নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঞ্জালে একজন সাধারণ মানুষ।

অগ্নিপাখি

প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।

অগ্নিপাখি › বিস্তারিত পোস্টঃ

জুলিয়ান বিভার এবং রাস্তায় আঁকা কিছু অসাধারণ "ত্রিমাত্রিক" ছবি

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৩





ব্রিটিশ চিত্রশিল্পী "জুলিয়ান বিভার" সবচেয়ে বেশি পরিচিত তার আঁকা অসাধারণ ত্রিমাত্রিক ছবির জন্য। এই কাজে দক্ষতার জন্য তাকে "পেইভমেণ্ট পিকাসো" বলা হয়। চলুন তার করা অসাধারণ কিছু কাজ দেখে আসি।



















































































মন্তব্য ৭৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৮

সোহানী বলেছেন: ও মাই গড.......... এত্ত সুন্দর ছবি..............

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৫

অগ্নিপাখি বলেছেন: আসলেই সুন্দর এবং বিভ্রম সৃষ্টিকারী।

২| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৪

মুদ্‌দাকির বলেছেন: অবাক করা অসাধারন সুন্দর !!!!

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৬

অগ্নিপাখি বলেছেন: আসলেই তাই।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৬

সালমা শারমিন বলেছেন: কেমনে পারে....।

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

অগ্নিপাখি বলেছেন: কাজের প্রতি ডেডিকেশন আর প্যাশন।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৬

ইমতিয়াজ ইমন বলেছেন: অসাধারণ!!!

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

অগ্নিপাখি বলেছেন: আসলেই অসাধারণ।
মনোমুগ্ধকর।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৪

মনিরা সুলতানা বলেছেন: বাহ ।। :)

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

অগ্নিপাখি বলেছেন: বাহবা পাবার মতই সব ছবি।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ!দারুন তো!

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

অগ্নিপাখি বলেছেন: আসলেই দারুন দারুন সব ছবি।
বাস্তবের কাছাকাছি।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০২

*কুনোব্যাঙ* বলেছেন: আমি আরো ভাবতাম ছবিগুলো কম্পিউটারে বানানো

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

অগ্নিপাখি বলেছেন: সম্পূর্ণ হাতে আঁকা ছবি সব।
আসলেই অসাধারণ।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০২

শামীম সুজায়েত বলেছেন: আগে দেখেছিলাম এমন ছবি কয়েকটা। তবে শিল্পির নাম জানা ছিলনা।
জানা হলো, ভাল লাগলো।

শুভ কামনা।

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ উৎসাহের জন্য।
আপনাকেও শুভ কামনা।
ভালো থাকবেন।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: +++++++++++++অনেক ভালো

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৩

আমি অপদার্থ বলেছেন:
B:-) B:-) B:-)
মারাত্মক

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

অগ্নিপাখি বলেছেন: :-B :-B

১১| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
শিল্পির নিজের ছবিটাকি ঢাকায় ...

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

অগ্নিপাখি বলেছেন: না, যুক্তরাজ্যে

১২| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর তো।

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

অগ্নিপাখি বলেছেন: আসলেই সুন্দর এবং বিস্ময় উদ্রেককারী।

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

কৈশর বলেছেন: #:-S

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

অগ্নিপাখি বলেছেন: B:-/ B:-/

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

ঢাকাবাসী বলেছেন: ছবিগুলো অসাধারণ, অপুর্ব, চোখ ধাধানো! প্রথমটা বোঝা যায়নি।

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

অগ্নিপাখি বলেছেন: "ছবিগুলো অসাধারণ, অপুর্ব, চোখ ধাধানো! "/ সহমত আপনার সাথে।

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫০

বোধহীন স্বপ্ন বলেছেন: ওরে বাপ্‌স্‌স্‌!! শিরোনাম না দেখলে এই ফটোর মর্ম বুঝতাম না!!!!

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১১

অগ্নিপাখি বলেছেন: মাথা ঘুরিয়ে দেয়া সব ছবি।
অসাধারণ।

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: জিনিয়াস !

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৩

অগ্নিপাখি বলেছেন: সুপার জিনিয়াস।

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

শায়লা িসিদ্দক বলেছেন: অসাধারন সুন্দর ! :)

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৪

অগ্নিপাখি বলেছেন: আসলেই দারুন সুন্দর ছবিগুলো।
ভালো থাকবেন।

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩

আমিনুর রহমান বলেছেন:




ইহা কি দেখিলাম B:-)

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৫

অগ্নিপাখি বলেছেন: :-B

১৯| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৯

আমি সাদমান সাদিক বলেছেন: এক কথায় অসাধারণ ।।

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৬

অগ্নিপাখি বলেছেন: আসলেই অসাধারণ।

২০| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১২

তৌফিক মাসুদ বলেছেন: দারুন সব ছবির জন্য ধন্যবাদ আপনাকে।

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৭

অগ্নিপাখি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকবেন।

২১| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪২

গাজী সুবন বলেছেন: আমারতো সবগুলাই সত্যি মনে হলো,, অন্তত আমি যদি এরকম রাস্তায় হাটি তাহলেতো বিভ্রান্ত হবোই,,,,, এক কথায় অসাধারন

