নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

কুলাউড়া পুসাইনগরে গণহত্যা

২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

কুলাউড়া পুসাইনগরে গণহত্যা
লুৎফুর রহমান

জয়চণ্ডি, পুসাইনগর, বিছরাকান্দির লোকে
জান বাঁচাতে ভারত যাবে সাহস আনে বুকে
রাজাকার বাতিরেরই মিথ্যে আশার ফাঁদে
শান্তি সভায় এসে সবাই বুক ফাটিয়ে কাঁদে।

মাতাব নামের রাজাকারের ইশারাতে শেষে
ঘেরাও করে পাকবাহিনী হঠাৎ করেই এসে
হিন্দু মুসলিম দু ভাগেতে মুসলমান দেয় ছেড়ে
হিন্দুরা সব বাঁধলো হানায় গরুর রশি কেড়ে।

সনৎ নামে সারি থেকে প্রাণ বাঁচাতে পালায়
ষোড়শি মেয়ে নদীয়া বাঁচে পড়ে গিয়ে নালায়
বাকি সব লোককে তারা গার্লস স্কুলে নিয়ে
বেদম পেটায় পাকশালারা সঙ্গি সাথি দিয়ে।

মে মাসের নয় তারিখে কুলাউড়ার বুকে-
মাটিচাপায় পরাণ দিলেন পনেরজন লোকে
সুরেশ, নরেন, অনিল, উপেন, মতছির ও হরেন
মহেন, প্রসন, চিত্ত, মথুর, বিরাইরা কী করেন?
দিগেন ছাড়াও নাম না জানা তিনটি আরো প্রাণ
দেশের তরে সেদিন তাঁরাও দিয়ে গেলেন জান।
__________________________________
১৯৭১ সালের ৮ মে। মৌলভীবাজারের কুলাউড়ার থানার জয়চণ্ডি, পুসাইনগর ও বিছরাকান্দির লোকেরা প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী ভারতে পালিয়ে যেতে চান। কিন্তু শান্তি কমিটির আহবায়ক আব্দুল বাতির সবাইকে শান্তির সভা বলে আটকে দেয়। রাতে সভাও হয়। শান্তি নয় মরণ সভা। আরেক রাজাকার মুসলিম লীগ নেতা মাহতাব চৌধুরির ইশারায় সাথে সাথে পাক বাহিনী চারদিক ঘেরাও করে। মুসলিম-হিন্দু দু ভাগ করা হয়। মুসলিমদের শিখিয়ে দেয়া হয় হিন্দুদের দেখা মাত্র এই খবর সেনাদের কাছে দিতে। আর হিন্দুদের গরু ছেড়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়। সবাইকে নিয়ে যাওয়া হয় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পে। এখান থেকে সনৎ সামে একজন পালিয়ে যান তাকে গুলি করা হয়। আর ১৭ বছরের মেয়ে নদীয়া নালায় পেড়ে লুকিয়ে থাকেন। পরেরদিন ভোরবেলা বাকি সবাইকে মাটিচাপা দিয়ে হত্যা করা হয়। সেদিন শহিদ প্রাণ দিয়েছেন যে ১৫ জন-জয়চণ্ডির সুরেশ চন্দ্র দেব, পুসাইনগরের নরেন্দ্র চন্দ্র ঘোষ, উপেন্দ্র চন্দ্র ঘোষ, অনিল চন্দ্র ঘোষ, বিরাই দাশ, প্রসন্ন কুমার দাশ, মতছির আরী, মহেন্দ্র শুক্লবৈদ্য, মতুরা দাশ, চিত্তরঞ্জন দাশ, হরেন্দ্র মালাকার ও দিগেন্দ্রকুমার দাশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.