ভুলেই গেলাম আমরা পরবাসে। লাগছিলো ঢাকার কোন এক গলিতে চলছে একটি সাহিত্য আড্ডা। রাতভর আড্ডা চললো কবে যে ভোর এসে দ্বোর নাড়লো বুঝাই গেলনা।

হাড়ভাঙা খাটুনির পরও আমাদের মন ও মানসিকতাই কাছে নিয়ে এসেছিলো। সাহিত্যের নানা পাঠ দেওয়া-নেওয়ায় কেটে যায় সময়। আমরা এই আড্ডায় প্রেরণা পাই। আমরা অনুভব করি শব্দচাষি কিছু শ্রমিক হয়ে পরবাসেও শব্দের সুন্দর জমিন সাজানো সম্ভব। গল্পে ওঠে আসে আমাদের মূল্যবোধ। সাহিত্যে শব্দচয়ন। দেশের মানুষের কাছে প্রবাসিদের চাওয়া। এবং পরবাস জীবনের বারোমাসি গান। অতঃপর সরওয়ার ফারুকী ভায়ের বাসা ত্যাগ করে নিজের বাসায় ফিরলাম তখন মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আযান। নামাজ শেষে একটু ঘুমালাম দুপুরে আবার ডিউটি আছে বলে...।

লেখক: সম্পাদক, মাসিক মুকুল, দুবাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৫

কিরমানী লিটন বলেছেন: অনবদ্য ...

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৫

লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.