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২১

অগ্নিপাখি বলেছেন: সবারই বিভ্রান্ত হবারই কথা।
এক কথায় অসাধারণ সব ছবি।
ভালো থাকবেন।

২২| ০৮ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:২৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভয়ংকর সুন্দর ছবিগুলো!! এগুলো কী রাস্তায় আঁকা? শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ অগ্নিপাখি।

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩

অগ্নিপাখি বলেছেন: সবগুলো ছবি রাস্তায় আঁকা।
আপনাকেও ধন্যবাদ উৎসাহের জন্য।
ভালো থাকবেন।

২৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৪

তাসজিদ বলেছেন: অবিশ্বাসও #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩

অগ্নিপাখি বলেছেন: মুগ্ধ করবার মতো প্রত্যেকটা ছবি।

২৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এক কথায় অসাধারণ 8-|

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪

অগ্নিপাখি বলেছেন: আসলেই অসাধারণ।
:)

২৫| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২২

রোদেলা দুপুর বলেছেন: আসলেই অসাধারণ। আমাদের দেশে এইরকম কিছু কি আছে????

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৫

অগ্নিপাখি বলেছেন: আমাদের দেশে খুব সম্ভবত নেই এরকম কিছু।

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রিয়তে রাখলাম।

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৫

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।

২৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওয়াও !! ভেরি নাইস

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৬

অগ্নিপাখি বলেছেন: ইনডিড ইট ইজ। মেসমেরাইজিং ইমেজেস।

২৮| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪১

নিওফাইটের রাজ্যে বলেছেন: অস্থির

+ +

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৭

অগ্নিপাখি বলেছেন: পুরাই অস্থির।

২৯| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৭

নুর ফ্য়জুর রেজা বলেছেন: দারুণ!

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯

অগ্নিপাখি বলেছেন: আসলেই দারুন।
ভালো থাকবেন।

৩০| ০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

সজল৯৫ বলেছেন:
আগেও দেখেছিলাম কিছু, এগুলো আকাঁ কোন ব্যপারই না....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................... জুলিয়ান বিভারের কাছে!!!!!!!!!!!!!!

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩০

অগ্নিপাখি বলেছেন: আসলেই তার কাছে এগুলো কোন ব্যাপার না।

৩১| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৮

sraboni বলেছেন: শিল্পীর চোখে যে কি জাদু লুকিয়ে থাকে তা চিত্রকলার প্রতিটি অঙ্গনে সগৌরবে প্রকাশিত। এজন্যই তো শিল্পীরা এই পৃথিবীর বুকে ফুলের মত যারা কোটি মানুষের মাঝে ফুলের মতই সৌন্দর্য বিকশিত করে তাদের সৃষ্টিতে। আর আমাদের চেনায় কল্পনার জগত কত মোহনীয় সৌন্দর্যে ভরপুর। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দারুন একজন চিত্রশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য।
পোষ্ট খুব ভাল লেগেছে।

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১

অগ্নিপাখি বলেছেন: লেখিকা বলেছেন ঃ "এজন্যই তো শিল্পীরা এই পৃথিবীর বুকে ফুলের মত যারা কোটি মানুষের মাঝে ফুলের মতই সৌন্দর্য বিকশিত করে তাদের সৃষ্টিতে।"/ সহমত আপনার সাথে।

৩২| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০০

শুঁটকি মাছ বলেছেন: আরিব্বাপ!!!!!!!!

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১

অগ্নিপাখি বলেছেন: উরিব্বাস।

৩৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০

মামুন পোকা০০৭ বলেছেন: অসাধারণ ...

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩২

অগ্নিপাখি বলেছেন: মনোমুগ্ধকর।

৩৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪১

হাসান মাহবুব বলেছেন: কিছু ছবি আগেই দেখেছি। অবিশ্বাস্য।

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৪

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক সুন্দর :)


খবর কি?? কেমন আছেন ??

১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

অগ্নিপাখি বলেছেন: এইতো ভাই চলে যাচ্ছে। ভালো না আরকি। বেকার জীবন আর ভালো লাগে না।
আপনি কেমন আছেন?

৩৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

মহামহোপাধ্যায় বলেছেন: ধুর ভাই কি যে বলেন?? আপনার মত ধীশক্তি সম্পন্ন ব্যক্তি যদি এই কথা বলে তবে আমরা যাই কোথায় ?? বেকারত্ব, ও তো সামান্য কয়েকদিনের ব্যাপার!! আজ অথবা আগামিকাল একটা দারুণ সুখবর অপেক্ষা করছে শুধু আপনারই জন্য। মাঝে শুধু একটু বাজে সময়!! এই যা !! মূল কথা হচ্ছে ভালো থাকা। পৃথিবীতে ভালো থাকার কোন বিকল্প নাই।

আপনাদের শুভকামনায় আমিও বেশ ভাল আছি ভাই এবং আশা করি আপনার অনাগত দিনগুলিও চমৎকার হবে।


শুভকামনা সতত :)

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

অগ্নিপাখি বলেছেন: আপনার প্রতিও শুভ কামনা রইলো।
ভালো থাকবেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

অগ্নিপাখি বলেছেন: আপনার প্রতিও শুভ কামনা রইলো।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.