নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘড়ির টিকটিক শব্দে হাত চেপে ধরা মেয়েটা আর ভুতের ভয় পায় না।

রাফি বিন শাহাদৎ

সাহিত্য মানে যদি অসহায়ত্ব হয় আমি তবে অসহায় এক নিরবচ্ছিন্ন পথিক

রাফি বিন শাহাদৎ › বিস্তারিত পোস্টঃ

আন্দোলন হতে শিক্ষা নাকি শিক্ষা হতে আন্দোলন

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

সব ঠিক ছিল। শুধু গালাগালিগুলা ভাল লাগে নি
আন্দোলন হচ্ছিল। সম্পূর্ণ সমর্থনকরি। এমনকি কোন স্কুল কলেজের ছাত্র অবস্থায় থাকলে সরাসরি মাঠেও নামতাম। আজ এডমিশনের স্টুডেন্ট বলে মাঠে নামা হয় নি। নিয়মকানুন, তাদের উদ্দেশ্য, তাদের অগ্রগতি, তাদের পরিশ্রম কোনকিছু নিয়ে প্রশ্ন তুলব না। এক কথায় সেগুলো ছিল দেখার মত, সারা বিশ্ব দেখেছে ছাত্রসমাজ কি না করতে পারে। কিন্তু নিজের বাবার সামনে দাঁড়িয়ে তাকে নোংরা ভাষায় গালি দেয়াটা অন্তুত দৃষ্টিকটু।
আপনি দাঁড়িয়ে আছেন। আপনাকে অনেক কাজ করতে হয়। খারাপ ভাল দুটোই। খারাপ কাজ আপনি নিজে থেকে পারেন না করতে। উপরমহলের চাপে আপনাকে কাজগুলো করতে হয়। এমন অবস্থায় আপনার সন্তান আপনার বিরুদ্ধে। হ্যা বাবা হিসেবে আপনি মেনে নিবেন, গর্ব করবেন; ছেলে অন্যায়ের সামনে মাথা তুলে দাঁড়িয়েছে যা আমি বাবা হয়ে পারি নি। কিন্তু সেই গর্ব টা কি আর গর্ব থাকে যখন আপনি দেখছেন আপনার ছেলে আপনাকে মুখ খারাপ করে গালাচ্ছে। ইচ্ছামত নোংরা কথা লিখছে। যা মুখে আসছে তাই বলছে। পারবেন সহ্য করতে! বাসায় ঘটলে পারতেন?
কষ্ট পেতেন খুব। কাকে বলতেন এই কষ্টের কথা, আপনার কাছের মানুষকে? সেও যে আপনার বিরুদ্ধে। পেশাটাই যে এমন নোংরামিতে পরিণত হয়েছে। সবাই চ্যাটের বাল না, কিছু মানুষের জন্য আজ সাবধানে চলতে পাচ্ছি। রাত হলে গভীর আঁধারে যাদের দেখলে মনে সাহস আসে যে একা নই, আরো মানুষ পাশে আছে। প্রশাসন পুরাটা চলে সরকারের কথায়। তাই পেশাকে দোষ দিবেন না, যে দোষী তাকে সামনে এসে দোষ ধরাটাই শ্রেয়। হয়ত লজ্জায় সে ঠিক হতে পারে। কিন্তু গাল পেরে ক্ষোভে তাকে আরো খারাপের দিকে ঠেলে দিবেন না। পরিণতি ভয়াবহ হবে।
*সম্পূর্ণ নিজস্ব মতামত। কেও দয়া করে দেশদ্রোহী বানায়ে দিয়েন না। এটাই সমস্যা গণতন্ত্র নেই অথচ মুখটা ঠিকই আছে। মানুষশুনতে চায়, বললে বলে বললেন কেন।।।।।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: "আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে বড়দের।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:০২

রাফি বিন শাহাদৎ বলেছেন: কিন্তু বড়রা ভুলে যায়। ভাবে এই বুঝি ছোট হয়ে গেল শিক্ষা নিতে যেয়ে

২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৪

শাহিন-৯৯ বলেছেন:



বাচ্চাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের সমস্যা কোথায় আর ইচ্ছে থাকলে সমাধান করা সম্ভব। তাদের কাজ তারা করে গেছে এখন বড়রা কিভাবে দেখবে বিষয়গুলি সেটাই দেখার বিষয়।

