![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অামি ১টি ডেভেলপার কোম্পানীর নিকট হতে ১টি ফ্ল্যাট ক্রয়ের জন্য অক্টোবর,২০১৩ সালে বায়নাপত্র (Sales deed) রেজিস্ট্রির মাধ্যমে চুক্তি সম্পাদন করি এবং উক্ত চুক্তির অালোকে কোম্পানীকে ৪০% ডাউন পেমেন্ট করি। কোম্পানী ডিসেম্বর, ২০১৫ মাসে ফ্ল্যাট হস্তান্তর করার কথা থাকলেও তাদের কাজের কোন অগ্রগতি নেই। তাই অামি ফ্ল্যাটটি ৩য় কারো কাছে বিক্রি করে অামার মূলধন ২ বছর হলেও কোন লাভ ছাড়াই তুলে অানতে চাচ্ছি। অামার সাথে কোম্পানীর যে Terms & Condition এ চুক্তি হয়েছে, সেই একই শর্তে ৩য় পার্টির কাছে বিক্রির অফার করলে কোম্পানী তা মানতে অস্বীকার করে। একদিকে কোম্পানী অামার মূলধন ফেরত দিচ্ছেনা, অন্যদিকে অামাকে ফ্ল্যাটটি ৩য় কারো কাছে একই সহজ শর্তে বিক্রিও করতে দিচ্ছেনা। ইতিমধ্যে অামি কোম্পানীকে অামার ফ্ল্যাটটি বিক্রি করে অামার টাকা এককালীন পরিশোধ করতে চিঠি দিয়েছি। কোম্পানীর গোপন প্ল্যান হলো অামার ফ্ল্যাটটি তারা অারো লাভে বিক্রি করবে, কিন্তু অামার টাকা নিয়ে প্রচন্ড ঘুরাবে এবং ভেঙ্গে ভেঙ্গে দিবে। ঐ টাকা দিয়ে তারা অারো ইনভেস্ট করবে। এমনিতেই ২ বছর অামার টাকা অাটকে অাছে, তার উপর ভবিষ্যতে অারো হয়রানির অাশংখায় খুবই মনোকষ্টে অাছি। অাইনসম্মতভাবে অামি কি প্রতিকার পেতে পারি কেউ কি অনুগ্রহ করে পরামর্শ দিবেন ? ? ? ? উল্লেখ্য, কোম্পানী বলছে বায়নাচুক্তির মেয়াদ ১ বছর পরেই শেষ হয়ে গেছে, তারা অামার সাথে সম্পাদিত চুক্তি মানতে/যথাসময়ে ফ্ল্যাট হস্তান্তর করতে বাধ্য না। এখন অামার কি করা উচিত ? ? ?
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪
soton বলেছেন: আমি ২০০৮ সালে মিরপুরে এই রকম প্রতারনার শিকার হই। আমার বায়নাটি রেজিষ্ট্রি করি নাই।প্রজেক্ট ছিল ব্যাংকে বন্দক। ১২ লক্ষ টাকা নগদ দেওয়ার পরে বুঝতে পারি আমি বিপদে পড়ে গেছি। স্থানীয় রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী কতকিছুইনা করলাম, কোন লাভ হয় নাই। অবশেষে থানা পুলিশের দ্বারস্থ হলাম। পুলিশ দুপক্ষকে ডেকে এনে শুনানীর ব্যবস্থা করে। স্থানীয় রাজনৈতিক দলের নেতা,পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে এই শুনানী হয়। তাঁরা স্বাক্ষী হিসাবে থেকে নতুন চুক্তি করে। যা পরে ডেভলপার মানতে রাজী হয়।অধিকাংশ ক্ষেত্রে ভেজাল জমি সম্পত্তিতে বা বন্দকী ফ্ল্যাটের ক্ষেত্রে ডেভলপার এমন টা করে। আমার মনে হয় সংশ্লিষ্ট থানার পুলিশের সাথে একটা কন্ট্রাকে যেতে পারেন, প্যাকেজ কন্ট্রাক। আর খোজ নিয়ে দেখেন জমিতে ভেজাল আছে কিনা?