নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

মাহমুদুর রহমান

এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

পঞ্চ যোজনা পঞ্চ বস্তু ভুলোনা কভু

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৩



যৌবনকালঃ

প্রতিটি মানুষের একটা নির্দিষ্ট বয়স রয়েছে যখন সে থাকে বড্ড উচ্ছল জল ছলছল।এ বয়স কোন বাধা মানে না।এ সময় মানুষের মনে লুকিয়ে থাকে অজয়কে জয় করার অদম্য ইচ্ছা শক্তি;অন্যায়ের বিরুদ্ধে অবস্থানে থাকে শক্ত,সত্যের প্রতি হৃদয়ের মাঝে লুকিয়ে থাকে অগাধ ভালোবাসা ও শ্রদ্ধাবোধ।আর এই বয়সটাই হলো যৌবনকাল।এই বয়সটা যে মহান আল্লাহ্‌র জন্য ব্যয় করবে তার জন্য রয়েছে মহা পুরুষ্কার চির সুখ।আর যে এই বয়সটাকে অবহেলা ও অন্যায়ের পক্ষে কাজে লাগাবে তার জন্য রয়েছে চির দুঃখ।

স্বাস্থ্যঃ

স্বাস্থ্য।এই শব্দটি শোনামাত্রই ভাবনায় এসে হাজির হয় শরীরের সঠিক সংগঠনিক দিকগুলোর কথা।যেমন সুঠাম হাড়, নমনীয় পেশী,কোমল ত্বক, প্রদাহবিহীন উজ্জ্বল চোখ, সুশৃঙ্খল হাটা।এই ব্যাপারগুলোই মূলত সুন্দর স্বাস্থ্যের মূল বৈশিষ্ট্য।আর এমন সুন্দর ও স্বাভাবিক বৈশিষ্ট্যের অধিকারী হতে হলে প্রয়োজন নিয়ম মাফিক বিশ্রাম ও সুন্দর ঘুম।সেই সাথে আশাবাদী হওয়া আর তার জন্য প্রয়োজন পরিশ্রম।কথায় আছে পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি।কাজেই একজন ভাগ্যবান মানুষ হতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।আশাবাদী হতে হবে।দৃষ্টিভঙ্গী হতে হবে সুন্দর।তবেই একজন সুন্দর স্বাস্থ্য সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব।আর যে ব্যক্তি নিজের প্রতি যত্নশীল হয় আল্লাহ তার প্রতি দয়া করেন।

সচ্ছলতাঃ

স্বচ্ছলতা হচ্ছে এমন একটি অবস্থা যখন একজন ব্যক্তিকে অন্য একজন ব্যক্তির দ্বারস্থ হতে হয় না।আরো সুন্দর করে বললে,সচ্ছলতা হচ্ছে, ব্যক্তির আত্মনির্ভরশীলতা।এক্ষেত্রে মানুষের প্রয়োজন থেকে ব্যক্তি নিজেকে দূরে রাখে।এটা অর্জন করতে হয়।আর এই জন্য প্রয়োজন সঠিক জ্ঞান।যারা বুদ্ধিজ্ঞান সম্পন মানুষ তারা নিজেদের বিষয়ে সচেতন থাকেন।অপ্রয়োজনে খরচ করেন না।পৃথিবীতে সকল বোকা প্রকৃতির মানুষগুলো সদা অসচ্ছলই হয় কারন তাদের এই কৌশল এড়িয়ে চলেন।জেনে রাখা ভালো,প্রয়োজন মাফিক খরচ করা সুন্নত।

কর্মব্যাস্ততাঃ

কর্মব্যাস্ততা হচ্ছে কর্মের ওপর নিজেকে ব্যাস্ত রাখা।হোক সেটা যে কোন কর্ম।যেমন- বই পড়া।এটা একটা সুন্দর কর্ম।বই পড়লে জ্ঞান বৃদ্ধিপায়।বাড়ে সহনশীলতা।বাস্তবতা তখন চোখের ওপর ভাসে।কিন্তু বই হতে হবে বইয়ের মতো। যেই সেই লেখকের বই পড়লে হবে না।লেখক হতে হবে চরিত্রবান।রুচীহীন,অসভ্য লেখকের বই পড়লে আপনার মাঝে কুরুচী ও অসভ্যতাই ঠাই পাবে।আপনি যখন একজন সভ্য ও সুন্দর লেখকের বই পড়বেন আপনার মাঝে সুন্দর ভাবনার উদয় হবে।আর জ্ঞান অর্জন কিন্তু আমাদের ওপর ফরজ।এটা মনে রাখতে হবে।

জীবনঃ

জীবন এর সংজ্ঞা কি?এই প্রশ্নের সম্মুখীন হলে কি জবাব দিবেন আপনি?
জীবনের সংজ্ঞা হচ্ছে ব্যক্তির মৃত্যু পূর্ববর্তী অবস্থা।যা সময় ও স্রোতের সাথে বয়ে বেড়ায়।একটি সুন্দর জীবন মানে একটি সুন্দর ভবিষ্যৎ।আর একটি অসুন্দর জীবন বলতে বোঝায় একটি অসুন্দর ভবিষ্যৎ।ভবিষ্যৎ বলতে ব্যক্তির মৃত্যুর পরবর্তী অবস্থা।যার সাথে দুনিয়া ও আখিরাত উভয়ই সম্পর্কিত।যেমন যদি দুনিয়ার কথা বলি,আপনি যদি ভালো কাজ করেন এবং ভালো কাজে অন্যদেরকেও উদ্বুদ্ধ করেন তবে দুনিয়া আপনাকে আশীর্বাদ করবে আপনার মৃত্যুর পর আর যদি আপনি মন্দ কাজ করেন এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করেন তবে দুনিয়া আপনাকে অভিশাপ দিবে।আর নিজের প্রতি অন্যরা অভিশাপ দিবে এটা কি একজন সুস্থজ্ঞান সম্পন্ন মানুষ চান?বিবেকবান মানুষ হিসেবে আমাদের উচিৎ সেই কাজে করা যা করতে মহান আল্লাহ্‌ ও তার রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন।সে কাজ নয় যা করা থেকে নিষেধ করা হয়েছে আমাদেরকে।

"ইসলামের ডায়েরী থেকে বলছি"
মাহমুদুর রহমান।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২২

বলেছেন: নতুন ডায়েরির জন্য শুভকামনা রইল

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ্‌ আপনার মঙ্গল করুন।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৬

ইসিয়াক বলেছেন: শুভকামনা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয় ইসিয়াক ভাই।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: এই ডায়েরী অব্যাহত থাকুক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: ইনশা আল্লাহ্‌।দোয়া করবেন রাজীব ভাই।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৫

আরোগ্য বলেছেন: প্রতিটি মানুষ যদি তার যৌবন, সুস্থতা, স্বচ্ছলতা ভালো কাজে অতিবাহিত করে তবে পৃথিবীর চেহারা বদলে যেত।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫০

মাহমুদুর রহমান বলেছেন: রাইট।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:১৬

খায়রুল আহসান বলেছেন: আপনার এসব চমৎকার, স্বচ্ছ ভাবনাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাল লেগেছে।
পোস্টে প্লাস +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.