![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
মৌলভীবাজার কনকপুর মসজিদে গণহত্যা
লুৎফুর রহমান
থানাবাজার বাস স্টেশনের দখিণা ওই মাঠে
ক'জন কৃষক কাজে ছিলেন বয়স বিশ, ষাটে।
গয়ঘরের মান্নান-সাত্তার এক মায়ের দুই ছেলে
ক্ষেত থেকে নিয়ে গেলো ধান রোয়া সব ফেলে।
আরো নিলো সেলিম এবং রায়পুরেরও মাসুক
রাজাকারে বল্লো সেদিন রক্তে সবাই ভাসুক।
কী হলো তারপরে?
বাঁচলো সেলিম ভাগ্যজোরে অন্য সবাই মরে।
কনকপুর মসজিদেরই সামনে সারি ধরায়
করলো গুলি কাঁদলো গাছে যেমন কাঁদে খরায়।
রক্ত তাঁদের ফিনকি ছড়ায় মসজিদেরই গায়ে
উড়লো পাখি প্রাণ বাঁচাতে দৌড়ে ডানে-বাঁয়ে।
______________________________________
** মৌলভীবাজারের থানাবাজার বাস স্টেশনের দক্ষিণের মাঠে ক্ষেতের জমিতে কাজ করছিলেন গয়ঘর গ্রামের আপন দু ভাই আব্দুল মান্নান ও আব্দুস সাত্তার। সাথে তাদের কর্মচারি সেলিম। পাশের জমিতে ছিলেন রায়পুরের মাসুক আহমদ। রাজাকারের নির্দেশনায় পাকবাহিনী ক্ষেতের জমি থেকে তাঁদের ধরে নিয়ে যায়। পরে কনকপুর সমজিদের সামনে একই সারিতে গুলি করে সবাইকে। বাকি সবাই মৃত্যুকে আলিঙ্গন করলেও অলৌকিকভাবে বেঁচে যান সেলিম।
©somewhere in net ltd.