![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি এখন যশোরের ফিরতি পথে বাসে হয়ত ঝিমুচ্ছ, আমাকে লক্ষ্মী মেয়ের মত পড়তে বসিয়ে, ঠিক পরেই আমি ব্লগে বসেছি ..কিন্তু কই আমার তো ৭ তারিখের পরিক্ষা তে মন নেই, খুব ইচ্ছে করছে তোমায় নিয়ে কিছু লিখি, তোমায় নিয়ে এক্তু ভাবি, স্বপ্নগুলো একি ছত্রে বুনি ...... কি হবে এত সার্জারি পড়ে??? বল???
তোমায় নিয়ে লিখতে বসেছি, জানি অনেক বড় দুঃসাহস দেখাচ্ছি-শব্দ বিন্যাসের জন্য শব্দ খুঁজে পাওয়া যাবেনা, মনেরভাব প্রকাশের জন্য ভাষা খুঁজে পাবো না, অনুভূতি সুসংবদ্ধও প্রকাশ হবেনা,
তাই বলে কী তোমায় নিয়ে লিখবো না?? একি করে হয় বল? এযে তুমি!!!
তুমি হলে-
আমার রাজ্যের স্বপ্নের ছোঁয়া, রামধনুর রঙের মেলা, পড়ন্তও শীতের কুয়াশার ভেলা, আসছে বসন্তের ফুল বাগানের ফুলের মেলা, নাহ!! আবারো শব্দ সংকট, তুমি হচ্ছ তুমি--- আমার প্রতিটি প্রহর, প্রতিটি স্বপ্ন, ভালবাসার বন্দনা,
তুমি কী খূব রাগ হবে? আমি পড়াশোনা বাদ দিয়ে ব্লগ ে দেখে??
কেন রাগ হবে?? কেন? কেন? তোমার দোষ- তুমি তো আমাকে ব্লগে অনু প্রবেশ করিয়েছ একাঊণ্ট খুলে দিয়েছ, বলেছ- লিখালিখি করো, --তোমার সাহসেই তো আমার এ জগতে প্রবেশ, তাহলে তোমার রাগ করা কি চলে??
তোমার সাথে পরিচয় সময়ের হিসেবে অল্প, কিন্তু মনের হিসেবে অনন্ত প্রহর, অল্প সময়ে এত টা আপন করা- তুমি, তুমি দেখেই পারো, তাই তো এত টা ভালবাসি তোমায়, ভালবাসি.... অনেক তাও হয়ত তোমার চেয়ে কম হবে।
সাগর, তোমার সাথে আমার পরিচয় নাটকীয়তায় নাই বা গেলাম আজ, আমাদের দুই পরিবারের মিলে যাওয়ার প্রসঙ্গ নাই টানলাম... কারন এতো তোমার অবিচলঠাণ্ডা মানসিকতার দ্বারাই সম্ভব হয়েছে,সব সময়ের কষ্টে আমায় আগলে রাখার জন্যই হয়েছে।
প্রসঙ্গ টানি আমার দেখা অবাস্তব স্বপ্নের বাস্তবায়নের সুযোগ দেবার জন্য----
আমাকে তোমার অসীম ক্ষমতাধর ভালবাসার মানস বানানোর জন্য, এলোমেলো লামিয়া কে গুছিয়ে নেবার জন্য, চমৎকার ভবিতব্য দুজন মা- বাবা দেবার জন্য, অসম্ভব ভাল মনের বান্দর একজন মানষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য----- ভালবাসি তোমাকে।
তুমিও আমাকেও ধন্যবাদ দেও--- তোমার মত গালিভার এর সাথে আমার মত লিলিপুট কে মানানোর জন্য,, আমার মত পকপক করা মেয়ের তোমার ছোট পরিবারে যাবার সাহস করার জন্য, তোমার কুম্ভকর্ণের ঘুম সহ্য করার জন্য, আর তোমাকে জীবন দিয়ে ভালবাসার প্রতিজ্ঞা বদ্ধ হবার জন্য (ইনশাআল্লাহ)
জানি তুমি কী বলবে- ওয়েলকাম
তাই বড্ড বেশী ভালোবাসি,তোমাকে সাগর,
©somewhere in net ltd.