![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
রিপোর্ট দেখাতে এসে ভিজিট ক্যামনে হয় আমার বুুঝে আসে না।
রিপোর্ট তো রোগির দরকার নাই। ডাক্তার নিজে রোগ নির্নয়ের সহায়ক হিসাবে রিপোর্ট করাতে দিছেন।
১ম দিন তো রিপোর্ট করতে দেয়া ছাড়া আর কোন কাম আছে???
অতীতে রোগের বর্ননা দিয়ে রোগ নির্নয় করা হতো। এখন বুঝলাম রোগ জটিল হয়েছে। কিন্তু...তাই বলে এতো টেস্ট??
ডায়গনিস্টিক সেন্টারে অনেকে নানা ভাবে ২০-৪০% বা কিছু ডিসকাউন্ট করান তার পরেও তাদের লাভ আর কমিশন থাকে।
তাহলে বুঝেন কত টাকা লাভ করে....
উচিত হবে রিপোর্টের টাকা ডাক্তারের কাছ থেকে নেয়া। তুই বেটা কিসের চুলের ডাক্তার যে রিপোর্ট ছাড়া রোগ ধরতে পারোছ না।
সবার প্রতিবাদ করা দরকার।
২| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১:০৯
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের ডাক্তাররা ব্যবসায়ী।
৩| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১:১৭
অপলক বলেছেন: এ ধরনের ডাক্তারদের সামাজিক ভাবে বয়কট করা দরকার...
৪| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: সরকারি ভাবে ডাক্তাদের মোকাবেলা করতে হবে।
৫| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ২:৫৩
নতুন নকিব বলেছেন:
চিকিৎসা ক্ষেত্রের বৈষম্য দূর করা জরুরি। এদেশের গরিবদের ভাগ্যে চিকিৎসা জোটে না।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১২:২৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশের ডাক্তার মানবিক না ব্যবসায়ী।