নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘড়ির টিকটিক শব্দে হাত চেপে ধরা মেয়েটা আর ভুতের ভয় পায় না।

রাফি বিন শাহাদৎ

সাহিত্য মানে যদি অসহায়ত্ব হয় আমি তবে অসহায় এক নিরবচ্ছিন্ন পথিক

রাফি বিন শাহাদৎ › বিস্তারিত পোস্টঃ

পিছুটান

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২০

অবশেষে বিথী ঠিক করল সে আত্মহত্যা করবেই। যত বাধাই আসুক না কেন এবার আর থামবে না। রুমে ঢুকে দরজা লেগে দিল সে। পড়ার টেবিলের ড্রয়ার খুলে খোঁজ করল ঘুমের ওষুধের্। কিন্তু পাতায় মাত্র ২ টা পিল ছিল। সে দুইটাই একসাথে খেল। কিন্তু কাজের কাজ কিছুই হল না। বরং বাড়তি একটু ঘুম পেল। কিন্তু সে সারারাত জাগতে চায়, কাঁদতে চায়।
অত:পর সে ঠিক করল গলায় দড়ি দিবে। কিন্তু ফ্যান অনেক উঁচুতে। সে ধরতেই পারবে না। তাই সে ভাবতে থাকল কি করা যায়। এমন সময় চোখ পড়ল টেবিলে রাখা ব্লেড এর দিকে। হ্যাঁ সে রগ কাটতে পারে। এটাই বোধ হয় তার জন্য উত্তম পন্থা।
তারপর হাতে ব্লেড নিয়ে চোখ বন্ধ করে হাতের উল্টো পাশে দিল একটা টান। সে বুঝতে পারল হাত কেটে গেছে কিন্তু সে চিৎকার করে নি। কারণ সে এসময়ের জন্য সদা প্রস্তুত ছিল। সে চোখ খুলে দেখে হাতের চামড়া চিরে গেছে আর টপ টপ করে লাল টকটকে রক্ত ঝরছে। কিন্তু সে বেঁচে আছে কেন! ভাল ভাবে খেয়াল করে দেখল হাতের চামড়াই শুধু চিরে গেছে; রগে ব্লেড এর টাচ পর্যন্ত লাগে নি। লাগবে কি করে! যে মেয়েটা দুইদিন ধরে না খেয়ে আছে সে কি আর গায়ে জোর পাবে রগ কাটার!
"মামনি, আম্মু!" দরজায় ঠকঠক শব্দ। বিথী তাড়াতাড়ি করে একটা ফুল জামা পড়ে হাত ঢেকে দৌঁড়ে গিয়ে দরজা খুলে দিল। তার বাবা তার সামনে দাঁড়িয়ে। তবে মজার বিষয় তার বাবার দুই হাত পিছনে।
- মা, তোর জন্য গিফট আছে। বল তো কি?
- জানি না
- এই দেখ গিটার্। তোর অনেক শখ ছিল গিটারের, তাই না?
- টাকা কোথায় পেলে?
- এতো কেন শুনতে হবে?
- তুমি না বললে আমি নিব না।
- ৪ মাস ধরে একটু একটু করে টাকা জমিয়ে কিনলাম। নে ধর মা। একটু তারগুলা নড়া তো, দেখি কেমন বাজে
বিথী দৌঁড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। বিথীর বাবা ওর হাত ধরেই থমকে গেলেন। হাত ভেজা। সাথে সাথে তাকিয়ে দেখেন হাত থেকে রক্ত ঝরছে। "আমি আর এ ভুল করব না, বাবা। তোমায় কথা দিলাম। "
"আর কতবার এ ভুল করতে যাবি, মা। তোর মা নেই বলে কি আমার কোনো দাম নেই! এবার তুই চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচব!"
"সত্যিই বলছি আর আমি এমন করব না।"
"ঠিক আছে মা। এখন খেতে যাবি চল।"
প্রতিদিন এমন বেঁচে যায় কিছু ব্যর্থ এবং হার মানা প্রেমিক-প্রেমিকার জীবন।
হয়ত এভাবে নয়, কিন্তু ভিন্ন কোনো পন্থায়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কি বলব ঠিক বুঝতে পারছি না।

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

রাফি বিন শাহাদৎ বলেছেন: :/ আমিও চিন্তিত

২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪

প্রশ্নবোধক (?) বলেছেন: লেখার মান উন্নয়ন করুন।

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬

রাফি বিন শাহাদৎ বলেছেন: ধন্যবাদ :) চেষ্টা করব

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৬

কালীদাস বলেছেন: লেখাটা পড়ে মেজাজ খারাপ হয়ে গেল। বিথীর বাপ বিথীর কানসা বরাবর একটা চটকনা মারলে লেখাটাকে পারফেক্ট বলতাম। জীবনের দাম এত তুচ্ছ?

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:১৭

রাফি বিন শাহাদৎ বলেছেন: প্রত্যেক বাবাই মেয়েদের বেশি আদর করে :/ এজন্যই এরা এত চান্স পায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.