একজন বিচারপতির গাড়ির কাগজে সমস্যা, একজন বড় পুলিশেরও সমস্যা।
এখন প্রশ্ন হচ্ছে এসব সুপারম্যানরা কেন আইন মানেন না? অথচ তারা মানুষকে দিনরাত আইনের ভয় দেখায়।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৮

রাফি বিন শাহাদৎ বলেছেন: সমাধান এক আন্দোলনে হবে না। জন্ম থেকেই যারা দুই নাম্বার তারাই দেশ চালানোর দায়িত্ব নেয়। কতজন শিক্ষিত মানুষ ওই চেয়ারগুলাতে বসে আছে বলতে পারেন? যাদের আবার সারর্টিফিকেট আছে, খুজতে গেলে নকল বের হয়ে আসবে। নকল খুজলে আবার আরেকটা বের হবে। এটা চক্র ভাই। এই চক্রের শুরুটা কোথায় সেটা যেদিন জানা যাবে, আশা করা যায় বাংলাদেশএ চেঞ্জ আসবে৷

৩| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৪

শাহিন-৯৯ বলেছেন:




আমার মনে হয় এদেশের মানুষগুলো গত ৫-১০ বছর চেয়েও বর্তমান বেশ সচেতন এবং দিনে দিনে আরো সচেতন হচ্ছে আশা করি একদিন এদেশের পরিবারতন্ত্র ভেঙ্গে নতুন দিগন্ত আসবে।

কিন্তু নিরাশ হই যখন দেখি- প্রশ্নফাঁস প্রজন্ম আসছে সাথে ইয়াবা প্রজন্ম।

১০ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০৫

রাফি বিন শাহাদৎ বলেছেন: সচেতনতাআসছে কিন্তু মনুষ্যত্ব হারাচ্ছে। হ্যা তারা সচেতন নিজেকে নিয়ে। কিন্তু তার জন্য অন্যদের কি হবে সেটাতে না।

৪| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৯

ভ্রমরের ডানা বলেছেন: আপনার লেখার সাথে একমত! দ্বিতীয় লাইনটা আসল! অনেকেই এটা ইগ্নোর করবেন! এটা আল্ট্রা স্মার্টনেস!

১০ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০৬

রাফি বিন শাহাদৎ বলেছেন: একদম ঠিক বলছেন। গালাগালি আজ এক ধরণের স্মার্টনেস

৫| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:


গালি টালি ভালো না। আপনি মিছিলে যাবার সময় অজু টজু করে যাইয়েন।

১০ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০৭

রাফি বিন শাহাদৎ বলেছেন: অজু করে লাভ কি ভাই? রক্ত তো ঝড়বে। অজু থাকবে তো?

৬| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৬

শিখণ্ডী বলেছেন: মাত্র জীবন শুরু; সমাজের, মানুষের কদর্যতা এখনও তাদের স্পর্শ করতে পারেনি। এরা যত সহজে ভাল মনের পরিচয় দিল, পাঁচ বৎসর পরেই হয়ত এদের কেউ কেউ বন্দুক নিয়ে যুদ্ধ করবে। আজ যারা আইন শেখাল দুদিন পরে এরাই অন্যকে শাসাবে আমাকে চিনিস!!!!!!!!!!!!! সব বয়সের ব্যাপার

১০ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০৯

রাফি বিন শাহাদৎ বলেছেন: তাদের মধ্যে অনেকেরই একদিন গাড়ি হবে। সেদিন তারাও লাইসেন্স ছাড়া চলবে। কি দরকার! লাইসেন্স ছাড়া তো ভালিই গাড়ি চালাচ্ছি। কেও তো আটকায় না

৭| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৬

সনেট কবি বলেছেন: সৌজন্য শিক্ষাটাও জরুরী।

১০ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৯

রাফি বিন শাহাদৎ বলেছেন: ঠিক বলেছেন

৮| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: প্রথম কথা হলো এটা আন্দোলন না। প্রতিবাদ বলা যেতে পারে।

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৪

রাফি বিন শাহাদৎ বলেছেন: তা ঠিক। প্রতিবাদ কথাটাই বেশি শোভা পায়

৯| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: আন্দোলন আর স্বাভাবিক অবস্থা এক না এটা আপনাকে বুঝতে হবে

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৩

রাফি বিন শাহাদৎ বলেছেন: বুঝতে পারছি ভাই। তবুও কেমন জানি লাগছিল শুধু এইটুক মেনে নিতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.